Ajker Patrika

মিরাজকে অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে পল নিক্সনের পাল্টা প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১২: ১৭
মিরাজকে অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে পল নিক্সনের পাল্টা প্রশ্ন

বিপিএলে গতকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে টস করেছেন নাঈম ইসলাম। আগের চার ম্যাচের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ একাদশে থাকার পরও অধিনায়কত্ব করছেন না। চট্টগ্রামের হঠাৎ এমন অধিনায়ক বদল অবশ্য প্রশ্নের জন্ম দিয়েছে। এর মধ্যে দেশে ফিরে গেছেন দলটির ইংলিশ কোচ পল নিক্সন। 

চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির প্রধান পরিচালন কর্মকর্তা ইয়াসির আলমের দাবি, কোচ পল নিক্সনের নির্দেশে ‘চাপমুক্ত’ রাখতে মিরাজকে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরানো হয়েছে। মিরাজকে অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে প্রশ্নে অবশ্য যারপরনাই অবাক নিক্সন। পাল্টা প্রশ্নে ইংলিশ কোচ যা বললেন তাতে রহস্য আরও বাড়ছে! নিক্সনের প্রশ্ন, ‘কে এটা করেছে (পরিবর্তন)? টি-টেন এবং বিপিএলের কারণে লম্বা সময় দল (লেস্টারশায়ার) থেকে দূরে ছিলাম। এখন আমি দেশে ফিরে যাচ্ছি লেস্টারশায়ারের দায়িত্ব নিতে।’ 

চট্টগ্রামের চ্যালেঞ্জার্সের ইংলিশ কোচ পল নিক্সনইংলিশ কাউন্টি দল লেস্টারশায়ারের প্রধান কোচ নিক্সন। লেস্টারশায়ার থেকে সময় নিয়ে বিপিএলে চট্টগ্রামের হয়ে কাজ করতে এসেছেন তিনি। গতবারও দলটির প্রধান কোচের দায়িত্ব ছিলেন সাবেক ইংলিশ উইকেটকিপার-ব্যাটার। তবে জরুরি ডাকে বিপিএলের মাঝপথেই দেশে ফিরতে হলো তাঁকে। বিপিএলে বাকি অংশে চট্টগ্রামের প্রধান কোচের ভূমিকায় থাকবেন শন টেইট। দলটির বোলিং কোচ হয়ে এসেছিলেন অজি গতিতারকা। 

সতীর্থদের সঙ্গে মেহেদী হাসান মিরাজচট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে নিক্সনের ব্যাপারে জানানো হয়েছে, ইংল্যান্ডে গেলেও দলের সঙ্গে অনলাইনে নিয়মিত যোগাযোগ রাখবেন নিক্সন। মিরাজকে অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে ফ্র্যাঞ্চাইজির প্রধান পরিচালন কর্মকর্তা ইয়াসির জানান, ‘যাওয়ার আগে কোচ একটা নির্দেশিকা দিয়ে গেছেন। তাঁর মতে, মিরাজ অনেক চাপে আছেন। খেলোয়াড় হিসেবে সে দুর্দান্ত। খেলোয়াড় হিসেবে সেরাটা পেতে চাই বলে তাকে চাপমুক্ত রাখতে চাইছি। তাকে চাপমুক্ত রেখে একজন সিনিয়র খেলোয়াড়কে (নাঈম ইসলাম) দায়িত্ব দিয়ে গেছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কৌশলে বিনিয়োগ সরাচ্ছে বহুজাতিক কোম্পানি

বিমান বিধ্বস্ত: এক ঘণ্টা পর উদ্ধার হন পাইলট, তখনো বেঁচে ছিলেন

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

রংপুরের ১০ কিমি সড়কে ৩৬৫ টন পাথর উধাও

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত