Ajker Patrika

সেঞ্চুরি করতে বাংলাদেশকেই বেছে নিলেন গুরবাজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১৬: ৪৬
সেঞ্চুরি করতে বাংলাদেশকেই বেছে নিলেন গুরবাজ

ইনিংসের ২৭তম ওভারে সাকিব আল হাসানের প্রথম বলে মিড উইকেটে ঠেলে দিয়ে, একটি রান নিয়েই হেলমেট খুলে উড়তে চাইলেন রহমানউল্লাহ গুরবাজ। ১৬ মাস পর সেঞ্চুরির দেখা পেলেন, তাঁর তো ওড়ারই কথা। এই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন গুরবাজ।

২০২২-এর ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে খেলেছিলেন ১০৬ রানের অপরাজিত এক ইনিংস। এরপর ১০টি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন ২৩ ম্যাচ, কিন্তু ৩ সংখ্যার ঘরে একবারও ইনিংস নিয়ে যেতে পারেননি। ১৬ মাস পর একই মাঠে একই প্রতিপক্ষের বিপক্ষে পেলেন সেঞ্চুরি। চট্টগ্রামে গুরবাজই এখন আফগানিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক।

ওয়ানডেতে চতুর্থ সেঞ্চুরি করতে গুরবাজ খেলেছেনও ১০০ বল। ইনিংসে ছিল ৮টি চার ও ৬টি ছক্কা। গরবাজ ও ইবরাহিম জাদরানের অসাধারণ ব্যাটিংয়ের সৌজন্যে বড় সংগ্রহের আভাস দিচ্ছে আফগানিস্তান। প্রথম ওয়ানডে ১৭ রানে জিতেছিল সফরকারীরা। আজ জিতলেই প্রথমবার বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়বেন তাঁরা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গুরবাজ ও ইবরাহিম যেন ছেলেখেলায় মেতে উঠলেন বাংলাদেশের বোলারদের নিয়ে। দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ১৪.২ ওভারেই ১০০ রান তোলেন আফগানরা। এ প্রতিবেদন পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ২৮ ওভারে ১৭৪ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। ৪৮ রানে অপরাজিত আছেন ইবরাহিম। রান তোলার হারও ৬-এর ওপরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত