Ajker Patrika

টি–টোয়েন্টি বিশ্বকাপে তামিমের খেলা নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টি–টোয়েন্টি বিশ্বকাপে তামিমের খেলা নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ

নিউজিল্যান্ড, জিম্বাবুয়ের পর এবার অস্ট্রেলিয়া। সর্বশেষ তিন টি–টোয়েন্টি সিরিজেই নেই তামিম ইকবাল। প্রথমবার ছুটি নিয়েছিলেন। জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজে খেললেও হাঁটুর চোটে ছিটকে পড়েন টি–টোয়েন্টি সিরিজ থেকে। সেই চোটে খেলা হচ্ছে না কাল শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজেও। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগেও খেলতে পারেননি বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।

এদিকে আড়াই মাস পর শুরু হচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। এমন পরিস্থিতিতে টি–টোয়েন্টিতে কিছুটা ‘অনভ্যস্ত’ হয়ে ওঠা তামিম ইকবাল কি থাকবেন বিশ্বকাপের স্কোয়াডে? আজ অস্ট্রেলিয়া সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই সেই প্রশ্নটা ছিল মাহমুদউল্লাহর দিকে।

তবে বিশ্বকাপ স্কোয়াড প্রসঙ্গটা এড়িয়ে মাহমুদউল্লাহ বললেন, শিগগিরই ফিরবেন তামিম। তামিমকে নিয়ে আশাবাদী টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, ‘তামিমের হয়তো এই মুহূর্তে চোট আছে বলে খেলতে পারছে না। কিন্তু আমার মনে হয়—তামিমকে যে কোনো সময়, যে কোনো দলই পেতে চাইবে। সে আমাদের অন্যতম সেরা ব্যাটসম্যান। আশা করছি—খুব দ্রুত সে ফিরে আসবে।’

অনেক দিন ধরে তামিমের টি–টোয়েন্টিতে তামিমকে নিয়ে কথা হচ্ছে। মাঝখানে টি–টোয়েন্টি ছাড়ছেন এমন গুঞ্জনও উঠেছিল। তামিম নিজে অবশ্য এ বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। তামিমের পরিবর্তে টি–টোয়েন্টিতে লিটন দাসের সঙ্গে কখনো সৌম্য সরকার, কখনো নাঈম শেখকে দেখা যাচ্ছে। আবার কখনো কখনো সৌম্য–লিটন ওপেনিং জুটিও দেখা গেছে। তামিম–লিটন না থাকায় অস্ট্রেলিয়া সিরিজে সৌম্য-নাঈমকে ওপেনিংয়ে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। তবে যতই টি–টোয়েন্টি বিশ্বকাপের সময় এগিয়ে আসছে, তামিমের বিশ্বকাপ স্কোয়াডে থাকা না থাকা নিয়ে প্রশ্নও ততই ঘনীভূত হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত