Ajker Patrika

কানাডায় তেমন কিছু করতে পারলেন না লিটন 

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৮: ৩৫
কানাডায় তেমন কিছু করতে পারলেন না লিটন 

কানাডায় ২০২৩ গ্লোবাল টি-টোয়েন্টি লিগের শিরোপা প্রায় জিতেই ফেলেছিলেন লিটন দাস। একদম শেষ মুহূর্তে এসে স্বপ্নভঙ্গ হয়েছে লিটনের দল সারে জাগুয়ার্সের। শেষ বলে ছক্কা মেরে মন্ট্রিয়ল টাইগার্সকে শিরোপা এনে দিয়েছেন আন্দ্রে রাসেল। 

সারে জাগুয়ার্স যেমন চ্যাম্পিয়ন হতে পারেনি, লিটনও ছিলেন বিবর্ণ। ৮ ম্যাচ খেলে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন ৭ ম্যাচে। ২১.৭১ গড়ে করেছেন ১৫২ রান। একটা ফিফটি করেছেন টুর্নামেন্টে। স্ট্রাইকরেট ১০০.৬৬, যা টি-টোয়েন্টির সঙ্গে মানানসই নয়। 

মন্ট্রিয়ল টাইগার্সের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হয় সারের গ্লোবাল টি-টোয়েন্টি লিগ টি-টোয়েন্টি মিশন। প্রথম ম্যাচেই ছিলেন বিবর্ণ। ওপেনিংয়ে ব্যাটিং করে ১১ বলে ৯ রান করে লিটন আউট হয়েছেন সাকিবের বলে। সারে জাগুয়ার্সও হেরেছে ৫ উইকেটে। এরপর ব্রাম্পটন উলভসের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ হয়নি লিটনের। প্রথমে ব্যাটিং করা ব্রাম্পটনের ইনিংস ৭.২ ওভার হওয়ার পরই খেলা থেমে যায় বৃষ্টিতে। ম্যাচ শেষ পর্যন্ত বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। 

টরোন্টো ন্যাশনালসের বিপক্ষে ২০ রানে জিতে টুর্নামেন্টে প্রথম জয় পায় সারে। দল জিতলেও এই ম্যাচে বড় স্কোর করতে পারেনি লিটন। ২০ বলে ২১ রান করেছেন বাংলাদেশের এই ব্যাটার। এরপরের ম্যাচে মিসিসাউগা প্যান্থার্সকে ৫৫ রানে হারায় সারে। লিটন ব্যর্থতার পরিচয় দিয়েছেন এই ম্যাচেও। ৩০ বলে করেছেন ২৫ রান। এই দুই ম্যাচে লিটন ব্যাটিং করেন তিন নম্বরে। টুর্নামেন্টের একমাত্র ফিফটি লিটন পেয়েছেন এরপর ব্রাম্পটন উলভসের বিপক্ষে। ৪৫ বলে ৩টি করে চার ও ছক্কায় ৫৯ রানের ইনিংস খেলেছেন। জাগুয়ার্সের ৬ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন লিটন। 

টুর্নামেন্টে দল ধারাবাহিকভাবে ভালো করলেও লিটন ছিলেন অনুজ্জ্বল। মিসিসাউগা প্যান্থার্সের বিপক্ষে ম্যাচ শেষ করে আসতেই পারতেন তিনি। সেই ম্যাচে মাত্র ৫৭ রানের লক্ষ্য পেয়েছিল জাগুয়ার্স। তবে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে লিটন ১৩ বলে ১০ রান করে আউট হয়েছেন। এরপর প্রথম কোয়ালিফায়ারে ভ্যাঙ্কুভার নাইটসকে ৩৮ রানে হারিয়ে সরাসরি ফাইনালে চলে যায় সারে। এই ম্যাচে ১৯ বলে ১৬ রান করেছেন লিটন। ব্যর্থতার ধারাবাহিকতা তিনি ধরে রেখেছেন ফাইনালেও। ১৩ বলে করেছেন ১২ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত