নিজস্ব প্রতিবেদক, চেন্নাই থেকে
সাকিব আল হাসানের হয়েছেটা কী—এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত প্রথম টেস্টে সেই প্রশ্নটা আরও জোরালো হয়েছে। এমনকি সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্তকেও কথা বলতে হয়েছে সাকিবের ফর্ম, ফিটনেস ও আত্মনিবেদন নিয়ে।
চেন্নাইয়ে আজ চার দিনে শেষ হওয়া টেস্টে বাংলাদেশ হেরেছে ২৮০ রানে। দুই ইনিংস মিলে ২১ ওভার বোলিং করেছেন। কোনো উইকেট তো পাননি। এমনকি ইকোনমি ৬-এর বেশি। প্রথম ও দ্বিতীয় ইনিংসে করেছেন ৩২ ও ২৫ রান। জীবন পেয়েও পারেননি ইনিংস বড় করতে। ব্যাটিংয়ের সময় লেগেছে বেশ নড়বড়ে। অফফর্মে থাকা সাকিবের ফিটনেস, চোখের সমস্যার পাশাপাশি আঙুলের সমস্যা নিয়েও চলছে কাঁটাছেড়া। সামাজিক মাধ্যম থেকে শুরু করে ধারাভাষ্যকক্ষ—সব জায়গাতেই সাকিবকে নিয়ে চলছে সমালোচনা।
বাংলাদেশের বিশাল পরাজয়ের পর সংবাদ সম্মেলনে আসেন দলটির অধিনায়ক শান্ত। বিবর্ণ সাকিবকে কতকাল টানা হবে, এমন প্রশ্ন জিজ্ঞেস করা হলে শান্ত সেটাকে ‘সাহসী’ বলেছেন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘অধিনায়ক হিসেবে সত্যি কথা বলতে, আমি যে জিনিসটা দেখি সাকিব ভাই বলে বলছি না। আমি যেটা দেখি, সে কতটুকু কষ্ট করছে। ফেরার করার জন্য যা যা করা দরকার, সে কাজগুলো করছে কিনা? দলের প্রতি তাঁর নিবেদন ইনটেনশনগুলো কি রকম। এই জিনিসগুলো আমি খেয়াল রাখি।’
ভারতের বিপক্ষে দুই ইনিংসে ১৪৯ ও ২৩৪ রান করেছে বাংলাদেশ। সফরকারীদের ব্যাটাররা বিবর্ণ থাকলেও বোলাররা যেন নিজেদের নিংড়ে দিয়েছেন। হাসান মাহমুদ নিয়েছেন ৫ উইকেট। তাসকিন আহমেদ, নাহিদ রানারাও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দিয়েছেন বাংলাদেশকে। সতীর্থদের প্রস্তুতি ও আত্মনিবেদন নিয়ে শান্ত বলেন, ‘এক নাহিদ রানা থেকে শুরু করে মুশফিকুর রহিম ভাই পর্যন্ত এই জিনিসটা (দলের প্রতি আত্মনিবেদন) দেখার চেষ্টা করি। রান করছে বা রান করছে না, এটার চেয়ে তার প্রস্তুতি অথবা দলের প্রতি চিন্তা ভাবনা কেমন-এগুলো গুরুত্বপূর্ণ মনে করি। সে দলকে ভালোবেসে সেভাবে প্রস্তুতি নিচ্ছে কি না? দলে ১৫-১৬ খেলোয়াড় আছে তাদের প্রস্তুতি ও আত্মনিবেদন দেখে আমি সন্তুষ্ট।’
চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে মুরলী কার্তিক ধারাভাষ্যের এক ফাঁকে সাকিবের শারীরিক অবস্থা জানার চেষ্টা করেছেন। তখনই মুরালি জেনেছেন সাকিবের আঙুলের অস্ত্রোপচার হওয়ার কথা। যা নিয়ে ধারাভাষ্যকক্ষে তামিম ইকবালও কথা বলেছেন। এ নিয়ে (সাকিবের আঙুলের চোট) প্রশ্ন করা হয়েছে গতকাল তৃতীয় দিন শেষের পর সংবাদ সম্মেলনে ব্যাটিং কোচ ডেভিড হেম্পকে। উত্তর দিতে হয়েছে দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামকেও। দলীয় সূত্রের খবর সাকিব পুরো ফিট। চিকিৎসকের উত্তর, সাকিবের কোনো চোট নেই।
চোখের সমস্যায় বেশ কয়েকবার সাকিব চিকিৎসা নিয়েছেন বিদেশে। তাঁর নিজেরও দাবি সমস্যা এখন নেই। কিন্তু এখনো সাকিবকে একেক ম্যাচে একেক ভঙ্গিতে ব্যাট করতে দেখা যাচ্ছে। চেন্নাই টেস্টে হ্যালমেটের ফিতা কামড়ে ব্যাট করার দৃশ্য ভাইরাল হয়েছে। এ নিয়ে ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া এক ভিডিও বিশ্লেষণ করেছেন। আকাশ দেখিয়েছেন, সাকিব ব্যাটিংয়ের সময় কীভাবে ভারসাম্য হারিয়ে ফেলছেন। ফিতা কামড়ে কোনো রকমে সাকিব ভারসাম্য ধরে রাখছেন বলে আকাশের ভিডিও থেকে বোঝা গেছে।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে কাউন্টি খেলে এসেছেন সাকিব। ব্যাটিংয়ে ব্যর্থ হলেও সারের হয়ে বোলিংয়ে ছড়ি ঘুরিয়েছিলেন। ৬৩.২ ওভার বোলিং করে নিয়েছেন ৯ উইকেট। টন্টনে টানা ২৮ ওভার বোলিংও করতে দেখা গিয়েছিল সাকিবকে। সেই সাকিব এবার চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে বোলিংয়ে এসেছেন ৫৩তম ওভারে। মাত্র ৮ ওভার বোলিং করেছিলেন তিনি। ঋষভ পন্তকে আউট করার সুযোগ পেলেও সেটা শান্তর ভুলে হয়নি। এমনকি ফিল্ডিংয়েও সাকিবের ক্যাচ মিসের ঘটনা ঘটেছে। শান্তও কি তবে সাকিবের কাছ থেকে সেরাটা নিতে ব্যর্থ—সেই প্রশ্ন জাগছে আরও বেশি করে।
সাকিব আল হাসানের হয়েছেটা কী—এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত প্রথম টেস্টে সেই প্রশ্নটা আরও জোরালো হয়েছে। এমনকি সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্তকেও কথা বলতে হয়েছে সাকিবের ফর্ম, ফিটনেস ও আত্মনিবেদন নিয়ে।
চেন্নাইয়ে আজ চার দিনে শেষ হওয়া টেস্টে বাংলাদেশ হেরেছে ২৮০ রানে। দুই ইনিংস মিলে ২১ ওভার বোলিং করেছেন। কোনো উইকেট তো পাননি। এমনকি ইকোনমি ৬-এর বেশি। প্রথম ও দ্বিতীয় ইনিংসে করেছেন ৩২ ও ২৫ রান। জীবন পেয়েও পারেননি ইনিংস বড় করতে। ব্যাটিংয়ের সময় লেগেছে বেশ নড়বড়ে। অফফর্মে থাকা সাকিবের ফিটনেস, চোখের সমস্যার পাশাপাশি আঙুলের সমস্যা নিয়েও চলছে কাঁটাছেড়া। সামাজিক মাধ্যম থেকে শুরু করে ধারাভাষ্যকক্ষ—সব জায়গাতেই সাকিবকে নিয়ে চলছে সমালোচনা।
বাংলাদেশের বিশাল পরাজয়ের পর সংবাদ সম্মেলনে আসেন দলটির অধিনায়ক শান্ত। বিবর্ণ সাকিবকে কতকাল টানা হবে, এমন প্রশ্ন জিজ্ঞেস করা হলে শান্ত সেটাকে ‘সাহসী’ বলেছেন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘অধিনায়ক হিসেবে সত্যি কথা বলতে, আমি যে জিনিসটা দেখি সাকিব ভাই বলে বলছি না। আমি যেটা দেখি, সে কতটুকু কষ্ট করছে। ফেরার করার জন্য যা যা করা দরকার, সে কাজগুলো করছে কিনা? দলের প্রতি তাঁর নিবেদন ইনটেনশনগুলো কি রকম। এই জিনিসগুলো আমি খেয়াল রাখি।’
ভারতের বিপক্ষে দুই ইনিংসে ১৪৯ ও ২৩৪ রান করেছে বাংলাদেশ। সফরকারীদের ব্যাটাররা বিবর্ণ থাকলেও বোলাররা যেন নিজেদের নিংড়ে দিয়েছেন। হাসান মাহমুদ নিয়েছেন ৫ উইকেট। তাসকিন আহমেদ, নাহিদ রানারাও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দিয়েছেন বাংলাদেশকে। সতীর্থদের প্রস্তুতি ও আত্মনিবেদন নিয়ে শান্ত বলেন, ‘এক নাহিদ রানা থেকে শুরু করে মুশফিকুর রহিম ভাই পর্যন্ত এই জিনিসটা (দলের প্রতি আত্মনিবেদন) দেখার চেষ্টা করি। রান করছে বা রান করছে না, এটার চেয়ে তার প্রস্তুতি অথবা দলের প্রতি চিন্তা ভাবনা কেমন-এগুলো গুরুত্বপূর্ণ মনে করি। সে দলকে ভালোবেসে সেভাবে প্রস্তুতি নিচ্ছে কি না? দলে ১৫-১৬ খেলোয়াড় আছে তাদের প্রস্তুতি ও আত্মনিবেদন দেখে আমি সন্তুষ্ট।’
চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে মুরলী কার্তিক ধারাভাষ্যের এক ফাঁকে সাকিবের শারীরিক অবস্থা জানার চেষ্টা করেছেন। তখনই মুরালি জেনেছেন সাকিবের আঙুলের অস্ত্রোপচার হওয়ার কথা। যা নিয়ে ধারাভাষ্যকক্ষে তামিম ইকবালও কথা বলেছেন। এ নিয়ে (সাকিবের আঙুলের চোট) প্রশ্ন করা হয়েছে গতকাল তৃতীয় দিন শেষের পর সংবাদ সম্মেলনে ব্যাটিং কোচ ডেভিড হেম্পকে। উত্তর দিতে হয়েছে দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামকেও। দলীয় সূত্রের খবর সাকিব পুরো ফিট। চিকিৎসকের উত্তর, সাকিবের কোনো চোট নেই।
চোখের সমস্যায় বেশ কয়েকবার সাকিব চিকিৎসা নিয়েছেন বিদেশে। তাঁর নিজেরও দাবি সমস্যা এখন নেই। কিন্তু এখনো সাকিবকে একেক ম্যাচে একেক ভঙ্গিতে ব্যাট করতে দেখা যাচ্ছে। চেন্নাই টেস্টে হ্যালমেটের ফিতা কামড়ে ব্যাট করার দৃশ্য ভাইরাল হয়েছে। এ নিয়ে ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া এক ভিডিও বিশ্লেষণ করেছেন। আকাশ দেখিয়েছেন, সাকিব ব্যাটিংয়ের সময় কীভাবে ভারসাম্য হারিয়ে ফেলছেন। ফিতা কামড়ে কোনো রকমে সাকিব ভারসাম্য ধরে রাখছেন বলে আকাশের ভিডিও থেকে বোঝা গেছে।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে কাউন্টি খেলে এসেছেন সাকিব। ব্যাটিংয়ে ব্যর্থ হলেও সারের হয়ে বোলিংয়ে ছড়ি ঘুরিয়েছিলেন। ৬৩.২ ওভার বোলিং করে নিয়েছেন ৯ উইকেট। টন্টনে টানা ২৮ ওভার বোলিংও করতে দেখা গিয়েছিল সাকিবকে। সেই সাকিব এবার চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে বোলিংয়ে এসেছেন ৫৩তম ওভারে। মাত্র ৮ ওভার বোলিং করেছিলেন তিনি। ঋষভ পন্তকে আউট করার সুযোগ পেলেও সেটা শান্তর ভুলে হয়নি। এমনকি ফিল্ডিংয়েও সাকিবের ক্যাচ মিসের ঘটনা ঘটেছে। শান্তও কি তবে সাকিবের কাছ থেকে সেরাটা নিতে ব্যর্থ—সেই প্রশ্ন জাগছে আরও বেশি করে।
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১০ মিনিট আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
২৫ মিনিট আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
৪১ মিনিট আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
৪৪ মিনিট আগে