Ajker Patrika

বাংলাদেশ সফরের দল ঘোষণা করল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ সফরের দল ঘোষণা করল পাকিস্তান

দলে তিনজন ব্যাকআপ ক্রিকেটারও রেখেছে পাকিস্তান। আগামী ২০ অক্টোবর বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে নিদা দারের নেতৃত্বাধীন পাকিস্তান দলের। এর মধ্যে ওয়ানডে সিরিজ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। পিসিবি জানিয়েছে, বাংলাদেশে আসার আগে আগামী পরশু থেকে লাহোরে ৬ দিনের অনুশীলন ক্যাম্প করবেন নিদারা। যেখানে ম্যাচের আবহে অনুশীলনও করার কথা রয়েছে তাঁদের।

সিরিজের সূচি ও ভেন্যু এখনো ঘোষণা করেনি বিসিবি। কয়েক দিনের মধ্যে সূচির ঘোষণাও আসতে পারে। এক বছর পর পাকিস্তান দলে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার ইরাম জাভেদ। সবশেষ ২০২২ সালে কমনওয়েলথ গেমসে খেলেছিলেন তিনি। গত মাসে দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে খেলা পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন শাওয়াল জুলফিকার ও সায়দা আরুব। চোটের কারণে দলে সুযোগ হয়নি ফাতিমা সানার।

বাংলাদেশ সফরে পাকিস্তান দল: নিদা দার (অধিনায়ক), আলিয়া রিয়াজ, বিসমাহ মারুফ, দিয়ানা বেগ, গুলাম ফাতিমা, ইরাম জাভেদ, মুনিবা আলি (উইকেটরক্ষক), নাজিহা আলভি (উইকেটরক্ষক), নাসরা সান্ধু, নাটালিয়া পারভেইজ, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল, সিদরা আমিন, উম্মে হানি ও ওয়াহিদা আক্তার।

নন-ট্রাভেলিং রিজার্ভ বেঞ্চ: আম্বার কায়নাত, ওমাইমা সোহেল,  সিদরা নেওয়াজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত