Ajker Patrika

জিম্বাবুয়েতে মুগ্ধ করেছেন তাসকিন 

আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৪: ২৮
জিম্বাবুয়েতে মুগ্ধ করেছেন তাসকিন 

জিম আফ্রো টি-টেনে বুলাওয়ে ব্রেভস নামের মতো সাহসিকতা দেখাতে না পারলেও তাসকিন আহমেদ দেখিয়েছেন। বাংলাদেশি পেসার গতি ও সুইংয়ে প্রতিপক্ষের ব্যাটারদের বুকে কাঁপুনি ধরিয়েছেন।

ব্যাটারদের ভয় ধরানোর পালাটা অবশ্য গতকাল শেষ হয়েছে তাসকিনের। টুর্নামেন্টে আর কিছুদিন ব্যাটারদের যম হতে হলে শেষ চারে সুযোগ পেতে হতো তাঁর দল ব্রেভসকে। কিন্তু নিশ্চিত জয়ের ম্যাচে ডারবান কালান্দার্সের বিপক্ষে ৭ রানে হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা। পাঁচ দলের টুর্নামেন্টে তলানিতে থেকে শেষ করেছে ব্রেভস।

পুরো টুর্নামেন্টে ব্রেভসের পারফরম্যান্স ধারাবাহিক না থাকলেও বোলিংয়ে অবিশ্বাস্য ছিলেন তাসকিন। দলের বোলিংয়ের নেতৃত্বটা দারুণ উপভোগ করছিলেন তিনি। ইনিংসের শুরু থেকেই দলকে উইকেট এনে দিতে সহায়তা করেছেন বাংলাদেশি পেসার। তবে সতীর্থদের আর একটু ভালো সহায়তার অভাবে শেষ চারে খেলার আশা জলাঞ্জলি দিতে হয়েছে তাঁকে।

টুর্নামেন্ট শুরুর পর থেকেই একটা দৃশ্য নিয়মিত দেখা গেছে। নিজেদের বোলিং ইনিংস শুরুর ওভারেই তাসকিনের উইকেট উদ্‌যাপন। উইকেট পাওয়ার শুরুটা করেছিলেন হারারে হারিকেনসের ভারতের সাবেক ওপেনার রবিন উথাপ্পাকে দিয়ে। আর শেষটা করেছেন আফগানিস্তানের ওপেনার হজরতউল্লাহ জাজাইকে বোল্ড করে।

মাঝে আরও ৯ উইকেট নিয়েছেন তাসকিন। সব মিলিয়ে ৭ ম্যাচে ১১ উইকেট নিয়ে এখন পর্যন্ত উইকেট শিকারির তালিকায় দুইয়ে তিনি। সেরা বোলিং করেছেন জাতীয় দলের সতীর্থ মুশফিকুর রহিমের দল জোবার্গ বাফালোজের বিপক্ষে। ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। এমন পারফরম্যান্সের পরও অবশ্য পরাজয় মেনে নিতে হয়েছে তাঁকে। মুশফিকের দলের কাছে ১০ রানে হেরেছিল তাঁরা।

গতকাল তো একসময় উইকেট শিকারির তালিকায় শীর্ষেও ছিলেন তাসকিন। পরে তাঁকে ছাড়িয়ে যান পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। জোবার্গ বাফালোজের অধিনায়ক হাফিজ গতকাল ২ উইকেট নিয়ে পেছনে ফেলেন ২৮ বছর বয়সী পেসারকে। তাঁর উইকেটের সংখ্যা এখন ১২টি। তবে বাংলাদেশি পেসারের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছেন তিনি অর্থাৎ, ৮টি। পাকিস্তানের অফ স্পিনারের উইকেটের সংখ্যা অবশ্য এখানেই থামছে না। বাফালোজ পয়েন্ট তালিকার দুইয়ে থাকায় কমপক্ষে দুটি ম্যাচ খেলার সুযোগ তো পাবেন, সঙ্গে ফাইনালে উঠলে আরও একটি পাবেন।

তাসকিনের টুর্নামেন্ট শেষ হলেও টি-টেনে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পাবেন মুশফিক, তাঁর দল বাফালোজ শেষ চারে সুযোগ পাওয়ায়। সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে খেলবে ডারবান কালান্দার্সের বিপক্ষে। জিততে পারলেই ফাইনাল নিশ্চিত। আর না পারলেও সুযোগ থাকবে। এর জন্য দ্বিতীয় কোয়ালিফায়ারে এলিমিনেটর বিজয়ীদের বিপক্ষে জিততে হবে তাদের। নিজেও ভালো ছন্দে আছেন। ৭ ম্যাচে ১১২ রান করেছেন উইকেটরক্ষক-ব্যাটার। শেষ দুই ম্যাচে আবার ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৪৬।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত