ক্রীড়া ডেস্ক
২০২৪ সালের ২৯ জুন বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এক বছর না যেতেই ভারতের দুই তারকা ক্রিকেটার সামাজিক মাধ্যমে টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। ক্রিকেটের রাজকীয় সংস্করণকে দুজনই বিদায় বলেছেন এক সপ্তাহের ব্যবধানে।
১৮তম আইপিএল শেষ হচ্ছে ৩ জুন। ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হবে ভারতের। এমন সময়ে দুই তারকা ক্রিকেটার রোহিত-কোহলির টেস্ট থেকে অবসর নিয়ে নীরবতা ভাঙলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। কোন ক্রিকেটার কখন অবসর নেবেন, সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মনে করেন গম্ভীর। নিউজ১৮ ক্রিকেট নেক্সটকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের কোচ বলেছেন, ‘আমার মতে কে কখন খেলা শুরু করবে এবং শেষ করবে কখন, সেটা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। কোচ, নির্বাচক এমনকি এই দেশের কোনো ব্যক্তিরই কিছু বলার অধিকার নেই যে কখন কোন ক্রিকেটার অবসর নেবে আর কখন অবসর নেবে না। এটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।’
রোহিত অবসর নেওয়ায় ভারতের টেস্ট অধিনায়কের পদ শূন্য হয়ে পড়েছে। শুবমান গিলের নাম শোনা গেলেও ভারত নতুন টেস্ট অধিনায়কের নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি। আর আইপিএল শেষে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হচ্ছে ভারতের। গম্ভীর বলেন, ‘এটা ঠিক যে, আমাদের দুই অভিজ্ঞ ক্রিকেটার ছাড়া খেলতে হবে। তবে মাঝে মাঝে আমি মনে করি যে এটা ক্রিকেটারদের ক্ষেত্রে নিজেদের প্রমাণ করার সুযোগ। এটা কঠিন হলেও কোনো না কোনো তরুণ ক্রিকেটার বলবে যে সে প্রস্তুত।’
চোটে পড়ায় ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারেননি জসপ্রীত বুমরা। তবে বুমরার অভাব কোনোভাবে টুর্নামেন্টে বুঝতে পারেনি ভারত। দুবাইয়ে এ বছরের ৯ মার্চ নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত জিতেছে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা। টুর্নামেন্টে ভারত যে ৪৭ উইকেট নিয়েছে, সেগুলোর মধ্যে ২৬টিই নিয়েছেন দলটির স্পিনাররা। এমনকি মোহাম্মদ শামি, হারশিত রানার মতো পেসাররাও দুর্দান্ত বোলিং করেন আইসিসির এই ইভেন্টে।
বুমরার মতো অভিজ্ঞ ক্রিকেটার অনুপস্থিত থাকলেও ভারত যে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে, সেটা মনে করিয়ে দিলেন গম্ভীর। ভারতের প্রধান কোচ বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে জসপ্রীত বুমরা ছিল না। আমি ঠিক সেটাই বলতে চাচ্ছি যে একজন না খেলাতে অন্য কারও দেশের জন্য বিশেষ কিছু করার সুযোগ তৈরি হয়। আশা করি, নতুন কিছু ক্রিকেটার সুযোগ কাজে লাগানোর অপেক্ষায় আছে।’
২০২৪ সালের ২৯ জুন বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এক বছর না যেতেই ভারতের দুই তারকা ক্রিকেটার সামাজিক মাধ্যমে টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। ক্রিকেটের রাজকীয় সংস্করণকে দুজনই বিদায় বলেছেন এক সপ্তাহের ব্যবধানে।
১৮তম আইপিএল শেষ হচ্ছে ৩ জুন। ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হবে ভারতের। এমন সময়ে দুই তারকা ক্রিকেটার রোহিত-কোহলির টেস্ট থেকে অবসর নিয়ে নীরবতা ভাঙলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। কোন ক্রিকেটার কখন অবসর নেবেন, সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মনে করেন গম্ভীর। নিউজ১৮ ক্রিকেট নেক্সটকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের কোচ বলেছেন, ‘আমার মতে কে কখন খেলা শুরু করবে এবং শেষ করবে কখন, সেটা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। কোচ, নির্বাচক এমনকি এই দেশের কোনো ব্যক্তিরই কিছু বলার অধিকার নেই যে কখন কোন ক্রিকেটার অবসর নেবে আর কখন অবসর নেবে না। এটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।’
রোহিত অবসর নেওয়ায় ভারতের টেস্ট অধিনায়কের পদ শূন্য হয়ে পড়েছে। শুবমান গিলের নাম শোনা গেলেও ভারত নতুন টেস্ট অধিনায়কের নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি। আর আইপিএল শেষে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হচ্ছে ভারতের। গম্ভীর বলেন, ‘এটা ঠিক যে, আমাদের দুই অভিজ্ঞ ক্রিকেটার ছাড়া খেলতে হবে। তবে মাঝে মাঝে আমি মনে করি যে এটা ক্রিকেটারদের ক্ষেত্রে নিজেদের প্রমাণ করার সুযোগ। এটা কঠিন হলেও কোনো না কোনো তরুণ ক্রিকেটার বলবে যে সে প্রস্তুত।’
চোটে পড়ায় ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারেননি জসপ্রীত বুমরা। তবে বুমরার অভাব কোনোভাবে টুর্নামেন্টে বুঝতে পারেনি ভারত। দুবাইয়ে এ বছরের ৯ মার্চ নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত জিতেছে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা। টুর্নামেন্টে ভারত যে ৪৭ উইকেট নিয়েছে, সেগুলোর মধ্যে ২৬টিই নিয়েছেন দলটির স্পিনাররা। এমনকি মোহাম্মদ শামি, হারশিত রানার মতো পেসাররাও দুর্দান্ত বোলিং করেন আইসিসির এই ইভেন্টে।
বুমরার মতো অভিজ্ঞ ক্রিকেটার অনুপস্থিত থাকলেও ভারত যে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে, সেটা মনে করিয়ে দিলেন গম্ভীর। ভারতের প্রধান কোচ বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে জসপ্রীত বুমরা ছিল না। আমি ঠিক সেটাই বলতে চাচ্ছি যে একজন না খেলাতে অন্য কারও দেশের জন্য বিশেষ কিছু করার সুযোগ তৈরি হয়। আশা করি, নতুন কিছু ক্রিকেটার সুযোগ কাজে লাগানোর অপেক্ষায় আছে।’
দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে ঘুরে দাঁড়ানোর পর অধিনায়ক লিটন দাস বলেছিলেন, নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল তাঁর! আত্মবিশ্বাস ছিল দলকে নিয়েও। তাঁর নেতৃত্বেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।
১০ ঘণ্টা আগেকলম্বোয় বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচ হলে ঘুরেফিরে আসে ২০১৮ নিদাহাস ট্রফির স্মৃতি। সেবার লঙ্কানদের বিপক্ষে দুবারের লড়াইয়ে দুবারই জিতেছিল বাংলাদেশ। সাত বছর পর সেই প্রেমাদাসায় রচিত হলো ইতিহাস। ৮ উইকেটে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।
১২ ঘণ্টা আগেলর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে ‘লো-স্কোরিং থ্রিলারে’ ভারত হারলেও রবীন্দ্র জাদেজার ব্যাটিংয়ের প্রশংসা করেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা। মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাদের নিয়ে প্রাণপণে লড়ে গেছেন জাদেজা। তবে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমলের মতে জাদেজার আরেকটু দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল।
১২ ঘণ্টা আগেসিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে তেমন কিছুই করতে পারেননি মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন। কলম্বোর প্রেমাদাসায় আজ সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে জায়গা মেলেনি তাঁদের। একাদশে দুই পরিবর্তন আনতেই বাজিমাত বাংলাদেশের। মিরাজের পরিবর্তে একাদশে এসেই শেখ মেহেদী হাসান দেখালেন তাঁর ঘূর্ণিজাদু।
১৩ ঘণ্টা আগে