Ajker Patrika

পাকিস্তান বোর্ডের প্রস্তাব কেন নাকচ করলেন আকরাম

পাকিস্তান বোর্ডের প্রস্তাব কেন নাকচ করলেন আকরাম

পাকিস্তান ক্রিকেট দলের মতো দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) অবস্থাও যে ‘আনপ্রেডিক্টেবল।’ বোর্ডের যেকোনো পর্যায়ের দায়িত্ব নিতে তারকা ক্রিকেটারদেরকেও দেওয়া হয় প্রস্তাব। ওয়াসিম আকরাম এবার পিসিবি থেকে প্রস্তাব পেয়ে তা নাকচ করে দিয়েছেন। 

পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা কিংবা চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে কাজ করার প্রস্তাব আকরামকে দেওয়া হয়েছিল বলে ‘ক্রিকেট পাকিস্তানের’ গত রাতের এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। পাকিস্তানের ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইটে জানা গেছে, অন্য কোথাও তিনি দায়িত্বরত আছেন বলে এখানে (পিসিবি) পূর্ণকালীন দায়িত্ব নিতে রাজি নন। 

পিসিবির প্রধান মহসিন নাকভি একই সঙ্গে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। ক্রিকেটে নাকভি ঠিকমতো সময় দিতে পারছেন না বলে বেশ সমালোচিত হচ্ছেন। সূত্র জানিয়েছে, পিসিবি প্রধান একই সময় দুই দায়িত্বে থাকায় ক্রিকেট সংক্রান্ত ব্যাপার আকরামের কাঁধে তুলে দিতে চান। প্রধান নির্বাহী অথবা ব্যক্তিগত উপদেষ্টার দায়িত্ব বুঝিয়ে দিতে পাকিস্তানের কিংবদন্তি বাঁহাতি পেসারের সঙ্গে যোগাযোগও করেছিলেন কদিন আগে। 

করাচিতে স্থায়ীভাবে আকরাম থাকলেও পারিবারিক কারণে প্রায়ই অস্ট্রেলিয়া যেতে হয় তাঁকে। লাহোরে ফেরা কঠিন বলে জানিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার। নাকভিকে নিশ্চিত করেছেন যে পাকিস্তান ক্রিকেটের উপকার করতে সবসময় তিনি (আকরাম) আছেন। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যখন নাকভি-আকরাম আলোচনা করছিলেন, তখন ভিন্ন এক আকরামকে দেখা গিয়েছিল। আকরাম ভোল পাল্টালে পিসিবির কর্মকর্তারা ওয়াকার ইউনিসের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা গেছে। 

পিসিবিতে ওয়াকারের দায়িত্ব কেমন হতে পারে, সে ব্যাপারে ধারণা দিয়েছিল ক্রিকইনফো। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট দাবি করেছিল, ইংল্যান্ড ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক রব কির মতো পিসিবিতে দেখা যেতে ওয়াকারকে। পাকিস্তানের তারকা পেসার পরামর্শক বা পিসিবি প্রধানের উপদেষ্টা হিসেবে কাজ করতে পারেন। চাকরি স্থায়ী হলে পদ পরিবর্তন হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত