মাত্র দুই দিনেই শেষ ব্রিসবেনে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। দুই দিনের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। প্রোটিয়াদের ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকেরা।
৫ উইকেটে ১৪৫ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। ৭৩ রান যোগ করতেই শেষ পাঁচ উইকেট হারায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২১৮ রানে অলআউট হওয়া অজিরা লিড পায় ৬৬ রানের। স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামা দক্ষিণ আফ্রিকা চোখে রীতিমতো সর্ষেফুল দেখতে থাকে। ৬৯ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা।
প্রোটিয়া ব্যাটারদের আশা-যাওয়ার মিছিলে এক প্রান্তে ব্যাটিং করছিলেন খায়া জোন্ডো। শেষ উইকেটে লুঙ্গি এনগিদির সঙ্গে ৩০ রানের জুটি গড়েন জোন্ডো। দ্বিতীয় ইনিংসে ৯৯ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ইনিংস সর্বোচ্চ ৩৬ রান করে অপরাজিত থাকেন প্রোটিয়া এই ব্যাটার। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স, যা এই পেসারের টেস্টে অষ্টম ফাইফার। আর সাদা পোশাকে ৩০০তম উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। ৩৪ রানের লক্ষ্য তাড়া করতে অস্ট্রেলিয়ার পড়েছে ৪ উইকেট। ৪টা উইকেটই নিয়েছেন কাগিসো রাবাদা।
ম্যাচসেরা হয়েছেন ট্রাভিস হেড। ৯২ রান করেছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার, যা স্বাগতিকদের প্রথম ইনিংসের সর্বোচ্চ স্কোর।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। প্রথম ইনিংসে ১৫২ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ২১৮ রানে। এরপর দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে অলআউট হয় রানে।
মাত্র দুই দিনেই শেষ ব্রিসবেনে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। দুই দিনের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। প্রোটিয়াদের ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকেরা।
৫ উইকেটে ১৪৫ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। ৭৩ রান যোগ করতেই শেষ পাঁচ উইকেট হারায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২১৮ রানে অলআউট হওয়া অজিরা লিড পায় ৬৬ রানের। স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামা দক্ষিণ আফ্রিকা চোখে রীতিমতো সর্ষেফুল দেখতে থাকে। ৬৯ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা।
প্রোটিয়া ব্যাটারদের আশা-যাওয়ার মিছিলে এক প্রান্তে ব্যাটিং করছিলেন খায়া জোন্ডো। শেষ উইকেটে লুঙ্গি এনগিদির সঙ্গে ৩০ রানের জুটি গড়েন জোন্ডো। দ্বিতীয় ইনিংসে ৯৯ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ইনিংস সর্বোচ্চ ৩৬ রান করে অপরাজিত থাকেন প্রোটিয়া এই ব্যাটার। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স, যা এই পেসারের টেস্টে অষ্টম ফাইফার। আর সাদা পোশাকে ৩০০তম উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। ৩৪ রানের লক্ষ্য তাড়া করতে অস্ট্রেলিয়ার পড়েছে ৪ উইকেট। ৪টা উইকেটই নিয়েছেন কাগিসো রাবাদা।
ম্যাচসেরা হয়েছেন ট্রাভিস হেড। ৯২ রান করেছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার, যা স্বাগতিকদের প্রথম ইনিংসের সর্বোচ্চ স্কোর।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। প্রথম ইনিংসে ১৫২ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ২১৮ রানে। এরপর দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে অলআউট হয় রানে।
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৯ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
১০ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
১১ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১২ ঘণ্টা আগে