Ajker Patrika

বাংলাদেশ সিরিজের জন্য তাহলে কেমন পরিকল্পনা করছে ভারত

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ২২: ৩৯
বাংলাদেশ সিরিজের জন্য তাহলে কেমন পরিকল্পনা করছে ভারত

বাংলাদেশ-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর। এই সিরিজকে সামনে রেখে ভারতের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কেননা পাকিস্তানের মাঠে কদিন আগে টেস্ট সিরিজ জিতে এসেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তদের নিয়ে ভারতীয় ক্রিকেটাররাও করছেন বিভিন্ন রকম আলোচনা।

চার দিনের প্রথম শ্রেণির ক্রিকেট দলীপ ট্রফি ৫ সেপ্টেম্বর শুরু হয়েছে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ চলার সময়ও চলবে ভারতের ঘরোয়া এই প্রথম শ্রেণির ক্রিকেট। সেকারণে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) একসঙ্গে ভাবতে হচ্ছে বাংলাদেশ সিরিজ ও দলীপ ট্রফি নিয়ে। চেন্নাইয়ে হতে যাওয়া প্রথম টেস্টের জন্য ভারত পরশু ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। সেখানে আছে বিরাট কোহলি, রোহিত শর্মাসহ ঋষভ পন্ত, সরফরাজ খান, শুবমান গিলদের নাম। পন্ত টেস্টে ফিরছেন প্রায় দুই বছর পর।

অবাক করার মতো ঘটনা, প্রথম টেস্টের দলে থাকা সরফরাজকে নেওয়া হয়েছে দলীপ ট্রফিতেও। ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্টে সরফরাজ খেলবেন ভারত ‘বি’ দলে। দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে ১২ সেপ্টেম্বর। চার দলের এই ঘরোয়া টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে। তাতে হয়তো বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে নাও খেলতে পারেন সরফরাজ। যেখানে শুবমান গিল, লোকেশ রাহুল, ধ্রুব জুড়েল, কুলদীপ যাদব, আকাশ দীপ-বাংলাদেশ সিরিজের দলে থাকা পাঁচ ক্রিকেটারকে দলীপ ট্রফি থেকে বাদ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সিরিজের দুই টেস্টের দল ভারত যেহেতু একেবারে ঘোষণা করেনি, সেক্ষেত্রে ভারতের দ্বিতীয় টেস্টের দলেও বড়সড় পরিবর্তন হতে পারে। কারণ কানপুরে ২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। গিলের পরিবর্তে দলীপ ট্রফিতে ভারত ‘এ’ দলের অধিনায়ক করা হয়েছে মায়াঙ্ক আগারওয়ালকে। যেখানে আগারওয়াল বাংলাদেশের বিপক্ষে ২০১৯ সালে ইন্দোর টেস্টে ২৪৩ রানের ইনিংস খেলেন। কানপুর টেস্টের একাদশে সরফরাজ, আগারওয়াল দুই ক্রিকেটারকেও দেখা যেতে পারে। যেখানে তৃতীয় রাউন্ডের খেলা শেষ হবে ২২ সেপ্টেম্বর।

দলীপ ট্রফিতে ভারত ‘এ’ দলে আরও বড়সড় পরিবর্তন করা হয়েছে। গিল, রাহুল, জুরেল, কুলদীপ, আকাশের পরিবর্তে ডাক পেয়েছেন প্রথম সিং, অক্ষয় ওয়াদেকার, শেখ রশিদ, শামস মুলানি ও আকিব খান। দলীপ ট্রফিতে ৯ উইকেট নিয়ে বর্তমানে সর্বোচ্চ উইকেটশিকারী আকাশ। ভারতের ঘরোয়া চার দিনের টুর্নামেন্টে সরফরাজের ভারত ‘বি’ দলে আছেন তাঁর ভাই মুশির খান। এই দলে আরও আছেন ওয়াশিংটন সুন্দর, রিংকু সিং, নবদীপ সাইনির মতো ক্রিকেটাররা। তাছাড়া ভারতের অন্যতম তারকা শ্রেয়ার আয়ারও খেলবেন দলীপ ট্রফিতে। ভারতের ঘরোয়া টুর্নামেন্টটিতে ভারত ‘ডি’ দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আয়ার। এই দলে আছেন সঞ্জু স্যামসন, শ্রীকর ভরত এই দুই উইকেটরক্ষক ব্যাটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত