করোনায় স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। মরুর মাঠে বল গড়াবে ১৯ সেপ্টেম্বর থেকে। এই পর্ব সামনে রেখে আগামীকাল (২০ আগস্ট) পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিগুলোকে চূড়ান্ত দল ঘোষণার সময় বেঁধে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে চলা বিসিসিআইয়ের এই সিদ্ধান্তে হতাশ ফ্র্যাঞ্চাইজিগুলো। তারা বলছে, অর্থের ঝনঝনানির ১৪তম আসর আবার শুরু হতে প্রায় এক মাস বাকি থাকলেও বোর্ডের এমন তড়িঘড়ি সিদ্ধান্তে দল সাজাতে বেকায়দায় পড়তে হবে। বিশেষ করে বিদেশি খেলোয়াড়দের নিশ্চিত করতে এই সময় যথেষ্ট নয়।
মূলত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আমিরাত পর্বে পেতে অপেক্ষা করতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। কয়েকটি ফ্র্যাঞ্চাইজিতে বেশ কজন অস্ট্রেলীয় ক্রিকেটার থাকায় বিড়ম্বনায় পড়েছে তারা। ক্রিকেটারদের দলে পেতে এখনো আলোচনা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে চূড়ান্ত দল ঘোষণা তাই কঠিন হয়ে পড়েছে।
এ প্রসঙ্গে আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা বলেছেন, ‘২০ আগস্টের (কাল) মধ্যে আমাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে বলা হয়েছে। কিন্তু আমরা বিদেশি খেলোয়াড়দের মধ্যে সবাইকে নিশ্চিত করতে পারিনি। আমরা এখনো কিছু ক্রিকেটারের সঙ্গে কথা বলছি। আশার খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপ আরব আমিরাতেই হতে চলায় কিছু ক্রিকেটার খেলতে রাজি হয়েছে। বাকিদেরও মন গলানোর চেষ্টা করছি।’
ওই ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা আরও যোগ করেছেন, ‘আমরা নয়, আনুষ্ঠানিকভাবে সাড়া দিতে বিসিসিআই বিলম্ব করেছে। এটি শেষ মুহূর্তে এসে দলগুলোকে বিড়ম্বনায় ফেলেছে। আমার মনে হয়, ২০ আগস্টের ডেডলাইন একটু তাড়াতাড়ি হয়ে গেছে। যদি এটিই নিয়ম হয়, তাহলে আমরা মেনে চলতে বাধ্য।’
করোনায় স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। মরুর মাঠে বল গড়াবে ১৯ সেপ্টেম্বর থেকে। এই পর্ব সামনে রেখে আগামীকাল (২০ আগস্ট) পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিগুলোকে চূড়ান্ত দল ঘোষণার সময় বেঁধে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে চলা বিসিসিআইয়ের এই সিদ্ধান্তে হতাশ ফ্র্যাঞ্চাইজিগুলো। তারা বলছে, অর্থের ঝনঝনানির ১৪তম আসর আবার শুরু হতে প্রায় এক মাস বাকি থাকলেও বোর্ডের এমন তড়িঘড়ি সিদ্ধান্তে দল সাজাতে বেকায়দায় পড়তে হবে। বিশেষ করে বিদেশি খেলোয়াড়দের নিশ্চিত করতে এই সময় যথেষ্ট নয়।
মূলত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আমিরাত পর্বে পেতে অপেক্ষা করতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। কয়েকটি ফ্র্যাঞ্চাইজিতে বেশ কজন অস্ট্রেলীয় ক্রিকেটার থাকায় বিড়ম্বনায় পড়েছে তারা। ক্রিকেটারদের দলে পেতে এখনো আলোচনা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে চূড়ান্ত দল ঘোষণা তাই কঠিন হয়ে পড়েছে।
এ প্রসঙ্গে আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা বলেছেন, ‘২০ আগস্টের (কাল) মধ্যে আমাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে বলা হয়েছে। কিন্তু আমরা বিদেশি খেলোয়াড়দের মধ্যে সবাইকে নিশ্চিত করতে পারিনি। আমরা এখনো কিছু ক্রিকেটারের সঙ্গে কথা বলছি। আশার খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপ আরব আমিরাতেই হতে চলায় কিছু ক্রিকেটার খেলতে রাজি হয়েছে। বাকিদেরও মন গলানোর চেষ্টা করছি।’
ওই ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা আরও যোগ করেছেন, ‘আমরা নয়, আনুষ্ঠানিকভাবে সাড়া দিতে বিসিসিআই বিলম্ব করেছে। এটি শেষ মুহূর্তে এসে দলগুলোকে বিড়ম্বনায় ফেলেছে। আমার মনে হয়, ২০ আগস্টের ডেডলাইন একটু তাড়াতাড়ি হয়ে গেছে। যদি এটিই নিয়ম হয়, তাহলে আমরা মেনে চলতে বাধ্য।’
টেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৪ মিনিট আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১ ঘণ্টা আগেএবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল। পিচ নিয়ে সমালোচনার কারণে এবার তাঁরা কলকাতার ঘরের মাঠের ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
২ ঘণ্টা আগেবেশির ভাগ সময় বিদেশিরা আইপিএলে ছড়ি ঘোরালেও এবারেরটা একটু ব্যতিক্রম। ১৮তম আইপিএলে ভারতীয় ক্রিকেটাররা খেলছেন দাপট দেখিয়েছেন। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ভারতীয়দের জয়জয়কার। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে