টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন পুরো বিশ্ব একাকার হবে, ঠিক তখনই বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মা-বিরাট কোহলিরা ১ ডিসেম্বর আসবেন বাংলাদেশে। সফরের জন্য আজ দলও ঘোষণা করছে ভারতীয় ক্রিকেটে বোর্ড (বিসিসিআই)।
বাংলাদেশ সফরে পূর্ণ শক্তির দল নিয়েই আসছে ভারত। বিশ্বকাপের পর ভারত নিউজিল্যান্ড সফর করবে। সেই সফরে যাবেন না রোহিত শর্মা, বিরাট কোহলি ও লোকেশ রাহুলরা। তবে বাংলাদেশের বিপক্ষে তাঁরা খেলবেন। এদের সঙ্গে দলে ফিরেছেন চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারা রবীন্দ্র জাদেজাও। অন্যদিকে চোটে পড়া পেসার জাসপ্রীত বুমরার জায়গা হয়নি এ সফরে।
এ সফরে তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলবে ভারত। দ্বিপক্ষীয় সিরিজটি শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। সব কটি ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশে আসার দুই দিন পর ৪ ডিসেম্বর। আর বাকি দুই ওয়ানডে হবে ৭ ও ১০ ডিসেম্বর। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো আইসিসি সুপার লিগের অংশ নয়।
ওয়ানডে ম্যাচগুলো না হলেও টেস্ট ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট ম্যাচ দিয়েই বাংলাদেশের সফর শেষ করবে ভারত। প্রথম টেস্ট শুরু হবে ১৪ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আর সফরের শেষ ম্যাচটি হবে মিরপুরে ২২ ডিসেম্বর।
বাংলাদেশ সফরে ভারতের ওয়ানডে স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, ঈষান কিষাণ, রজত পাতিদার, রাহুল ত্রিপাঠি, রবীন্দ্র জাদেজা (ফিটনেস সাপেক্ষে), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, যশ দয়াল ও দীপক চাহার।
বাংলাদেশ সফরে ভারতের টেস্ট স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত, কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন পুরো বিশ্ব একাকার হবে, ঠিক তখনই বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মা-বিরাট কোহলিরা ১ ডিসেম্বর আসবেন বাংলাদেশে। সফরের জন্য আজ দলও ঘোষণা করছে ভারতীয় ক্রিকেটে বোর্ড (বিসিসিআই)।
বাংলাদেশ সফরে পূর্ণ শক্তির দল নিয়েই আসছে ভারত। বিশ্বকাপের পর ভারত নিউজিল্যান্ড সফর করবে। সেই সফরে যাবেন না রোহিত শর্মা, বিরাট কোহলি ও লোকেশ রাহুলরা। তবে বাংলাদেশের বিপক্ষে তাঁরা খেলবেন। এদের সঙ্গে দলে ফিরেছেন চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারা রবীন্দ্র জাদেজাও। অন্যদিকে চোটে পড়া পেসার জাসপ্রীত বুমরার জায়গা হয়নি এ সফরে।
এ সফরে তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলবে ভারত। দ্বিপক্ষীয় সিরিজটি শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। সব কটি ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশে আসার দুই দিন পর ৪ ডিসেম্বর। আর বাকি দুই ওয়ানডে হবে ৭ ও ১০ ডিসেম্বর। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো আইসিসি সুপার লিগের অংশ নয়।
ওয়ানডে ম্যাচগুলো না হলেও টেস্ট ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট ম্যাচ দিয়েই বাংলাদেশের সফর শেষ করবে ভারত। প্রথম টেস্ট শুরু হবে ১৪ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আর সফরের শেষ ম্যাচটি হবে মিরপুরে ২২ ডিসেম্বর।
বাংলাদেশ সফরে ভারতের ওয়ানডে স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, ঈষান কিষাণ, রজত পাতিদার, রাহুল ত্রিপাঠি, রবীন্দ্র জাদেজা (ফিটনেস সাপেক্ষে), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, যশ দয়াল ও দীপক চাহার।
বাংলাদেশ সফরে ভারতের টেস্ট স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত, কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অস্ট্রেলিয়া খেলেছে দাপট দেখিয়ে। টেস্ট, টি-টোয়েন্টি মিলিয়ে আটটিতেই জিতেছে অজিরা। সেন্ট কিটস এন্ড নেভিসে গতকাল উইন্ডিজ অস্ট্রেলিয়ার ক্যারিবীয় সফর শেষ হলেও বিশ্রাম নেওয়ার সুযোগ নেই অজিদের। অস্ট্রেলিয়া এবার সীমিত ওভারের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।
২৭ মিনিট আগেছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
১ ঘণ্টা আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
২ ঘণ্টা আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১৩ ঘণ্টা আগে