Ajker Patrika

এক শও করতে পারল না সাকিব-গেইলের বরিশাল

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ২১: ৫০
এক শও করতে পারল না সাকিব-গেইলের বরিশাল

তারকাবহুল দল নিয়ে ১০০ রানও করতে পারল না ফরচুন বরিশাল। সাকিব আল হাসান-ক্রিস গেইলদের ব্যাটিং ব্যর্থতার দিনে কুমিল্লা ভিক্টোরিয়ানসের ১৫৮ রানের জবাবে বরিশাল অলআউট হয়েছে ৯৫ রানে। দারুণ ছন্দে থাকা কুমিল্লা জিতেছে ৬৩ রানে। 

টানা দুই জয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে কুমিল্লা। আর টানা দুই হারে বরিশাল নেমে গেছে তলানিতে। 

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রান তোলে কুমিল্লা। জবাবে ১৭.৩ ওভারে গুটিয়ে যায় বরিশাল। 

আগে ব্যাট করতে নেমে ৩৩ রানের জুটি গড়েন কুমিল্লার দুই ওপেনার। ১৯ রান করা ক্যামেরুন ডেলপোর্টের বিদায়ে ভাঙে এ জুটি। ৬ রানের বেশি যোগ করতে পারেননি ফাফ ডু প্লেসিও। দলীয় ৭১ রানে ফিরে যান অধিনায়ক ইমরুল কায়েস। তাঁর ব্যাট থেকে আসে ১৫ রান। এক প্রান্ত আগলে রাখা মাহমুদুল হাসান জয়ের সঙ্গে জুটি গড়েন মুমিনুল হক। দলীয় ১১৫ রানে ফেরেন জয়। ৩৫ বলে ৪৮ রান আসে তাঁর ব্যাট থেকে। ১৭ রান করে আউট হন মুমিনুল। শেষ দিকে আফগান অলরাউন্ডার করিম জানাতের অপরাজিত ১৬ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংসে ১৫৮ রানের পুঁজি পায় কুমিল্লা। 

জবাব দিতে নেমে নাজমুল হোসেন শান্ত এক প্রান্ত আগলে রাখলেও বাকিরা ছিলেন আসা-যাওয়ায় ব্যস্ত। রানের খাতা খোলার আগেই ফেরেন ওপেনার সৈকত আলী। দারুণ বোলিং করা নাহিদুল ইসলামের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন বরিশালের অধিনায়ক সাকিব (১)। আগ্রহের কেন্দ্রে থাকা ক্রিস গেইল করেন ৭ রান। শান্ত ৩৬ রান করলেও বাকিদের ব্যর্থতায় বরিশাল থামে ৯৫ রানে। ৫ রান ৩ উইকেট নেন নাহিদুল। ম্যাচসেরাও হয়েছেন তিনি। 

সংক্ষিপ্ত স্কোর

কুমিল্লা ভিক্টোরিয়ানস
২০ ওভারে ১৫৮ /৭ 
জয় ৪৮, করিম ২৯ *
ব্রাভো ৩/৩০, সাকিব ২/২৫ 

ফরচুন বরিশাল
১৭.৩ ওভারে ৯৫ অলআউট
শান্ত ৩৬, হৃদয় ১৯ 
নাহিদুল ৩/৫, তানভীর ২/১৯ 

ফল: কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬৩ রানে জয়ী

ম্যাচসেরা: নাহিদুল (কুমিল্লা ভিক্টোরিয়ানস) 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত