Ajker Patrika

চেন্নাইয়ে চার দিনে শেষ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ৫৪
Thumbnail image

রোববার ভারতের সাপ্তাহিক ছুটি হওয়াতে চেন্নাইয়ে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আজ চতুর্থ দিনে দর্শকদের সংখ্যা তুলনামূলক বেশিই দেখা গেছে। গ্যালারিতে ভরপুর ভক্ত-সমর্থকদের সামনে আনুষ্ঠানিকতা সারতে রোহিত শর্মার দলের দুই ঘণ্টাও লাগেনি। চতুর্থ দিনের প্রথম সেশনেই বাংলাদেশের বিপক্ষে ২৮০ রানের বিশাল জয় পেল ভারত। দুই ম্যাচের টেস্ট সিরিজে রোহিতেরা এখন ১-০ ব্যবধানে এগিয়ে।   

প্রথম ইনিংসে রিভার্স সুইপে নিজের উইকেট বিলিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। দ্বিতীয় ইনিংসে ১৭ রানে জীবন পেলেও টেনেটুনে ২৫ করতে পেরেছেন। ৫১৫ রানের লক্ষ্যে নেমে যেখানে দায়িত্ব নিয়ে খেলার কথা, সেটা করতে ব্যর্থ হলেন। তাঁর দেখানো পথেই এরপর হাঁটলেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। রবীচন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাদেজার ঘূর্ণির সামনে রীতিমতো আজ আত্মসমর্পণ করল বাংলাদেশ। ৪০ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ২৩৪ রানেই গুটিয়ে গেল সফরকারীরা।     

ঋষভ পন্তের শিশুতোষ ভুলে আজ এক দফা বাঁচলেন সাকিব। বোলার ছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু কী লাভ হলো তাতে! জাদেজা না পারলেও সাকিবকে দ্রুত ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন অশ্বিন। ৫২তম ওভারের চতুর্থ বল ফ্রন্টফুডে ডিফেন্স করতে যান সাকিব। ব্যাট-প্যাডে লেগে হাওয়ায় ভেসে যাওয়া বল শর্ট লেগে দারুণভাবে তালুবন্দী করেন যশস্বী জয়সওয়াল। ৫৬ বলে ৩ চারে ২৫ রান করা সাকিব ফিরলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ১৯৪ রান। 

দ্বিতীয় ইনিংসে পঞ্চম উইকেটে ১০৮ বলে ৪৮ রানের জুটি গড়েন সাকিব ও শান্ত। ছবি: ওয়ালটনের সৌজন্যেঅশ্বিন-জাদেজা-অশ্বিন— চতুর্থ দিনের সকালে এভাবেই পর্যায়ক্রমে বাংলাদেশের উইকেট নিতে থাকে ভারত। ৫৫তম ওভারের চতুর্থ বলে জাদেজার বল ফ্রন্ট ফুটে ডিফেন্স করতে যান লিটন। এজ হওয়া বল প্রথম স্লিপে ধরেন রোহিত। দায়িত্ব নিতে ব্যর্থ হলেন মেহেদী হাসান মিরাজও। বিপদের মুহূর্তে নিজের উইকেটটা উপহার দিলেন মিরাজ। বাংলাদেশের অলরাউন্ডারের উইকেটটি নিয়েছেন অশ্বিন। ক্যাচ ধরেন জাদেজা। 

সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে শান্ত সাবলীলভাবে খেলতে থাকেন। দলের বিপদের মুহূর্তে তাঁর মাথায় কিসের ভূত চাপল, সেটা তিনিই বলতে পারবেন। জাদেজার বলে স্লগ সুইপ খেলতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন শান্ত। এক্সট্রা কাভার থেকে উল্টো দিকে দৌড়ে দারুণ ক্যাচ ধরেন জসপ্রীত বুমরা। এই জাদেজা বাংলাদেশের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন। যেখানে ৬৩তম ওভারের প্রথম বলে হাসান মাহমুদ স্লগ সুইপ খেলতে গিয়ে বোল্ড হয়েছেন। 

প্রথম ইনিংসে কোনো উইকেট না পাওয়া অশ্বিন নিজের স্পিন ভেলকি দ্বিতীয় ইনিংসের জন্যই যেন জমিয়ে রাখেন। বাংলাদেশ যখন ৫১৫ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল, সেই ইনিংসে ৮৮ রানে নেন ৬ উইকেট। পাশাপাশি টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিও এই টেস্টেই তুলে নিয়েছেন। প্রথম ইনিংসে ১৩৩ বলে ১১ চার ও ২ ছক্কায় ১১৩ রান করেছেন তিনি। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন অশ্বিন। 

৪ উইকেটে ১৫৮ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। চতুর্থ দিনে পিচে অসম বাউন্স, টার্ন পাচ্ছিলেন ভারতের বোলাররা। প্রতি পদে পদেই উইকেট পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে চার দিনে শেষ হওয়ার পেছনে বাংলাদেশের ব্যাটারদের খামখেয়ালিভাবে উইকেট বিলিয়ে দেওয়াটাই অনেকাংশে দায়ী। দ্বিতীয় ইনিংসের সর্বোচ্চ রানসংগ্রাহক শান্ত  ৮২ রান করেন। ১২৭ বলে ৮ চার ও ৩ ছক্কা মেরেছেন বাংলাদেশ অধিনায়ক। 

টস হেরে প্রথম ইনিংসে ভারত ৩৭৬ রানে অলআউট হয়েছিল। বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে অলআউট হয়েছিল ১৪৯ রানে। তবু ২২৭ রানে এগিয়ে থাকা ভারত ফলোঅন করায়নি বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রানে ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিকেরা।

 

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত