Ajker Patrika

এখন কেমন আছেন তামিমের ভাই নাফিস 

এখন কেমন আছেন তামিমের ভাই নাফিস 

বাসায় থাকা অবস্থায় সুস্থ নাফিস ইকবাল খান গত সপ্তাহে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। এমনকি চিকিৎসাবিজ্ঞানের এত উন্নতি হওয়া সত্ত্বেও চিকিৎসকেরা তাঁর রোগটা ঠিকমতো ধরতে পারেননি। তামিম ইকবালের ভাই নাফিস এবার নিজের শারীরিক অবস্থার আপডেট দিয়েছেন। 

বাংলাদেশ সময় গতকাল রাত ১০টা ৫১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন এবং তাঁর চিকিৎসা চলছে। তামিমের ভাই ক্যাপশন দিয়েছেন, ‘আল্লাহর দোয়ায় এবং প্রিয়জনদের যত্ন, ভালোবাসার সুবাদে ভালোমতো সেরে উঠছি। আলহামদুলিল্লাহ।’ 

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে অন্যান্য সকলের মতো বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ছুটি কাটাচ্ছিলেন। প্রচণ্ড মাথাব্যথা আর দুর্বলতা নিয়ে গত সপ্তাহে চট্টগ্রামের স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তৎক্ষণাৎ চট্টগ্রাম থেকে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে আনা হয়। নাফিসের সংবাদে সেদিনই সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান তামিম, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের মতো তারকা ক্রিকেটাররা। 

বিসিবির সিনিয়র চিকিৎসক গত শক্রবার রাতে সাংবাদিকদের  জানিয়েছিলেন যে প্রাথমিক স্ক্যানের পর জানা যায় নাফিসের মস্তিষ্কে রক্তক্ষরণের মতো একধরনের সমস্যা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তামিমের ভাইকে থাইল্যান্ড নেওয়ার কথা পরে বিসিবি সূত্রে জানা গিয়েছিল। 

আরও পড়ুন–

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত