Ajker Patrika

সাকিব নন রংপুরের অধিনায়ক সোহানই

সাকিব নন রংপুরের অধিনায়ক সোহানই

এবারের বিপিএল শুরু হতে আর মাত্র ২ দিন বাকি। কিন্তু দশম টুর্নামেন্টের শুরুর সময় ঘনিয়ে আসলেও নিজেদের অধিনায়কদের নাম এখনো জানায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে আজ নিজেদের অধিনায়কের নাম জানিয়ে দিয়েছে রংপুর রাইডার্স। 

অধিনায়ক হিসেবে নুরুল হাসান সোহানকে বেছে নিয়েছে টুর্নামেন্টের একবারের চ্যাম্পিয়ন রংপুর। সর্বশেষবারও এই উইকেটরক্ষক ব্যাটারের অধীনে খেলেছে দলটি। আজ ২০১৭ সালের চ্যাম্পিয়নদের নেতৃত্বের বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সিইও ইশতিয়াক সাদেক। 

ইশতিয়াক জানিয়েছেন, বসুন্ধরার অধিনায়ক নুরুল হাসান সোহান হয়েছেন। সাকিব আল হাসানকে দিতে চাওয়া হয়েছিল, তবে তিনি করবেন না। সাকিব যে রংপুরকে নেতৃত্ব দেবেন না সেটা অবশ্য আগে থেকেই জানা গিয়েছিল। তাঁর অনাগ্রহের কারণেই সোহানকে নিয়েই দল পরিকল্পনা সাজাচ্ছেন বলে গতকাল আজকের পত্রিকাকে জানিয়েছিলেন কোচ সোহেল ইসলাম। 

রংপুরের কোচ সোহেল বলেছেন, ‘রংপুর রাইডার্স ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব একই দল, একই মালিক (বসুন্ধরা গ্রুপের)। সোহান গতবারও দায়িত্ব পালন করেছে।’ আর সাকিবের অনাগ্রহ নিয়ে সোহেল বলেছেন, ‘বয়সের একটা ব্যাপার আছে, একটা সময় আপনি বেশি চাপ নিতে পারবেন না।’ 

দুর্দান্ত ঢাকার বিপক্ষে আজ প্রস্তুতি ম্যাচে রংপুরকে নেতৃত্বও দিয়েছেন সোহান। প্রতিপক্ষকে ১৪ রানে হারানোর ম্যাচে দলকে সামনে থেকে নেতৃত্বও দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার। তাঁর ৪৩ বলে দুর্দান্ত ৬৯ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে রংপুর। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬২ রানের বেশি করতে পারেনি ঢাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত