নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার সময় সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। মুমিনুল হক, মুশফিকুর রহিম, রুবেল হোসেন, এনামুল হকসহ দেশের অনেক ক্রিকেটারই সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছিলেন যে তাঁরা সাকিবের পাশে আছেন। বাংলাদেশ ক্রিকেটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথাতেও সেটা বেশি করে স্পষ্ট হয়েছে।
পাকিস্তানের মাঠে পাকিস্তানকে টেস্টে ধবলধোলাই করে বীরের বেশে গত রাতে ঢাকায় ফিরলেন শান্ত–মুমিনুলরা। দলের সঙ্গে প্রথম ফ্লাইটে ঢাকায় ফিরেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। তবে আসেননি দলের সিনিয়র ক্রিকেটার অলরাউন্ডার সাকিব। এমন জয়ের পর দেশের এই তারকা ক্রিকেটারকে নিয়ে ঢাকায় ফিরতে না পারার আক্ষেপ কিছুটা হলেও শান্তর কাজ করেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের শান্ত বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। উনি দেখা করতে চেয়েছেন। যদি কথা ওঠে, সাকিব ভাইয়ের বিষয়টা একটা ভিন্ন বিষয়। প্রত্যেকটা ক্রিকেটার সবাই সাকিব ভাইয়ের সঙ্গে আছেন। আমরা বিষয়টা জানি সাকিব ভাই দলের জন্য কতটা ত্যাগী। খেলার জন্য কতটা পাগল। সব সময় দলের জন্য খেলার জন্য চিন্তা ভাবনা করেন। যদি এটা নিয়ে কথা ওঠে, হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা ক্রিকেটার সাকিব ভাইয়ের পাশে আছে।’
রাতে শান্তদের ঢাকায় ফেরা নিয়ে দারুণ উন্মাদনা দেখা যায় বিসিবি সংশ্লিষ্ট ব্যক্তিদের চোখে মুখে। বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস তো বোর্ডিং ব্রিজের সামনে বিশেষ পাস নিয়ে দাঁড়িয়ে পড়লেন ক্রিকেটারদের স্বাগত জানাতে। শেষ অব্দি শান্ত, শরীফুল ইসলাম, লিটন দাসদের সঙ্গে আলিঙ্গন করলেন নাফিস। বাংলাদেশের ক্রিকেটারদের এমন ঐতিহাসিক কৃর্তিতে বিসিবির বেশ কয়েকজন পরিচালকও রাতে বিমানবন্দরে গিয়েছিলেন ক্রিকেটাদের স্বাগত জানাতে। ফুল দিয়ে বরণ করে নেন অধিনায়ক, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহসহ বাকি ক্রিকেটারদের। তবে হত্যা মামলায় নাম থাকায় সাকিব ঢাকায় না ফিরে ইংল্যান্ডে কাউন্টি খেলতে যাচ্ছেন। পরে সেখান থেকে ভারত সিরিজের দলে যোগ দেবেন সাকিব।
ইমিগ্রেশন শেষ করে ভিআইপি টার্মিনালের পকেট গেট দিয়ে বের হয়ে সাংবাদিকদের সামনে হাস্যোজ্জ্বল শান্ত ট্রফি হাতে উচ্ছ্বাস প্রকাশ করেন। হবে না-ই বা কেন! পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাঠে এই প্রথম কোনো সিরিজে বাংলাদেশ ধবলধোলাই করল। ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর শান্ত বলেন, ‘আমার কাছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন বলেই মনে হয়। সেরা (হাসি) ! সেরা (হাসি) ! এটা শুধু আমার ব্যক্তিগত কথা না। আমার দলের যারা আছে সবাই এটা বিশ্বাস করে। এমন জয়ের উদযাপন অবশ্যই বিশেষ থাকে। জেতার পর ড্রেসিং রমে সবাই দারুণ উদ্যাপন করেছে। সবাই অনেক হাসিখুশি ছিল। পুরো ভ্রমণটা আমরা দারুণ উদযাপন করেছি।’
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার সময় সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। মুমিনুল হক, মুশফিকুর রহিম, রুবেল হোসেন, এনামুল হকসহ দেশের অনেক ক্রিকেটারই সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছিলেন যে তাঁরা সাকিবের পাশে আছেন। বাংলাদেশ ক্রিকেটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথাতেও সেটা বেশি করে স্পষ্ট হয়েছে।
পাকিস্তানের মাঠে পাকিস্তানকে টেস্টে ধবলধোলাই করে বীরের বেশে গত রাতে ঢাকায় ফিরলেন শান্ত–মুমিনুলরা। দলের সঙ্গে প্রথম ফ্লাইটে ঢাকায় ফিরেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। তবে আসেননি দলের সিনিয়র ক্রিকেটার অলরাউন্ডার সাকিব। এমন জয়ের পর দেশের এই তারকা ক্রিকেটারকে নিয়ে ঢাকায় ফিরতে না পারার আক্ষেপ কিছুটা হলেও শান্তর কাজ করেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের শান্ত বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। উনি দেখা করতে চেয়েছেন। যদি কথা ওঠে, সাকিব ভাইয়ের বিষয়টা একটা ভিন্ন বিষয়। প্রত্যেকটা ক্রিকেটার সবাই সাকিব ভাইয়ের সঙ্গে আছেন। আমরা বিষয়টা জানি সাকিব ভাই দলের জন্য কতটা ত্যাগী। খেলার জন্য কতটা পাগল। সব সময় দলের জন্য খেলার জন্য চিন্তা ভাবনা করেন। যদি এটা নিয়ে কথা ওঠে, হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা ক্রিকেটার সাকিব ভাইয়ের পাশে আছে।’
রাতে শান্তদের ঢাকায় ফেরা নিয়ে দারুণ উন্মাদনা দেখা যায় বিসিবি সংশ্লিষ্ট ব্যক্তিদের চোখে মুখে। বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস তো বোর্ডিং ব্রিজের সামনে বিশেষ পাস নিয়ে দাঁড়িয়ে পড়লেন ক্রিকেটারদের স্বাগত জানাতে। শেষ অব্দি শান্ত, শরীফুল ইসলাম, লিটন দাসদের সঙ্গে আলিঙ্গন করলেন নাফিস। বাংলাদেশের ক্রিকেটারদের এমন ঐতিহাসিক কৃর্তিতে বিসিবির বেশ কয়েকজন পরিচালকও রাতে বিমানবন্দরে গিয়েছিলেন ক্রিকেটাদের স্বাগত জানাতে। ফুল দিয়ে বরণ করে নেন অধিনায়ক, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহসহ বাকি ক্রিকেটারদের। তবে হত্যা মামলায় নাম থাকায় সাকিব ঢাকায় না ফিরে ইংল্যান্ডে কাউন্টি খেলতে যাচ্ছেন। পরে সেখান থেকে ভারত সিরিজের দলে যোগ দেবেন সাকিব।
ইমিগ্রেশন শেষ করে ভিআইপি টার্মিনালের পকেট গেট দিয়ে বের হয়ে সাংবাদিকদের সামনে হাস্যোজ্জ্বল শান্ত ট্রফি হাতে উচ্ছ্বাস প্রকাশ করেন। হবে না-ই বা কেন! পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাঠে এই প্রথম কোনো সিরিজে বাংলাদেশ ধবলধোলাই করল। ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর শান্ত বলেন, ‘আমার কাছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন বলেই মনে হয়। সেরা (হাসি) ! সেরা (হাসি) ! এটা শুধু আমার ব্যক্তিগত কথা না। আমার দলের যারা আছে সবাই এটা বিশ্বাস করে। এমন জয়ের উদযাপন অবশ্যই বিশেষ থাকে। জেতার পর ড্রেসিং রমে সবাই দারুণ উদ্যাপন করেছে। সবাই অনেক হাসিখুশি ছিল। পুরো ভ্রমণটা আমরা দারুণ উদযাপন করেছি।’
ভারতের চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলেই ছিলেন না বরুণ চক্রবর্তী। উদ্বোধনী ব্যাটার যশস্বী জয়সয়ালকে বাদ দিয়ে নাটকীয়ভাবেই মূল দলে জায়গা হয়েছিল এ লেগ স্পিনারের। এর আগে মাত্র একটি ওয়ানডে খেলা বরুণকে হঠাৎ বড় টুর্নামেন্টের দলে রাখায় সমালোচনাও হয়েছিল ব্যাপক।
৭ ঘণ্টা আগেদুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে লড়াইটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে তারা।
১০ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে ১৭০ ক্রিকেটার নতুন দল পেলেও টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই জটিলতা কাটল। তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব নিয়েছে লিটনকে।
১২ ঘণ্টা আগেহাইব্রিড মডেলে হওয়া চ্যাম্পিয়নস ট্রফির শেষ অংশে বাদ সাধে আবহাওয়া। পাকিস্তানে অনুষ্ঠিত তিন ম্যাচে বেরসিক বৃষ্টির বাগড়ায় ফলই আসেনি। যার মধ্যে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের টিকিটের টাকা দর্শকদের ফেরত দেওয়া হবে।
১৩ ঘণ্টা আগে