Ajker Patrika

লিটনকে সবার সঙ্গে মেশার পরামর্শ সুজনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১৮: ১৯
লিটনকে সবার সঙ্গে মেশার পরামর্শ সুজনের

সময়টা খারাপ যাচ্ছে লিটন দাসের। ছন্দে না থাকায় গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাদ পড়েছেন। টেস্ট দলে ফিরেও ভালো করতে পারেননি। শ্রীলঙ্কা সিরিজ শেষে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়েও তিনি খেলছেন না, নিয়েছেন বিশ্রাম। 

লিটনের বিশ্রাম নিয়ে আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন আজ সাংবাদিকদের বলেছেন, ‘ক্রিকেট অনেকটা মানসিক খেলা। টেকনিক তো বদল হয়নি তার। রান না করলে চাপ বাড়ে। লিটনের মতো খেলোয়াড় যখন বলে বিশ্রাম দরকার, তাকে বিশ্রাম দিতে হয়। আমি বিশ্বাস করি সে ভালোভাবে ফিরে আসবে।’ 

নিজেকে ফিরে পেতে লিটনের প্রতি সুজনের পরামর্শ, ‘তার বেসিকে ফিরে যাওয়া উচিত। ছোটবেলা থেকে সে যেমন ছিল, সিনিয়র হয়ে যাওয়ার পর হয়তো একটু রিজার্ভ হয়ে গেছে। এসব থেকে বের হতে হবে। তাকে কাজ করতে হবে, আচরণগত বিষয়ে বলতে চাই না। সবার সঙ্গে মেশা, ক্রিকেটকে আরেকটু সময় দেওয়া।’ 

লিটন তাহলে এখন ক্রিকেটে খুব বেশি সময় দিচ্ছেন না, এটির ইঙ্গিত থাকল সুজনের কথায়। এক্ষেত্রে আবাহনী কোচের ব্যাখ্যা হচ্ছে, ‘সবার ব্যক্তিগত জীবন আছে। লিটন এখন বিবাহিত। তবে এটা তার পেশা, ক্রিকেটকে আরেকটু সময় দেওয়া (উচিত)। লিটন দাস যদি এখন পারফর্ম করে, সেটা বাংলাদেশের জন্য বড় পাওয়া। তাকে এতদিন পরিচর্যা করা হয়েছে, এখন তার কাছ থেকে সেরাটা পাওয়ার সময় হয়েছে। লিটনও দিতে চায়। তবে যখন খারাপ সময় আসে, একাকি থাকার দরকার আছে। তবে (সমস্যাটা) তখন শেয়ার করাও জরুরি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত