সিদ্ধান্তটা আসার কথা ছিল বিশ্বকাপের পরে। তবে টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত আর অপেক্ষায় থাকেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আফগানিস্তান ম্যাচ চলাকালীন সময়ে আজ ভারতের নতুন কোচের নাম ঘোষণা করেছে বোর্ডটি। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিরাট কোহলিদের কোচ হয়েছেন দেশটির ব্যাটিং কিংবদন্তি রাহুল দ্রাবিড়।
বিশ্বকাপের পর ১৭ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সেই সিরিজ থেকেই দলের দায়িত্ব নেবেন দ্রাবিড়। বিবৃতিতে দ্রাবিড়ের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই। সাবেক সতীর্থকে ভারতের কোচ হিসেবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি।
সৌরভ বলেন, ‘ভারতের পুরুষ দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে স্বাগতম। গৌরবময় এক ক্যারিয়ার ছিল রাহুলের এবং ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা একজন খেলোয়াড়। জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় বেশ কয়েকজন তরুণ প্রতিভাকে খুঁজে বের করেছে রাহুল আজ যারা ভারত জাতীয় দলের প্রতিনিধিত্ব করছে। আমার বিশ্বাস তার হাত ধরেই ভারত সাফল্যের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে।’
২০১৬ ও ২০১৮ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতের যুবাদের কোচ ছিলেন দ্রাবিড়। দুই আসরের প্রথমটিতে রানার্সআপ ও পরেরটিতে চ্যাম্পিয়ন হয় ভারত। ২০১৯ সালে ভারত ‘এ’ দলের দায়িত্ব পান সাবেক ডানহাতি ব্যাটার। দুই বছরের জন্য দ্রাবিড়ের সঙ্গে চুক্তি সেরেছে বিসিসিআই। এ বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ছিলেন ভারতের অর্ন্তবর্তীকালীন কোচ।
নিউজিল্যান্ড সিরিজে রবি শাস্ত্রীর স্থলাভিষিক্ত হবেন দ্রাবিড়। ২০১৭ সালে অনিল কুম্বলের সরে দাঁড়ানোর পর কোহলিদের কোচ হোন সাবেক এই অলরাউন্ডার। এই বিশ্বকাপের পরই শেষ হচ্ছে বিসিসিআইয়ের সঙ্গে তার চুক্তির মেয়াদ। শাস্ত্রীর কোচিংয়েই ২০১৮-১৯ মৌসুমে প্রথম এশিয়ান দল হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতেছে ভারত। তবে বৈশ্বিক আসরে বারবার মুখ থুবড়ে পরায় বিসিসিআইয়ের সঙ্গে আর চুক্তির মেয়াদ বাড়েনি শাস্ত্রীর।
সিদ্ধান্তটা আসার কথা ছিল বিশ্বকাপের পরে। তবে টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত আর অপেক্ষায় থাকেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আফগানিস্তান ম্যাচ চলাকালীন সময়ে আজ ভারতের নতুন কোচের নাম ঘোষণা করেছে বোর্ডটি। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিরাট কোহলিদের কোচ হয়েছেন দেশটির ব্যাটিং কিংবদন্তি রাহুল দ্রাবিড়।
বিশ্বকাপের পর ১৭ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সেই সিরিজ থেকেই দলের দায়িত্ব নেবেন দ্রাবিড়। বিবৃতিতে দ্রাবিড়ের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই। সাবেক সতীর্থকে ভারতের কোচ হিসেবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি।
সৌরভ বলেন, ‘ভারতের পুরুষ দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে স্বাগতম। গৌরবময় এক ক্যারিয়ার ছিল রাহুলের এবং ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা একজন খেলোয়াড়। জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় বেশ কয়েকজন তরুণ প্রতিভাকে খুঁজে বের করেছে রাহুল আজ যারা ভারত জাতীয় দলের প্রতিনিধিত্ব করছে। আমার বিশ্বাস তার হাত ধরেই ভারত সাফল্যের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে।’
২০১৬ ও ২০১৮ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতের যুবাদের কোচ ছিলেন দ্রাবিড়। দুই আসরের প্রথমটিতে রানার্সআপ ও পরেরটিতে চ্যাম্পিয়ন হয় ভারত। ২০১৯ সালে ভারত ‘এ’ দলের দায়িত্ব পান সাবেক ডানহাতি ব্যাটার। দুই বছরের জন্য দ্রাবিড়ের সঙ্গে চুক্তি সেরেছে বিসিসিআই। এ বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ছিলেন ভারতের অর্ন্তবর্তীকালীন কোচ।
নিউজিল্যান্ড সিরিজে রবি শাস্ত্রীর স্থলাভিষিক্ত হবেন দ্রাবিড়। ২০১৭ সালে অনিল কুম্বলের সরে দাঁড়ানোর পর কোহলিদের কোচ হোন সাবেক এই অলরাউন্ডার। এই বিশ্বকাপের পরই শেষ হচ্ছে বিসিসিআইয়ের সঙ্গে তার চুক্তির মেয়াদ। শাস্ত্রীর কোচিংয়েই ২০১৮-১৯ মৌসুমে প্রথম এশিয়ান দল হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতেছে ভারত। তবে বৈশ্বিক আসরে বারবার মুখ থুবড়ে পরায় বিসিসিআইয়ের সঙ্গে আর চুক্তির মেয়াদ বাড়েনি শাস্ত্রীর।
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
১০ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
১২ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
১২ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
১৩ ঘণ্টা আগে