Ajker Patrika

৮ হাজারের মাইলফলকে তামিমই প্রথম

ক্রীড়া ডেস্ক    
Thumbnail image
স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে ৮ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের কত রেকর্ডই তো তামিম ইকবাল নিজের নামে করে নিয়েছেন। পাল্লা দিয়ে রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ১৬ মাস দূরে থাকলেও তামিম দেখাচ্ছেন, এখনো তিনি ফুরিয়ে যাননি। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রান করছেন নিয়মিত। সিলেটে আজ নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন তামিম।

তামিমের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলছে রংপুর রাইডার্সের বিপক্ষে। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭৯৯১ রান নিয়ে ব্যাটিংটা শুরু করেন তামিম। প্রথম বাংলাদেশি হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৮ হাজারের মাইলফলক ছুঁতে তাঁর লেগেছে ১৭ বল। পঞ্চম ওভারের চতুর্থ বলে শেখ মেহেদী হাসানকে চার মেরে তামিম পৌঁছে যান ৭৯৯৯-এ। ২ বল পর তামিম ছুঁয়েছেন সেই মাইলফলক। ওভারের শেষ বলে বাংলাদেশের তারকা ওপেনার স্ট্রেইট ড্রাইভে শেখ মেহেদী হাসানকে চার মেরে টি-টোয়েন্টিতে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। বাংলাদেশের প্রথম ও বিশ্বের ৩৪তম ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৮ হাজার রান করেছেন তামিম।

অন্যান্য ম্যাচের মতো তামিম আক্রমণাত্মক শুরু আজ করেননি। প্রথম ১৭ বলে করেন ১২ রান। সময়ের সঙ্গে সঙ্গে হয়েছেন আক্রমণাত্মক। অষ্টম ওভারের প্রথম তিন বলে ইফতিখার আহমেদকে ছক্কা, চার ও ছক্কা মারেন তামিম। ৩৪ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪০ রান করে ফিরেছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। বিপিএল ইতিহাসে এখনো পর্যন্ত সর্বোচ্চ ৩৫৮৩ রান এসেছে তামিমের ব্যাটে।

টস জিতে আজও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। তামিমের মাইলফলক ছোঁয়ার ম্যাচে প্রথমে ব্যাটিং করে বরিশাল এখনো পর্যন্ত ১৪ ওভারে ২ উইকেটে ১১৬ রান করেছে। তাওহীদ হৃদয় ও কাইল মায়ার্স ১৫ ও ১৮ রানে ব্যাটিং করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত