Ajker Patrika

সিরিজই শেষ ইবাদতের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
সিরিজই শেষ ইবাদতের

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন ইবাদত হোসেন। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বোলিংয়ের সময় পড়ে গিয়ে বাম হাঁটুতে চোট পান এই পেসার।

নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক চিকিৎসক আজকের পত্রিকাকে বলেছেন, ‘ইবাদতের হাঁটু স্ক্যান করা হয়েছে। তবে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবে না সে। সেরে উঠতে কত দিন লাগবে, তা এখনই বলা যাচ্ছে না।’

দ্বিতীয় ওয়ানডেতে নিজের শেষ ও ইনিংসের ৪২তম ওভারে বোলিংয়ে রানআপ নেওয়ার সময় পড়ে যান ইবাদত। বাম পায়ের হাঁটুতে বাজেভাবে আঘাত পেয়েছেন। এরপর আর বোলিং করা হয়নি ইবাদতের। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাঁকে। এর আগে ৯.২ ওভার বোলিং করে ৬১ রান দিয়ে পেয়েছিলেন একটি উইকেট।

গতকাল ইবাদতকে খেলা শুরুর আগেও একবার মাঠে পড়ে যেতে দেখা যায়। তখনো ঠিক একই জায়গায় ব্যথা পেয়েছিলেন। প্রথম ওয়ানডেতে একাদশ সুযোগ হয়নি তাঁর। দ্বিতীয় ওয়ানডেতে তাসকিন আহমেদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছিলেন ইবাদত।

চট্টগ্রামে আগামী মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে খেলবে বাংলাদেশ। এরপর আগামী ১৪ জুলাই সিলেটে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীর প্রতি অবমাননা: হেফাজতকে তিন এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত