Ajker Patrika

মিরপুরে শোয়েব মালিক, মুজাফফরাবাদে হাফিজ

ক্রীড়া ডেস্ক, ঢাকা
আপডেট : ০৪ জুলাই ২০২১, ২২: ২৬
Thumbnail image

প্রথমবারের মতো হতে যাচ্ছে কাশ্মীর প্রিমিয়ার লিগ (কেপিএল)। ছয় দল নিয়ে ৬ আগস্ট থেকে ১৬ আগস্ট হবে এই টুর্নামেন্ট। ফ্রাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে কাশ্মীরের স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তানি ক্রিকেটারদের আধিক্য দেখা যাবে। কেপিএলের দল মিরপুর রয়্যালসে দেখা যেতে পারে শোয়েব মালিকের মতো তারকা ক্রিকেটারকে। মুজাফফরাবাদ টাইগার্সে নাম লিখিয়েছেন মোহাম্মদ হাফিজ।

কেপিএলের ছয় ফ্র্যাঞ্চাইজি হচ্ছে বাগ স্টালিয়ন্স, মিরপুর রয়্যালস, মুজাফফরাবাদ টাইগার্স, ওভারসিজ ওয়ারিয়র্স, কোটলি লায়ন্স ও রাওলাকোট হকস। বাগ স্টালিয়ন্সে দেখা যেতে পারে শাদাব খান, শান মাসুদ, ইফতেখার আহমেদ। শাদাবকে অধিনায়ক হিসেবে ভাবছে দলটি। এদিকে ওয়াইজ শাহ, সারজিল খান, খুশদিল শাহ, মোহাম্মদ ইরফানদের মতো খেলোয়াড়দের নিয়ে সাজানো হয়েছে মিরপুর রয়্যালস। শোয়েব মালিক হতে পারেন মিরপুরের অধিনায়ক।

রাওয়ালকোট হকস দল সাজিয়েছে শহীদ আফ্রিদি, ম্যাট প্রিয়র, মোহাম্মদ হাসনাইন, হুসাইন তালাত, আহমেদ শেহজাদদের মতো তারকাদের নিয়ে। বাকি তিন দলেও আছে পরিচিত মুখ। ওভারসিজ ওয়ারিয়র্সে আছেন ইমাদ ওয়াসিম, হার্শেল গিবস, হায়দার আলীরা।

মুজাফফরাবাদ টাইগার্সে নাম লিখিয়েছেন হাফিজ, তিলকরত্মে দিলশান, সোহেল তানভীর, শোয়েব মাকসুদের মতো তারকারা। কোটলি লায়নসে ফখর জামান, মন্টি পানেসার, কামরান আকমল, আসিফ আলী, উসমান কাদিরের মতো ক্রিকেটাররা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত