Ajker Patrika

নিউজিল্যান্ডের জয়ে অবদান কম নয় হেনরিরও

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১৫: ০০
নিউজিল্যান্ডের জয়ে অবদান কম নয় হেনরিরও

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে নিউজিল্যান্ড। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে কিউইরা। ভেডন কনওয়ে ও রাচিন রবীন্দ্র জোড়া সেঞ্চুরিতে ৯ উইকেটের জয় পেয়েছে নিউজিল্যান্ড। 

এতে করে সর্বশেষ বিশ্বকাপের ফাইনালে হারার প্রতিশোধ নিল নিউজিল্যান্ড। ২৮৩ রানের লক্ষ্য কনওয়ে ও রাচিনের জোড়া সেঞ্চুরি ৮২ বল হাতে রেখে জয় পায়। কনওয়ে ১৫২ এবং বরীন্দ্র ১২৩ রানে অপরাজিত থাকেন।  দুজনের অপরাজিত ২৭৩ রানের জুটিতে কিউইরা জয় পেলেও পেসার ম্যাট হেনরির অবদান কিন্তু কম নয়। প্রতিপক্ষকে তিনশোর নিচে আটকাতে দুর্দান্ত বোলিং করেছেন তিনি। 

উইকেট সংখ্যায় অবশ্য হেনরির অবদান বোঝা যাবে না। ম্যাচে ৪৮ রানে ৩ উইকেটে নিয়েছেন তিনি। তবে তাঁর ৩ উইকেটের গুরুত্ব অনন্য। উইকেট তিনটি ছিল নিউজিল্যান্ডের দুঃসময়ের আশার আলো। টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় ইংল্যান্ড। প্রথম উইকেটে ৪০ রানের জুটি গড়েন ডেভিড মালান ও জনি বেয়ারস্টো। সে সময় ১৪ রানে মালানকে ফিরিয়ে দলকে প্রথম উইকেট এনে দেন তিনি। 

১১৮ রানে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ড যখন স্বস্তিতে ঠিক সেময় জস বাটলারকে নিয়ে দুর্দান্ত এক জুটি গড়েন জো রুট। পঞ্চম উইকেটে ৭০ রানের জুটি গড়েন তাঁরা। তাঁদের জুটি ইংল্যান্ডকে বড় সংগ্রহের আশা দেখাচ্ছিল। আর নিউজিল্যান্ডকে জুটি না ভাঙার আক্ষেপে পোড়াচ্ছিল। ৩৩ তম ওভারে হেনরির হাতে বল তুলে দিলেন অধিনায়ক টম লাথাম। ওভারের দ্বিতীয় বলেই লাথামের আস্থার প্রতিদান দিলেন কিউই পেসার। দলের আতঙ্ক হয়ে ওঠা বাটলারকে ৪৩ রানে ফিরিয়ে দিলেন তিনি। পরে ইংল্যান্ডের শেষ স্বীকৃত ব্যাটার স্যাম কারানকেও আউট করেন তিনি। দুই দল মিলিয়ে তাঁর চেয়ে আর কোনো বোলার বেশি উইকেট পায়নি। এক মেডেন দিয়ে ১০ ওভারে ৪৮ রানে ৩ উইকেট নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত