Ajker Patrika

দুই দিনের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া 

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১৫: ২৩
দুই দিনের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া 

মাত্র দুই দিনেই শেষ ব্রিসবেনে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। দুই দিনের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। প্রোটিয়াদের ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকেরা।

৫ উইকেটে ১৪৫ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। ৭৩ রান যোগ করতেই শেষ পাঁচ উইকেট হারায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২১৮ রানে অলআউট হওয়া অজিরা লিড পায় ৬৬ রানের। স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামা দক্ষিণ আফ্রিকা চোখে রীতিমতো সর্ষেফুল দেখতে থাকে। ৬৯ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা।

প্রোটিয়া ব্যাটারদের আশা-যাওয়ার মিছিলে এক প্রান্তে ব্যাটিং করছিলেন খায়া জোন্ডো। শেষ উইকেটে লুঙ্গি এনগিদির সঙ্গে ৩০ রানের জুটি গড়েন জোন্ডো। দ্বিতীয় ইনিংসে ৯৯ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ইনিংস সর্বোচ্চ ৩৬ রান করে অপরাজিত থাকেন প্রোটিয়া এই ব্যাটার। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স, যা এই পেসারের টেস্টে অষ্টম ফাইফার। আর সাদা পোশাকে ৩০০তম উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। ৩৪ রানের লক্ষ্য তাড়া করতে অস্ট্রেলিয়ার পড়েছে ৪ উইকেট। ৪টা উইকেটই নিয়েছেন কাগিসো রাবাদা।

ম্যাচসেরা হয়েছেন ট্রাভিস হেড। ৯২ রান করেছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার, যা স্বাগতিকদের প্রথম ইনিংসের সর্বোচ্চ স্কোর।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। প্রথম ইনিংসে ১৫২ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ২১৮ রানে। এরপর দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে অলআউট হয় রানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত