Ajker Patrika

তৃতীয় সন্তানের বাবা হলেন তাসকিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তৃতীয় সন্তানের বাবা হলেন তাসকিন

তৃতীয় সন্তানের বাবা হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ। গতকাল মধ্যরাতে দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী সৈয়দা নাঈমা রাবেয়া। এর আগে তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এশিয়া কাপ যখন খুব কাছে, তখনই তাসকিন পেলেন খুশির খবর। গতকাল রাতে সন্তান পৃথিবীতে আসার সুখবর নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তাসকিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আজ (গতকাল দিবাগত রাত) রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা)   বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তা'য়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।’

২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রথমবারের মতো বাবা হন তাসকিন। প্রথম সন্তানের নাম তাশফিন আহমেদ রিহান। গত বছরের এপ্রিলেও কন্যা সন্তানের বাবা হয়েছিলেন তিনি। ২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী নাঈমাকে বিয়ে করেন তাসকিন।

 এশিয়া কাপ খেলতে ২৭ আগস্ট শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। ধারাবাহিক ভালো পারফরম্যান্স অব্যহত রাখতে অনুশীলন ক্যাম্পে প্রস্তুত হচ্ছেন তাসকিন। কয়েক বছর ধরে বাংলাদেশ দলের পেস বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি।

বাংলাদেশ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে ফ্র্যাঞ্চাইজি লিগেও সুযোগ আসছে বার বার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র না পাওয়ায় ফিরিয়ে দিয়েছেন- আইপিএল, পিএসএল ও এলপিএলের সুযোগ। তবে গত মাসে জিম আফ্রো টি-টেন লিগে অসাধারণ পারফরম্যান্স করছেন। 

এশিয়া কাপে এবার নিচেকে নিংড়ে দেওয়ার অপেক্ষায় তাসকিন। ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে লড়াই শুরু করবেন সাকিব আল হাসানরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

সাতকানিয়ায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে মারধর, নিহত ২

ইউএনওর সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত