নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজিল্যান্ড, জিম্বাবুয়ের পর এবার অস্ট্রেলিয়া। সর্বশেষ তিন টি–টোয়েন্টি সিরিজেই নেই তামিম ইকবাল। প্রথমবার ছুটি নিয়েছিলেন। জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজে খেললেও হাঁটুর চোটে ছিটকে পড়েন টি–টোয়েন্টি সিরিজ থেকে। সেই চোটে খেলা হচ্ছে না কাল শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজেও। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগেও খেলতে পারেননি বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।
এদিকে আড়াই মাস পর শুরু হচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। এমন পরিস্থিতিতে টি–টোয়েন্টিতে কিছুটা ‘অনভ্যস্ত’ হয়ে ওঠা তামিম ইকবাল কি থাকবেন বিশ্বকাপের স্কোয়াডে? আজ অস্ট্রেলিয়া সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই সেই প্রশ্নটা ছিল মাহমুদউল্লাহর দিকে।
তবে বিশ্বকাপ স্কোয়াড প্রসঙ্গটা এড়িয়ে মাহমুদউল্লাহ বললেন, শিগগিরই ফিরবেন তামিম। তামিমকে নিয়ে আশাবাদী টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, ‘তামিমের হয়তো এই মুহূর্তে চোট আছে বলে খেলতে পারছে না। কিন্তু আমার মনে হয়—তামিমকে যে কোনো সময়, যে কোনো দলই পেতে চাইবে। সে আমাদের অন্যতম সেরা ব্যাটসম্যান। আশা করছি—খুব দ্রুত সে ফিরে আসবে।’
অনেক দিন ধরে তামিমের টি–টোয়েন্টিতে তামিমকে নিয়ে কথা হচ্ছে। মাঝখানে টি–টোয়েন্টি ছাড়ছেন এমন গুঞ্জনও উঠেছিল। তামিম নিজে অবশ্য এ বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। তামিমের পরিবর্তে টি–টোয়েন্টিতে লিটন দাসের সঙ্গে কখনো সৌম্য সরকার, কখনো নাঈম শেখকে দেখা যাচ্ছে। আবার কখনো কখনো সৌম্য–লিটন ওপেনিং জুটিও দেখা গেছে। তামিম–লিটন না থাকায় অস্ট্রেলিয়া সিরিজে সৌম্য-নাঈমকে ওপেনিংয়ে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। তবে যতই টি–টোয়েন্টি বিশ্বকাপের সময় এগিয়ে আসছে, তামিমের বিশ্বকাপ স্কোয়াডে থাকা না থাকা নিয়ে প্রশ্নও ততই ঘনীভূত হচ্ছে।
নিউজিল্যান্ড, জিম্বাবুয়ের পর এবার অস্ট্রেলিয়া। সর্বশেষ তিন টি–টোয়েন্টি সিরিজেই নেই তামিম ইকবাল। প্রথমবার ছুটি নিয়েছিলেন। জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজে খেললেও হাঁটুর চোটে ছিটকে পড়েন টি–টোয়েন্টি সিরিজ থেকে। সেই চোটে খেলা হচ্ছে না কাল শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজেও। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগেও খেলতে পারেননি বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।
এদিকে আড়াই মাস পর শুরু হচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। এমন পরিস্থিতিতে টি–টোয়েন্টিতে কিছুটা ‘অনভ্যস্ত’ হয়ে ওঠা তামিম ইকবাল কি থাকবেন বিশ্বকাপের স্কোয়াডে? আজ অস্ট্রেলিয়া সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই সেই প্রশ্নটা ছিল মাহমুদউল্লাহর দিকে।
তবে বিশ্বকাপ স্কোয়াড প্রসঙ্গটা এড়িয়ে মাহমুদউল্লাহ বললেন, শিগগিরই ফিরবেন তামিম। তামিমকে নিয়ে আশাবাদী টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, ‘তামিমের হয়তো এই মুহূর্তে চোট আছে বলে খেলতে পারছে না। কিন্তু আমার মনে হয়—তামিমকে যে কোনো সময়, যে কোনো দলই পেতে চাইবে। সে আমাদের অন্যতম সেরা ব্যাটসম্যান। আশা করছি—খুব দ্রুত সে ফিরে আসবে।’
অনেক দিন ধরে তামিমের টি–টোয়েন্টিতে তামিমকে নিয়ে কথা হচ্ছে। মাঝখানে টি–টোয়েন্টি ছাড়ছেন এমন গুঞ্জনও উঠেছিল। তামিম নিজে অবশ্য এ বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। তামিমের পরিবর্তে টি–টোয়েন্টিতে লিটন দাসের সঙ্গে কখনো সৌম্য সরকার, কখনো নাঈম শেখকে দেখা যাচ্ছে। আবার কখনো কখনো সৌম্য–লিটন ওপেনিং জুটিও দেখা গেছে। তামিম–লিটন না থাকায় অস্ট্রেলিয়া সিরিজে সৌম্য-নাঈমকে ওপেনিংয়ে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। তবে যতই টি–টোয়েন্টি বিশ্বকাপের সময় এগিয়ে আসছে, তামিমের বিশ্বকাপ স্কোয়াডে থাকা না থাকা নিয়ে প্রশ্নও ততই ঘনীভূত হচ্ছে।
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
১০ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১৪ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
১৪ ঘণ্টা আগে