Ajker Patrika

পাকিস্তানকে চরম বিপদে ফেলে গেলেন কারস্টেন

পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ গ্যারি কারস্টেন ছয় মাসের মাথায় চাকরি ছাড়লেন। ছবি: এএফপি
পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ গ্যারি কারস্টেন ছয় মাসের মাথায় চাকরি ছাড়লেন। ছবি: এএফপি

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর পাকিস্তান দলটা প্রস্তুত হচ্ছে অস্ট্রেলিয়া সিরিজের জন্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের ক্রিকেটের নতুন অধিনায়ক গতকাল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ যখন আসি আসি করছে, সেই মুহূর্তে পাকিস্তান দলকে ঝামেলায় ফেলে দিলেন গ্যারি কারস্টেন।

পাকিস্তানের সাদা বলের প্রধান কোচের পদ থেকে আজ পদত্যাগ করলেন কারস্টেন। প্রকাশ্যে কোনো বিবৃতি দেননি এই ব্যাপারে। তবে ধারণা করা হচ্ছে বোর্ডের কিছু কাজে তিনি অসন্তুষ্ট ছিলেন। ক্রিকইনফো জানতে পেরেছে, দল ঘোষণা (অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে সিরিজের) ও সীমিত ওভারের ক্রিকেটের নতুন অধিনায়ক ঘোষণার সময় বোর্ডের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়।

বোর্ডের এই কাজের সময় থাকতে চেয়েছিলেন কারস্টেন। তবে সে সময় তিনি পাকিস্তানে ছিলেন না। এমন পরিস্থিতিতে গতকাল এক সংবাদ সম্মেলনে পিসিবি প্রধান মহসিন নাকভি সীমিত ওভারের ক্রিকেটের নতুন অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানের নাম ঘোষণা করে। সহ অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় আগা সালমানের নাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত