নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজিল্যান্ড, জিম্বাবুয়ের পর এবার অস্ট্রেলিয়া। সর্বশেষ তিন টি–টোয়েন্টি সিরিজেই নেই তামিম ইকবাল। প্রথমবার ছুটি নিয়েছিলেন। জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজে খেললেও হাঁটুর চোটে ছিটকে পড়েন টি–টোয়েন্টি সিরিজ থেকে। সেই চোটে খেলা হচ্ছে না কাল শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজেও। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগেও খেলতে পারেননি বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।
এদিকে আড়াই মাস পর শুরু হচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। এমন পরিস্থিতিতে টি–টোয়েন্টিতে কিছুটা ‘অনভ্যস্ত’ হয়ে ওঠা তামিম ইকবাল কি থাকবেন বিশ্বকাপের স্কোয়াডে? আজ অস্ট্রেলিয়া সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই সেই প্রশ্নটা ছিল মাহমুদউল্লাহর দিকে।
তবে বিশ্বকাপ স্কোয়াড প্রসঙ্গটা এড়িয়ে মাহমুদউল্লাহ বললেন, শিগগিরই ফিরবেন তামিম। তামিমকে নিয়ে আশাবাদী টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, ‘তামিমের হয়তো এই মুহূর্তে চোট আছে বলে খেলতে পারছে না। কিন্তু আমার মনে হয়—তামিমকে যে কোনো সময়, যে কোনো দলই পেতে চাইবে। সে আমাদের অন্যতম সেরা ব্যাটসম্যান। আশা করছি—খুব দ্রুত সে ফিরে আসবে।’
অনেক দিন ধরে তামিমের টি–টোয়েন্টিতে তামিমকে নিয়ে কথা হচ্ছে। মাঝখানে টি–টোয়েন্টি ছাড়ছেন এমন গুঞ্জনও উঠেছিল। তামিম নিজে অবশ্য এ বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। তামিমের পরিবর্তে টি–টোয়েন্টিতে লিটন দাসের সঙ্গে কখনো সৌম্য সরকার, কখনো নাঈম শেখকে দেখা যাচ্ছে। আবার কখনো কখনো সৌম্য–লিটন ওপেনিং জুটিও দেখা গেছে। তামিম–লিটন না থাকায় অস্ট্রেলিয়া সিরিজে সৌম্য-নাঈমকে ওপেনিংয়ে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। তবে যতই টি–টোয়েন্টি বিশ্বকাপের সময় এগিয়ে আসছে, তামিমের বিশ্বকাপ স্কোয়াডে থাকা না থাকা নিয়ে প্রশ্নও ততই ঘনীভূত হচ্ছে।
নিউজিল্যান্ড, জিম্বাবুয়ের পর এবার অস্ট্রেলিয়া। সর্বশেষ তিন টি–টোয়েন্টি সিরিজেই নেই তামিম ইকবাল। প্রথমবার ছুটি নিয়েছিলেন। জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজে খেললেও হাঁটুর চোটে ছিটকে পড়েন টি–টোয়েন্টি সিরিজ থেকে। সেই চোটে খেলা হচ্ছে না কাল শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজেও। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগেও খেলতে পারেননি বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।
এদিকে আড়াই মাস পর শুরু হচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। এমন পরিস্থিতিতে টি–টোয়েন্টিতে কিছুটা ‘অনভ্যস্ত’ হয়ে ওঠা তামিম ইকবাল কি থাকবেন বিশ্বকাপের স্কোয়াডে? আজ অস্ট্রেলিয়া সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই সেই প্রশ্নটা ছিল মাহমুদউল্লাহর দিকে।
তবে বিশ্বকাপ স্কোয়াড প্রসঙ্গটা এড়িয়ে মাহমুদউল্লাহ বললেন, শিগগিরই ফিরবেন তামিম। তামিমকে নিয়ে আশাবাদী টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, ‘তামিমের হয়তো এই মুহূর্তে চোট আছে বলে খেলতে পারছে না। কিন্তু আমার মনে হয়—তামিমকে যে কোনো সময়, যে কোনো দলই পেতে চাইবে। সে আমাদের অন্যতম সেরা ব্যাটসম্যান। আশা করছি—খুব দ্রুত সে ফিরে আসবে।’
অনেক দিন ধরে তামিমের টি–টোয়েন্টিতে তামিমকে নিয়ে কথা হচ্ছে। মাঝখানে টি–টোয়েন্টি ছাড়ছেন এমন গুঞ্জনও উঠেছিল। তামিম নিজে অবশ্য এ বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। তামিমের পরিবর্তে টি–টোয়েন্টিতে লিটন দাসের সঙ্গে কখনো সৌম্য সরকার, কখনো নাঈম শেখকে দেখা যাচ্ছে। আবার কখনো কখনো সৌম্য–লিটন ওপেনিং জুটিও দেখা গেছে। তামিম–লিটন না থাকায় অস্ট্রেলিয়া সিরিজে সৌম্য-নাঈমকে ওপেনিংয়ে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। তবে যতই টি–টোয়েন্টি বিশ্বকাপের সময় এগিয়ে আসছে, তামিমের বিশ্বকাপ স্কোয়াডে থাকা না থাকা নিয়ে প্রশ্নও ততই ঘনীভূত হচ্ছে।
আম্পায়ারদের সঙ্গে ক্রিকেটারদের বাজে আচরণের ঘটনা নতুন কিছু না। প্রায়ই কোনো না কোনো ঘটনায় ক্রিকেটাররা অসন্তোষ প্রকাশ করেন আম্পায়ারের সিদ্ধান্তে। বাজে আচরণে ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে শাস্তিও পেয়ে থাকেন।
৯ মিনিট আগেঅ্যাডভেঞ্চার, থ্রিলার—সদ্য শেষ হওয়া ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে কী ছিল না! পাঁচ ম্যাচের সিরিজে রান হয়েছে ৭১৮৭। ভেঙেচূড়ে গেছে অনেক রেকর্ড। মাঠের ক্রিকেটের বাইরেও তাক লাগানো ঘটনা ঘটেছে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে। যার মধ্যে পুরস্কার বণ্টন নিয়ে আসল ঘটনা ফাঁস করেছেন দিনেশ কার্তিক।
১ ঘণ্টা আগেলন্ডনের ওভালে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট শেষ মুহূর্তে অনেক রোমাঞ্চ ছড়িয়েছে। গতকাল পঞ্চম দিনে ৬ রানের নাটকীয় জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ সমতায় শেষ করল ভারত।
২ ঘণ্টা আগেএশিয়া কাপের চূড়ান্ত সূচি প্রকাশ হয়ে গেছে কদিন আগেই। ৩৫ দিন পর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। এশিয়া কাপের আগে এই সময় যথেষ্ট মনে হলেও এখনই বড় দুশ্চিন্তায় পড়ে গেছে পাকিস্তান ক্রিকেট দল।
২ ঘণ্টা আগে