ক্রীড়া ডেস্ক
তারকাবহুল দল নিয়ে ১০০ রানও করতে পারল না ফরচুন বরিশাল। সাকিব আল হাসান-ক্রিস গেইলদের ব্যাটিং ব্যর্থতার দিনে কুমিল্লা ভিক্টোরিয়ানসের ১৫৮ রানের জবাবে বরিশাল অলআউট হয়েছে ৯৫ রানে। দারুণ ছন্দে থাকা কুমিল্লা জিতেছে ৬৩ রানে।
টানা দুই জয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে কুমিল্লা। আর টানা দুই হারে বরিশাল নেমে গেছে তলানিতে।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রান তোলে কুমিল্লা। জবাবে ১৭.৩ ওভারে গুটিয়ে যায় বরিশাল।
আগে ব্যাট করতে নেমে ৩৩ রানের জুটি গড়েন কুমিল্লার দুই ওপেনার। ১৯ রান করা ক্যামেরুন ডেলপোর্টের বিদায়ে ভাঙে এ জুটি। ৬ রানের বেশি যোগ করতে পারেননি ফাফ ডু প্লেসিও। দলীয় ৭১ রানে ফিরে যান অধিনায়ক ইমরুল কায়েস। তাঁর ব্যাট থেকে আসে ১৫ রান। এক প্রান্ত আগলে রাখা মাহমুদুল হাসান জয়ের সঙ্গে জুটি গড়েন মুমিনুল হক। দলীয় ১১৫ রানে ফেরেন জয়। ৩৫ বলে ৪৮ রান আসে তাঁর ব্যাট থেকে। ১৭ রান করে আউট হন মুমিনুল। শেষ দিকে আফগান অলরাউন্ডার করিম জানাতের অপরাজিত ১৬ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংসে ১৫৮ রানের পুঁজি পায় কুমিল্লা।
জবাব দিতে নেমে নাজমুল হোসেন শান্ত এক প্রান্ত আগলে রাখলেও বাকিরা ছিলেন আসা-যাওয়ায় ব্যস্ত। রানের খাতা খোলার আগেই ফেরেন ওপেনার সৈকত আলী। দারুণ বোলিং করা নাহিদুল ইসলামের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন বরিশালের অধিনায়ক সাকিব (১)। আগ্রহের কেন্দ্রে থাকা ক্রিস গেইল করেন ৭ রান। শান্ত ৩৬ রান করলেও বাকিদের ব্যর্থতায় বরিশাল থামে ৯৫ রানে। ৫ রান ৩ উইকেট নেন নাহিদুল। ম্যাচসেরাও হয়েছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
কুমিল্লা ভিক্টোরিয়ানস
২০ ওভারে ১৫৮ /৭
জয় ৪৮, করিম ২৯ *
ব্রাভো ৩/৩০, সাকিব ২/২৫
ফরচুন বরিশাল
১৭.৩ ওভারে ৯৫ অলআউট
শান্ত ৩৬, হৃদয় ১৯
নাহিদুল ৩/৫, তানভীর ২/১৯
ফল: কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬৩ রানে জয়ী
ম্যাচসেরা: নাহিদুল (কুমিল্লা ভিক্টোরিয়ানস)
তারকাবহুল দল নিয়ে ১০০ রানও করতে পারল না ফরচুন বরিশাল। সাকিব আল হাসান-ক্রিস গেইলদের ব্যাটিং ব্যর্থতার দিনে কুমিল্লা ভিক্টোরিয়ানসের ১৫৮ রানের জবাবে বরিশাল অলআউট হয়েছে ৯৫ রানে। দারুণ ছন্দে থাকা কুমিল্লা জিতেছে ৬৩ রানে।
টানা দুই জয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে কুমিল্লা। আর টানা দুই হারে বরিশাল নেমে গেছে তলানিতে।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রান তোলে কুমিল্লা। জবাবে ১৭.৩ ওভারে গুটিয়ে যায় বরিশাল।
আগে ব্যাট করতে নেমে ৩৩ রানের জুটি গড়েন কুমিল্লার দুই ওপেনার। ১৯ রান করা ক্যামেরুন ডেলপোর্টের বিদায়ে ভাঙে এ জুটি। ৬ রানের বেশি যোগ করতে পারেননি ফাফ ডু প্লেসিও। দলীয় ৭১ রানে ফিরে যান অধিনায়ক ইমরুল কায়েস। তাঁর ব্যাট থেকে আসে ১৫ রান। এক প্রান্ত আগলে রাখা মাহমুদুল হাসান জয়ের সঙ্গে জুটি গড়েন মুমিনুল হক। দলীয় ১১৫ রানে ফেরেন জয়। ৩৫ বলে ৪৮ রান আসে তাঁর ব্যাট থেকে। ১৭ রান করে আউট হন মুমিনুল। শেষ দিকে আফগান অলরাউন্ডার করিম জানাতের অপরাজিত ১৬ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংসে ১৫৮ রানের পুঁজি পায় কুমিল্লা।
জবাব দিতে নেমে নাজমুল হোসেন শান্ত এক প্রান্ত আগলে রাখলেও বাকিরা ছিলেন আসা-যাওয়ায় ব্যস্ত। রানের খাতা খোলার আগেই ফেরেন ওপেনার সৈকত আলী। দারুণ বোলিং করা নাহিদুল ইসলামের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন বরিশালের অধিনায়ক সাকিব (১)। আগ্রহের কেন্দ্রে থাকা ক্রিস গেইল করেন ৭ রান। শান্ত ৩৬ রান করলেও বাকিদের ব্যর্থতায় বরিশাল থামে ৯৫ রানে। ৫ রান ৩ উইকেট নেন নাহিদুল। ম্যাচসেরাও হয়েছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
কুমিল্লা ভিক্টোরিয়ানস
২০ ওভারে ১৫৮ /৭
জয় ৪৮, করিম ২৯ *
ব্রাভো ৩/৩০, সাকিব ২/২৫
ফরচুন বরিশাল
১৭.৩ ওভারে ৯৫ অলআউট
শান্ত ৩৬, হৃদয় ১৯
নাহিদুল ৩/৫, তানভীর ২/১৯
ফল: কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬৩ রানে জয়ী
ম্যাচসেরা: নাহিদুল (কুমিল্লা ভিক্টোরিয়ানস)
রাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
১১ মিনিট আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
২৩ মিনিট আগেচলতি বিপিএলে ফিক্সিং ইস্যু নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিভিন্ন ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বিসিবির দুর্নীতি দমন ইউনিট (আকু) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিট যৌথভাবে তদন্ত শুরু করেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদও এই ইস্যুতে তীব্র অসন্তোষের...
১ ঘণ্টা আগেসিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
৩ ঘণ্টা আগে