নিজস্ব প্রতিবেদক, অ্যাডিলেড থেকে
অ্যাডিলেডে গতকাল নেমেই বৃষ্টি আর ঠান্ডার দাপট দেখেছে বাংলাদেশ। বৃষ্টির থামাথামি নেই আজও। অ্যাডিলেডের আবহাওয়া বড় রহস্যই হয়ে ধরা দিয়েছে দুই দলের কাছে। এই ঝকঝকে রোদ্দুর তো এই ঝমঝমিয়ে বৃষ্টি। সব মিলিয়ে আগামীকাল বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।
বৃষ্টিতে ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা থাকলেও বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান খেলার আগেই যেন বেশ রক্ষণাত্মক হয়ে গেলেন। ম্যাচের আগে তিনি ভারতকে পরিষ্কার ‘ফেবারিট’ বলেছেন। ভারতকে যদি হারিয়েও দেয় বাংলাদেশ, এটা একটা আপসেট বা অঘটন হবে বলে মনে করেন সাকিব। সাকিব এটা নিজেদের চাপমুক্ত রাখার কৌশল হিসেবেই বললেন না কি অন্য কোনো ভাবনা থেকে বলেছেন, সেটি নিয়েই যত আলোচনা।
অ্যাডিলেডে সাকিবের এমন মন্তব্যে ভারতীয় সংবাদমাধ্যম পর্যন্ত অবাক হয়েছে। একাধিক ভারতীয় সাংবাদিক মনে করেন, যতই কৌশল হোক, ম্যাচের আগে একজন অধিনায়কের কাছে এ ধরনের মন্তব্য কিছুতেই দলের জন্য ইতিবাচক হতে পারে না। সাদা বলের ক্রিকেটের দুই সংস্করণে মুখোমুখি পরিসংখ্যানে ভারত অনেক এগিয়ে থাকলেও বাংলাদেশ ভারতীয়দের বিপক্ষে একাধিক জয় পেয়েছে। ওয়ানডে সিরিজ জিতেছে। আইসিসির টুর্নামেন্টেও ভারতকে হারিয়েছে।
সাকিব যতই অকপটে নিজেদের পিছিয়ে রাখুন, ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় যথেষ্ট সমীহ করছেন বাংলাদেশকে, ‘আমরা তাদের অনেক সমীহ করি। তারা ভালো দল। এই ফরম্যাট, এই বিশ্বকাপ দেখিয়েছে কাউকে আপনি হালকাভাবে নিতে পারেন না। আয়ারল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে দেখিয়েছে। এই ফরম্যাটে দুটো হিটেই ম্যাচের পার্থক্য গড়ে দেওয়া সম্ভব। আমরা বাংলাদেশকে কিছুতেই হালকাভাবে নিচ্ছি না।’
যে দল পিছিয়ে থাকুক কিংবা এগিয়ে থাকুক মাঠের লড়াইয়ের আগে ক্রিকেটপ্রেমীদের প্রার্থনা, খেলাটা যেন মাঠে গড়ায়। অ্যাডিলেডের বৃষ্টিই যে ম্যাচটার আগে বসিয়ে দিচ্ছে বড় প্রশ্নবোধক চিহ্ন।
টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত আরও পড়ুন:
অ্যাডিলেডে গতকাল নেমেই বৃষ্টি আর ঠান্ডার দাপট দেখেছে বাংলাদেশ। বৃষ্টির থামাথামি নেই আজও। অ্যাডিলেডের আবহাওয়া বড় রহস্যই হয়ে ধরা দিয়েছে দুই দলের কাছে। এই ঝকঝকে রোদ্দুর তো এই ঝমঝমিয়ে বৃষ্টি। সব মিলিয়ে আগামীকাল বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।
বৃষ্টিতে ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা থাকলেও বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান খেলার আগেই যেন বেশ রক্ষণাত্মক হয়ে গেলেন। ম্যাচের আগে তিনি ভারতকে পরিষ্কার ‘ফেবারিট’ বলেছেন। ভারতকে যদি হারিয়েও দেয় বাংলাদেশ, এটা একটা আপসেট বা অঘটন হবে বলে মনে করেন সাকিব। সাকিব এটা নিজেদের চাপমুক্ত রাখার কৌশল হিসেবেই বললেন না কি অন্য কোনো ভাবনা থেকে বলেছেন, সেটি নিয়েই যত আলোচনা।
অ্যাডিলেডে সাকিবের এমন মন্তব্যে ভারতীয় সংবাদমাধ্যম পর্যন্ত অবাক হয়েছে। একাধিক ভারতীয় সাংবাদিক মনে করেন, যতই কৌশল হোক, ম্যাচের আগে একজন অধিনায়কের কাছে এ ধরনের মন্তব্য কিছুতেই দলের জন্য ইতিবাচক হতে পারে না। সাদা বলের ক্রিকেটের দুই সংস্করণে মুখোমুখি পরিসংখ্যানে ভারত অনেক এগিয়ে থাকলেও বাংলাদেশ ভারতীয়দের বিপক্ষে একাধিক জয় পেয়েছে। ওয়ানডে সিরিজ জিতেছে। আইসিসির টুর্নামেন্টেও ভারতকে হারিয়েছে।
সাকিব যতই অকপটে নিজেদের পিছিয়ে রাখুন, ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় যথেষ্ট সমীহ করছেন বাংলাদেশকে, ‘আমরা তাদের অনেক সমীহ করি। তারা ভালো দল। এই ফরম্যাট, এই বিশ্বকাপ দেখিয়েছে কাউকে আপনি হালকাভাবে নিতে পারেন না। আয়ারল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে দেখিয়েছে। এই ফরম্যাটে দুটো হিটেই ম্যাচের পার্থক্য গড়ে দেওয়া সম্ভব। আমরা বাংলাদেশকে কিছুতেই হালকাভাবে নিচ্ছি না।’
যে দল পিছিয়ে থাকুক কিংবা এগিয়ে থাকুক মাঠের লড়াইয়ের আগে ক্রিকেটপ্রেমীদের প্রার্থনা, খেলাটা যেন মাঠে গড়ায়। অ্যাডিলেডের বৃষ্টিই যে ম্যাচটার আগে বসিয়ে দিচ্ছে বড় প্রশ্নবোধক চিহ্ন।
টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত আরও পড়ুন:
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদর দপ্তরে চুরির ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইপিএলের বেশ কিছু জার্সি চুরি হয়েছে বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেকলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর। কলকাতা তাঁর অধীনে ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। সবশেষ মৌসুমে অবশ্য ভালো যায়নি দলটির। ৮ নম্বরে থেকে মৌসুম শেষ করে তারা।
২ ঘণ্টা আগেএশিয়ান কাপে প্রথমবার খেলার সুযোগ পেয়ে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। নবাগত দলটিকে সামলাতে হবে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে। তবে ভয় পাচ্ছেন না বাংলাদেশ কোচ পিটার বাটলার। বরং দেখছেন শেখার মঞ্চ হিসেবে।
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার পর ইংল্যান্ড সফরেও সুবিধা করতে পারছে না ভারত। ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে স্বাগতিকেরা। ভারতের দায়িত্ব নেওয়ার পর কোচ গৌতম গম্ভীরের অধীনে টেস্টে সেভাবে সুফল পাচ্ছে না ভারত। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্নভঙ্গ হয় তাদের। নতুন চক্রে প্রথম সিরিজে
৪ ঘণ্টা আগে