ক্রীড়া ডেস্ক
ঘরে ফেরার আনন্দ নিয়ে মুম্বাইয় ইন্ডিয়ানসে ফিরেছিলেন হার্দিক পান্ডিয়া। তাঁর সেই আনন্দ অবশ্য মিইয়ে যেতে খুব বেশি সময় লাগেনি। রোহিত শর্মার জায়গায় অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ায় দুয়ো ধ্বনি শুনতে হচ্ছে মুম্বাইয়ের সমর্থকদের কাছ থেকে।
অথচ হার্দিক মুম্বাইয়ে ফেরায় দৃশ্যটা ভিন্ন হওয়ার কথা ছিল। সেই রেশ শেষ হতে না হতেই এবার নেটিজেনদের ব্যঙ্গ-বিদ্রূপের শিকার হার্দিক। অবশ্য এ ঘটনায় কিছুটা দায় নিজেরও আছে ভারতীয় অলরাউন্ডারের। মুম্বাই বিমানবন্দরে গায়ে স্যান্ডো গেঞ্জি পরে আসায় ব্যঙ্গ-বিদ্রূপের শিকার তিনি।
মুম্বাই এয়ারপোর্টে হার্দিকের মতো সেলিব্রেটির কাছ থেকে এমনটা আসা করেননি বলে জানিয়েছেন নেটিজেনরা। অধিকাংশ নেটিজেন তাঁকে চাপরি নামে সম্বোধন করেছেন। চাপরি একটি হিন্দি অপবাদ শব্দ। এক নেটিজেন লিখেছেন, ‘নিজেকে কী ভাবে কে জানে চাপরি।’ আরেক নেটিজেন মজা করে লিখেছেন, ‘ধোনি ভাইয়ের সঙ্গে কথা হয়েছে।’ সর্বশেষ ম্যাচে মহেন্দ্র সিং ধোনি তাঁর বোলিং টানা তিন ছক্কা হাঁকিয়েছেন সেটাই বোঝাতে যেন চেয়েছেন এই নেটিজেন। আরেক নেটিজেন আবার হার্দিকের ক্যারিয়ার শেষ বলে জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘ক্যারিয়ার শেষ।’
কাউকে কাউকে আবার পাশে পাচ্ছেন হার্দিক। এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘তার সম্পর্কে লোকে কী বলছে বুঝছি না। সে হার্দিক পান্ডিয়া লোক কী বলছে তা নিয়ে বিরক্ত হন না।’ আরেক জন লিখেছেন, ‘তার পছন্দকে ব্যঙ্গ করার মতো কিছু আছে বলে আমি দেখছি না?’
বিমানবন্দরে এভাবে আসাটা অবশ্য হার্দিকের নতুন নয়। এর আগেও বহুবার বিমানবন্দরে এভাবে এসেছেন ভারতীয় অলরাউন্ডার। উপমহাদেশীয় সংস্কৃতির সঙ্গে মানানসই নয় বলেই ব্যঙ্গ-বিদ্রূপের শিকার হচ্ছেন তিনি। এবার একটু বেশিই হওয়ার কারণ অধিনায়কত্বের সঙ্গে নিজের পারফরম্যান্সও যে ভালো নয় তাঁর। ৬ ম্যাচে ব্যাটিংয়ে ১৩১ রানের সঙ্গে ৩ উইকেট নিয়েছেন তিনি। এ ছাড়া দলের বাজে পারফরম্যান্সেও তাঁর ওপর চাপ বেড়েছে। ৬ ম্যাচে মাত্র ২ জয় পেয়েছে মুম্বাই।
ঘরে ফেরার আনন্দ নিয়ে মুম্বাইয় ইন্ডিয়ানসে ফিরেছিলেন হার্দিক পান্ডিয়া। তাঁর সেই আনন্দ অবশ্য মিইয়ে যেতে খুব বেশি সময় লাগেনি। রোহিত শর্মার জায়গায় অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ায় দুয়ো ধ্বনি শুনতে হচ্ছে মুম্বাইয়ের সমর্থকদের কাছ থেকে।
অথচ হার্দিক মুম্বাইয়ে ফেরায় দৃশ্যটা ভিন্ন হওয়ার কথা ছিল। সেই রেশ শেষ হতে না হতেই এবার নেটিজেনদের ব্যঙ্গ-বিদ্রূপের শিকার হার্দিক। অবশ্য এ ঘটনায় কিছুটা দায় নিজেরও আছে ভারতীয় অলরাউন্ডারের। মুম্বাই বিমানবন্দরে গায়ে স্যান্ডো গেঞ্জি পরে আসায় ব্যঙ্গ-বিদ্রূপের শিকার তিনি।
মুম্বাই এয়ারপোর্টে হার্দিকের মতো সেলিব্রেটির কাছ থেকে এমনটা আসা করেননি বলে জানিয়েছেন নেটিজেনরা। অধিকাংশ নেটিজেন তাঁকে চাপরি নামে সম্বোধন করেছেন। চাপরি একটি হিন্দি অপবাদ শব্দ। এক নেটিজেন লিখেছেন, ‘নিজেকে কী ভাবে কে জানে চাপরি।’ আরেক নেটিজেন মজা করে লিখেছেন, ‘ধোনি ভাইয়ের সঙ্গে কথা হয়েছে।’ সর্বশেষ ম্যাচে মহেন্দ্র সিং ধোনি তাঁর বোলিং টানা তিন ছক্কা হাঁকিয়েছেন সেটাই বোঝাতে যেন চেয়েছেন এই নেটিজেন। আরেক নেটিজেন আবার হার্দিকের ক্যারিয়ার শেষ বলে জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘ক্যারিয়ার শেষ।’
কাউকে কাউকে আবার পাশে পাচ্ছেন হার্দিক। এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘তার সম্পর্কে লোকে কী বলছে বুঝছি না। সে হার্দিক পান্ডিয়া লোক কী বলছে তা নিয়ে বিরক্ত হন না।’ আরেক জন লিখেছেন, ‘তার পছন্দকে ব্যঙ্গ করার মতো কিছু আছে বলে আমি দেখছি না?’
বিমানবন্দরে এভাবে আসাটা অবশ্য হার্দিকের নতুন নয়। এর আগেও বহুবার বিমানবন্দরে এভাবে এসেছেন ভারতীয় অলরাউন্ডার। উপমহাদেশীয় সংস্কৃতির সঙ্গে মানানসই নয় বলেই ব্যঙ্গ-বিদ্রূপের শিকার হচ্ছেন তিনি। এবার একটু বেশিই হওয়ার কারণ অধিনায়কত্বের সঙ্গে নিজের পারফরম্যান্সও যে ভালো নয় তাঁর। ৬ ম্যাচে ব্যাটিংয়ে ১৩১ রানের সঙ্গে ৩ উইকেট নিয়েছেন তিনি। এ ছাড়া দলের বাজে পারফরম্যান্সেও তাঁর ওপর চাপ বেড়েছে। ৬ ম্যাচে মাত্র ২ জয় পেয়েছে মুম্বাই।
শেষ দিকে চলে এসেছে বিপিএল। শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। এবারের বিপিএলে খেলার চেয়ে ‘ধুলা’ এত বেশি উড়ছে, মাঠে ভালো পারফরম্যান্সেও হারিয়ে যাওয়ার উপক্রম। মহা বিতর্কিত বিপিএলের মাধ্যমে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটির দায় স্বীকার করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভা
১ ঘণ্টা আগেবিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
৬ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
৬ ঘণ্টা আগেরাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
৭ ঘণ্টা আগে