Ajker Patrika

বাংলাদেশ-ভারত ম্যাচ হবে তো?

নিজস্ব প্রতিবেদক, অ্যাডিলেড থেকে
আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১৭: ০০
বাংলাদেশ-ভারত ম্যাচ হবে তো?

অ্যাডিলেডে গতকাল নেমেই বৃষ্টি আর ঠান্ডার দাপট দেখেছে বাংলাদেশ। বৃষ্টির থামাথামি নেই আজও। অ্যাডিলেডের আবহাওয়া বড় রহস্যই হয়ে ধরা দিয়েছে দুই দলের কাছে। এই ঝকঝকে রোদ্দুর তো এই ঝমঝমিয়ে বৃষ্টি। সব মিলিয়ে আগামীকাল বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।

বৃষ্টিতে ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা থাকলেও বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান খেলার আগেই যেন বেশ রক্ষণাত্মক হয়ে গেলেন। ম্যাচের আগে তিনি ভারতকে পরিষ্কার ‘ফেবারিট’ বলেছেন। ভারতকে যদি হারিয়েও দেয় বাংলাদেশ, এটা একটা আপসেট বা অঘটন হবে বলে মনে করেন সাকিব। সাকিব এটা নিজেদের চাপমুক্ত রাখার কৌশল হিসেবেই বললেন না কি অন্য কোনো ভাবনা থেকে বলেছেন, সেটি নিয়েই যত আলোচনা।

অ্যাডিলেডে সাকিবের এমন মন্তব্যে ভারতীয় সংবাদমাধ্যম পর্যন্ত অবাক হয়েছে। একাধিক ভারতীয় সাংবাদিক মনে করেন, যতই কৌশল হোক, ম্যাচের আগে একজন অধিনায়কের কাছে এ ধরনের মন্তব্য কিছুতেই দলের জন্য ইতিবাচক হতে পারে না। সাদা বলের ক্রিকেটের দুই সংস্করণে মুখোমুখি পরিসংখ্যানে ভারত অনেক এগিয়ে থাকলেও বাংলাদেশ ভারতীয়দের বিপক্ষে একাধিক জয় পেয়েছে। ওয়ানডে সিরিজ জিতেছে। আইসিসির টুর্নামেন্টেও ভারতকে হারিয়েছে।

সাকিব যতই অকপটে নিজেদের পিছিয়ে রাখুন, ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় যথেষ্ট সমীহ করছেন বাংলাদেশকে, ‘আমরা তাদের অনেক সমীহ করি। তারা ভালো দল। এই ফরম্যাট, এই বিশ্বকাপ দেখিয়েছে কাউকে আপনি হালকাভাবে নিতে পারেন না। আয়ারল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে দেখিয়েছে। এই ফরম্যাটে দুটো হিটেই ম্যাচের পার্থক্য গড়ে দেওয়া সম্ভব। আমরা বাংলাদেশকে কিছুতেই হালকাভাবে নিচ্ছি না।’

 যে দল পিছিয়ে থাকুক কিংবা এগিয়ে থাকুক মাঠের লড়াইয়ের আগে ক্রিকেটপ্রেমীদের প্রার্থনা, খেলাটা যেন মাঠে গড়ায়। অ্যাডিলেডের বৃষ্টিই যে ম্যাচটার আগে বসিয়ে দিচ্ছে বড় প্রশ্নবোধক চিহ্ন।

টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত