Ajker Patrika

দুর্দান্ত জয়ে সরাসরি ফাইনালে লিটনদের দল 

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১৭: ৫৪
দুর্দান্ত জয়ে সরাসরি ফাইনালে লিটনদের দল 

দুর্দান্ত জয়ে সরাসরি কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগের ফাইনালে উঠেছে সারে জাগুয়ার্স। অন্টারিওর ব্রাম্পটন সিএএ সেন্টারে গতকাল প্রথম কোয়ালিফায়ারে ভ্যাঙ্কুভার নাইটসকে ৩৮ রানে হারিয়েছে জাগুয়ার্স।

১৪০ রান তাড়া করতে নেমে প্রথম থেকেই উইকেট হারাতে থাকে ভ্যাঙ্কুভার নাইটস। ৫.৫ ওভারে নাইটসদের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৩১ রান। রায়ান পাঠান, মোহাম্মদ রিজওয়ান, নাইটসের অধিনায়ক রাসি ফন ডার ডুসেন, হার্শ ঠাকের-প্রত্যেকেই এক অঙ্কের ঘরে আউট হয়েছেন, যার মধ্যে নাইটসের অধিনায়ক করেছেন ৬ রান এবং বাকি তিন ব্যাটারের প্রত্যেকেই ৪ রান করে আউট হয়েছেন।

বিপদে পড়া নাইটস ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পঞ্চম উইকেট জুটিতে। পঞ্চম উইকেটে ২৭ বলে ২৫ রানের জুটি গড়তে অবদান রেখেছেন নাজিবুল্লাহ জাদরান ও করবিন বচ। ১৭ বলে ১৫ রান করা নাজিবুলাহকে ফিরিয়ে জুটি ভাঙেন হেইলিঙ্গার। এই জুটি ভাঙাতেই মূলত নাইটসের ইনিংসে ভাঙন শুরু হয়। ৪৫ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১৬.৪ ওভারে ১০১ রানে অলআউট হয়েছে নাইটস। ইনিংস সর্বোচ্চ ২৭ রান করেছেন ফ্যাবিয়ান অ্যালেন। ২০ বলের এই ইনিংসে দুটি করে চার ও ছক্কা মেরেছেন অ্যালেন। জাগুয়ার্স বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ম্যাথ্যু ফোর্ডি। ২.৪ ওভার বোলিং করে ১৬ রান দিয়েছেন তিনি। ম্যাচ-সেরার পুরস্কারও পেয়েছেন ফোর্ডি। এ ছাড়া ২ উইকেট নিয়েছেন হেইলিঙ্গার এবং ১টি করে উইকেট নিয়েছেন সন্দীপ লামিচানে, আয়ান খান, স্পেনসার জনসন ও আম্মার খালিদ।

টস হেরে প্রথমে ব্যাটিং করা সারে ২০ ওভারে ৯ উইকেটে করেছে ১৩৯ রান। এই ম্যাচেও লিটন দাস বড় স্কোর করতে পারেননি। ১৯ বলে ১৬ রান করেছেন তিনি। ইনিংসে সর্বোচ্চ ৩৬ রান করেছেন ইফতিখার আহমেদ। ভ্যাঙ্কুভারের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন জুনাইদ সিদ্দিকি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত