ক্রীড়া ডেস্ক
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি সাকিব আল হাসান। সাকিবের পরিবর্তে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ হেরেছে বাজেভাবে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিরেছেন অধিনায়ক সাকিব। টস জিতে ব্যাটিং নিতে চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। তবে এই ম্যাচে টসের ভাগ্য বাংলাদেশের পক্ষে আসেনি। টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ।
আগের ম্যাচের মতো আজও খেলা হচ্ছে না টেম্বা বাভুমার। বাভুমার পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারপ্রাপ্ত প্রোটিয়া অধিনায়ক।
দুটি দলই তাদের একাদশে একটি করে পরিবর্তন এনেছে। তাওহীদ হৃদয়ের জায়গায় একাদশে এসেছেন সাকিব। টসের পর বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আজ আমাদের গুরুত্বপূর্ণ এক ম্যাচ। সেরা ক্রিকেট খেলেই দক্ষিণ আফ্রিকাকে হারাতে হবে। প্রথমে বোলিং করায় আমি কিছু মনে করছি না। যদি তাদের অল্প রানের মধ্যে আটকে দেওয়া যায়, তাহলে রান তাড়া করতে পারব।’
তানজিদ হাসান তামিম, লিটন দাস—দুই ওপেনারের সঙ্গে আছেন অভিজ্ঞ তিন ক্রিকেটার মুশফিকুর রহিম, সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবের পাশাপাশি অলরাউন্ডার হিসেবে খেলছেন মেহেদী হাসান মিরাজ। সাকিব, মিরাজের সঙ্গে স্পিনার হিসেবে আছেন নাসুম আহমেদ। অন্যদিকে এই ম্যাচেও খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ—এই তিন পেসার আছেন বাংলাদেশের একাদশে।
বাংলাদেশের একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক) নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকার একাদশ:
এইডেন মার্করাম (অধিনায়ক), রিজা হেনড্রিকস, রাসি ফন ডার ডুসেন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, লিজাড উইলিয়ামস, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, জেরাল্ড কোয়েটজি।
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি সাকিব আল হাসান। সাকিবের পরিবর্তে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ হেরেছে বাজেভাবে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিরেছেন অধিনায়ক সাকিব। টস জিতে ব্যাটিং নিতে চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। তবে এই ম্যাচে টসের ভাগ্য বাংলাদেশের পক্ষে আসেনি। টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ।
আগের ম্যাচের মতো আজও খেলা হচ্ছে না টেম্বা বাভুমার। বাভুমার পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারপ্রাপ্ত প্রোটিয়া অধিনায়ক।
দুটি দলই তাদের একাদশে একটি করে পরিবর্তন এনেছে। তাওহীদ হৃদয়ের জায়গায় একাদশে এসেছেন সাকিব। টসের পর বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আজ আমাদের গুরুত্বপূর্ণ এক ম্যাচ। সেরা ক্রিকেট খেলেই দক্ষিণ আফ্রিকাকে হারাতে হবে। প্রথমে বোলিং করায় আমি কিছু মনে করছি না। যদি তাদের অল্প রানের মধ্যে আটকে দেওয়া যায়, তাহলে রান তাড়া করতে পারব।’
তানজিদ হাসান তামিম, লিটন দাস—দুই ওপেনারের সঙ্গে আছেন অভিজ্ঞ তিন ক্রিকেটার মুশফিকুর রহিম, সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবের পাশাপাশি অলরাউন্ডার হিসেবে খেলছেন মেহেদী হাসান মিরাজ। সাকিব, মিরাজের সঙ্গে স্পিনার হিসেবে আছেন নাসুম আহমেদ। অন্যদিকে এই ম্যাচেও খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ—এই তিন পেসার আছেন বাংলাদেশের একাদশে।
বাংলাদেশের একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক) নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকার একাদশ:
এইডেন মার্করাম (অধিনায়ক), রিজা হেনড্রিকস, রাসি ফন ডার ডুসেন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, লিজাড উইলিয়ামস, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, জেরাল্ড কোয়েটজি।
৩৫ পেরোলেই উপমহাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে অবসরের গুঞ্জনটা বেশিই শোনা যায়। ৩৬ ও ৩৭ বছর বয়সী বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে অবসর নিয়ে অনেক আলাপ-আলোচনা হয়েছে। বিশেষ করে, রোহিতকে নিয়ে ফিসফাস একটু বেশিই শোনা গেছে।
৪ ঘণ্টা আগেভয়াবহ বন্যা আঘাত হেনেছে আর্জেন্টিনায়। এই প্রাকৃতিক দুর্যোগে দেশটির জনজীবন বিপর্যস্ত। দেশের মানুষের এই দুঃসময়ে প্রাণ কাঁদছে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির।
৫ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর কেন্দ্রীয় চুক্তিতে না থাকার জন্য বোর্ডকে অনুরোধ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবি সূত্রে সেটা জানা গেছে। আর নতুন চুক্তি অনুযায়ী বিসিবির সর্বোচ্চ বেতন পাবেন তাসকিন আহমেদ।
৬ ঘণ্টা আগেনিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারত নিজেদের ম্যাচগুলো খেলেছে দুবাইয়ে। ফাইনাল হয়েছে সেখানে। ৮ দলের অংশগ্রহণে ১৫ ম্যাচ শেষে টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। যেখানে ভারতেরই দাপট বেশি।
৭ ঘণ্টা আগে