নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তৃতীয় সন্তানের বাবা হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ। গতকাল মধ্যরাতে দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী সৈয়দা নাঈমা রাবেয়া। এর আগে তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এশিয়া কাপ যখন খুব কাছে, তখনই তাসকিন পেলেন খুশির খবর। গতকাল রাতে সন্তান পৃথিবীতে আসার সুখবর নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তাসকিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আজ (গতকাল দিবাগত রাত) রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তা'য়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।’
২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রথমবারের মতো বাবা হন তাসকিন। প্রথম সন্তানের নাম তাশফিন আহমেদ রিহান। গত বছরের এপ্রিলেও কন্যা সন্তানের বাবা হয়েছিলেন তিনি। ২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী নাঈমাকে বিয়ে করেন তাসকিন।
এশিয়া কাপ খেলতে ২৭ আগস্ট শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। ধারাবাহিক ভালো পারফরম্যান্স অব্যহত রাখতে অনুশীলন ক্যাম্পে প্রস্তুত হচ্ছেন তাসকিন। কয়েক বছর ধরে বাংলাদেশ দলের পেস বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি।
বাংলাদেশ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে ফ্র্যাঞ্চাইজি লিগেও সুযোগ আসছে বার বার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র না পাওয়ায় ফিরিয়ে দিয়েছেন- আইপিএল, পিএসএল ও এলপিএলের সুযোগ। তবে গত মাসে জিম আফ্রো টি-টেন লিগে অসাধারণ পারফরম্যান্স করছেন।
এশিয়া কাপে এবার নিচেকে নিংড়ে দেওয়ার অপেক্ষায় তাসকিন। ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে লড়াই শুরু করবেন সাকিব আল হাসানরা।
তৃতীয় সন্তানের বাবা হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ। গতকাল মধ্যরাতে দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী সৈয়দা নাঈমা রাবেয়া। এর আগে তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এশিয়া কাপ যখন খুব কাছে, তখনই তাসকিন পেলেন খুশির খবর। গতকাল রাতে সন্তান পৃথিবীতে আসার সুখবর নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তাসকিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আজ (গতকাল দিবাগত রাত) রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তা'য়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।’
২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রথমবারের মতো বাবা হন তাসকিন। প্রথম সন্তানের নাম তাশফিন আহমেদ রিহান। গত বছরের এপ্রিলেও কন্যা সন্তানের বাবা হয়েছিলেন তিনি। ২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী নাঈমাকে বিয়ে করেন তাসকিন।
এশিয়া কাপ খেলতে ২৭ আগস্ট শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। ধারাবাহিক ভালো পারফরম্যান্স অব্যহত রাখতে অনুশীলন ক্যাম্পে প্রস্তুত হচ্ছেন তাসকিন। কয়েক বছর ধরে বাংলাদেশ দলের পেস বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি।
বাংলাদেশ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে ফ্র্যাঞ্চাইজি লিগেও সুযোগ আসছে বার বার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র না পাওয়ায় ফিরিয়ে দিয়েছেন- আইপিএল, পিএসএল ও এলপিএলের সুযোগ। তবে গত মাসে জিম আফ্রো টি-টেন লিগে অসাধারণ পারফরম্যান্স করছেন।
এশিয়া কাপে এবার নিচেকে নিংড়ে দেওয়ার অপেক্ষায় তাসকিন। ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে লড়াই শুরু করবেন সাকিব আল হাসানরা।
‘সমিত সোমের পাসপোর্ট হয়ে গেছে, বাকি আর একটি প্রক্রিয়া সারতে কাল (আজ) ফিফার কাছে আবেদন করব’—কাল গুলশানে নিজে বাসভবনে বেশ উচ্ছ্বসিত কণ্ঠে বলছিলেন ফাহাদ করিম চৌধুরী। প্রবাসী ফুটবলারদের বাংলাদেশ ফুটবলে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বাফুফের সহসভাপতি ও বিপণন বিভাগের প্রধান।
১৫ মিনিট আগেড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় ৩ মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন কাগিসো রাবাদা। তবে পেশাদার আচরণ বজায় এবং বোর্ডের কাছে ক্ষমা চাওয়ায় তাঁর শাস্তি কমে এসেছে। এখন সব ধরনের ক্রিকেটে খেলতে আর কোনো বাধা নেই দক্ষিণ আফ্রিকার এ পেসারের। ডোপিংয়ের দায়ে পাওয়া তিন মাসের নিষেধাজ্ঞা কমিয়ে এক মাসে আনা হয়েছে। এরই মধ্যে এক মাস
১৩ ঘণ্টা আগেটানা তিন জয়ের পর আজ সুযোগ ছিল সিরিজ জয়ের। আজ পঞ্চম ওয়ানডেতে বোলাররা নিজেদের কাজটাও সেরে রাখেন দারুণভাবে। সাইমুন বশির-রিজান হাসানরা দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৯৬ রানেই আটকে রাখে বাংলাদেশ যুবারা। গত তিন ম্যাচের ব্যাটিং বিবেচনায় ১৯৭ রানের লক্ষ্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের
১৫ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইসিসি পুরুষ ক্রিকেটারদের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন এই অলরাউন্ডার। মিরাজের সঙ্গে এপ্রিলে মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থের’ সংক্ষিপ্ত তালিকায় জায়গা করেছেন জিম্বাবুয়ের ব
১৭ ঘণ্টা আগে