Ajker Patrika

পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ‘অজ্ঞ’ বললেন আমির

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১১: ৩৯
পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ‘অজ্ঞ’ বললেন আমির

বোর্ডের বিরুদ্ধে মানসিক ‘অত্যাচারের অভিযোগ’ এনে গত বছর আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন মোহাম্মদ আমির। তবে কোচের দায়িত্ব থেকে মিসবাহ-উল-হক ও ওয়াকার ইউনুস সরে দাঁড়ানোয় আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দেন তিনি। 

তবে আন্তর্জাতিক ক্রিকেট নয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আমিরকে অন্তর্ভুক্ত করতে চায় ঘরোয়া ক্রিকেটের চুক্তিতে। বোর্ডের এমন সিদ্ধান্তে বেজায় চটেছেন এই পেসার। 

আগামী মৌসুমে ঘরোয়া ক্রিকেট খেলতে আমিরকে ‘এ’ ক্যাটাগরিতে রাখার সিদ্ধান্ত নেয় পিসিবি। তবে বোর্ডের এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন আমির। ক্ষুব্ধ বাঁহাতি ফাস্ট বোলার বলেছেন, ‘যদি আমি আন্তর্জাতিক ক্রিকেটে না খেলি, তবে ঘরোয়া ক্রিকেটে কেন রাখা হয়েছে? এই চুক্তির মধ্য দিয়ে তারা আমাকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কিন্তু সেটা আমি হতে দেব না। ঘরোয়া চুক্তিতে আমার নাম যুক্ত করার আগে বোর্ডের উচিত ছিল আমার সঙ্গে যোগাযোগ করা।’ 

এ সময় ক্রিকেট বোর্ডকে অজ্ঞ দাবি করে আমির আরও বলেন, ‘পদ বিবেচনায় তারা (পিসিবি) উচ্চশিক্ষিত, কিন্তু তাদের আচরণ অজ্ঞদের মতো।’ 

২৯ বছর বয়সী আমির তাঁর জন্য প্রস্তাবিত চুক্তিটি কোনো তরুণ ক্রিকেটারকে দিয়ে দিতে বলেছেন। বিশ্বব্যাপী বিভিন্ন লিগ খেলে আনন্দ পাচ্ছেন বলেও জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি শাহজালালের আগুন, ফ্লাইট ওঠানামা স্থগিত

৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা গোয়েন্দাপ্রধান

শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল

মা-বাবাকে খুন করে জেলে রাজু, অনিশ্চিত স্ত্রী ও ৯ মাসের শিশুকন্যার ভবিষ্যৎ

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত