চার ম্যাচে তিন হার, দুটি বড় ব্যবধানে। গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে ২২৯ রানে হেরেছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ১০ দলের বিশ্বকাপে ইংলিশরা এখন পয়েন্ট টেবিলের নয়ে! খারাপ সময়ের চক্করে আটকে যাওয়া ইংল্যান্ড এবার পেল আরেকটি দুঃসংবাদ।
গতকাল লক্ষ্ণৌতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিং করার সময়ে বাঁ হাতের তর্জনীতে চোট পেয়েছিলেন বাঁহাতি পেসার টপলি। চোট এতটাই গুরুতর যে গতকাল ব্যাটিংয়ে নামাই হয়নি টপলির।
আজ সংবাদ বিবৃতিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের(ইসিবি) ওয়েবসাইটে জানানো হয়েছে, বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে আর খেলা হচ্ছে না টপলির। আঘাত পাওয়া আঙুলে চিড় ধরা পড়েছে তাঁর। যে হাতে বল করেন সেই হাতের তর্জনীর হাড় ফেটে যাওয়ায় আর বোলিং করাও সম্ভব নয় ২৯ বছর বয়সী পেসারের। চোট পাওয়া পেসারকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত ইসিবির।
টপলি চোট পাওয়ায় শোনা যাচ্ছিল দলে আনা হতে পারে ২০১৯ বিশ্বকাপজয়ী পেসার জফরা আর্চারকে। এই মুহূর্তে ভারতেই আছেন আর্চার। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ইংল্যান্ড কোচ ম্যাথিউ মট। বলেছেন, ‘আর্চারকে মূল দলে নেওয়ার কথা আমরা ভাবছি না। যদিও আর্চার এখন অনেকটাই ফিট, কিন্তু এখানে এসেছে মূলত মেডিকেল টিমকে রিপোর্ট করতে। এখনো ম্যাচ খেলার মতো ফিটনেস নেই তার।’
বদলি হিসেবে একজন ‘এক্স-ফ্যাক্টর’কে খুঁজছেন মট যার উপস্থিতি বদলে দিতে পারে খারাপ সময়ে থাকা ইংল্যান্ডকে। পরিবর্তিত খেলোয়াড় হিসেবে চমক দেওয়ার সুযোগ খুঁজছেন ইংলিশ কোচ,‘আমাদের বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। সামনের ম্যাচগুলোর কথাও আমাদের মাথায় রাখতে হবে। হয়তো চাইলে আমরা একজন এক্স-ফ্যাক্টর খেলোয়াড় চাইছি... আর যেকারণে আমরা রিজার্ভে থাকা খেলোয়াড় নিয়েও তাড়াহুড়ো করছি না।’
চার ম্যাচে তিন হার, দুটি বড় ব্যবধানে। গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে ২২৯ রানে হেরেছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ১০ দলের বিশ্বকাপে ইংলিশরা এখন পয়েন্ট টেবিলের নয়ে! খারাপ সময়ের চক্করে আটকে যাওয়া ইংল্যান্ড এবার পেল আরেকটি দুঃসংবাদ।
গতকাল লক্ষ্ণৌতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিং করার সময়ে বাঁ হাতের তর্জনীতে চোট পেয়েছিলেন বাঁহাতি পেসার টপলি। চোট এতটাই গুরুতর যে গতকাল ব্যাটিংয়ে নামাই হয়নি টপলির।
আজ সংবাদ বিবৃতিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের(ইসিবি) ওয়েবসাইটে জানানো হয়েছে, বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে আর খেলা হচ্ছে না টপলির। আঘাত পাওয়া আঙুলে চিড় ধরা পড়েছে তাঁর। যে হাতে বল করেন সেই হাতের তর্জনীর হাড় ফেটে যাওয়ায় আর বোলিং করাও সম্ভব নয় ২৯ বছর বয়সী পেসারের। চোট পাওয়া পেসারকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত ইসিবির।
টপলি চোট পাওয়ায় শোনা যাচ্ছিল দলে আনা হতে পারে ২০১৯ বিশ্বকাপজয়ী পেসার জফরা আর্চারকে। এই মুহূর্তে ভারতেই আছেন আর্চার। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ইংল্যান্ড কোচ ম্যাথিউ মট। বলেছেন, ‘আর্চারকে মূল দলে নেওয়ার কথা আমরা ভাবছি না। যদিও আর্চার এখন অনেকটাই ফিট, কিন্তু এখানে এসেছে মূলত মেডিকেল টিমকে রিপোর্ট করতে। এখনো ম্যাচ খেলার মতো ফিটনেস নেই তার।’
বদলি হিসেবে একজন ‘এক্স-ফ্যাক্টর’কে খুঁজছেন মট যার উপস্থিতি বদলে দিতে পারে খারাপ সময়ে থাকা ইংল্যান্ডকে। পরিবর্তিত খেলোয়াড় হিসেবে চমক দেওয়ার সুযোগ খুঁজছেন ইংলিশ কোচ,‘আমাদের বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। সামনের ম্যাচগুলোর কথাও আমাদের মাথায় রাখতে হবে। হয়তো চাইলে আমরা একজন এক্স-ফ্যাক্টর খেলোয়াড় চাইছি... আর যেকারণে আমরা রিজার্ভে থাকা খেলোয়াড় নিয়েও তাড়াহুড়ো করছি না।’
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৬ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১২ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৩ ঘণ্টা আগে