Ajker Patrika

‘খুশির ব্যাপার, আল্লাহর রহমতে আবার ফিরেছি’

ক্রীড়া ডেস্ক    
সিরিজ জয়ের প্রত্যয় তাসকিন আহমেদের। ছবি: ফাইল ছবি
সিরিজ জয়ের প্রত্যয় তাসকিন আহমেদের। ছবি: ফাইল ছবি

চোট কাটিয়ে দীর্ঘদিন পর আবারও ম্যাচ খেলার অপেক্ষায় তাসকিন আহমেদ। সবশেষ গত ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন এই পেসার। শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দুটোই জিততে চান। নিজের প্রত্যাবর্তন নিয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।

কলম্বো টেস্টে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। ২ জুলাই শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। তারপর সমানসংখ্যক টি-টোয়েন্টি খেলবে। উড়ানে চড়ার আগে সিরিজ জয়ের প্রত্যয় তাসকিনের কণ্ঠে, ‘একজন টিম ম্যান হিসেবে আমার দলের জয়ে ভূমিকা রাখতে চাই। আর ইনশা আল্লাহ, আমার বিশ্বাস আমরা সিরিজ জিতব। আমি অনেক উদ্‌গ্রীব হয়ে আছি। আজকে বের হওয়ার সময় অনেক ভালো লাগছে, মাঝখানে প্রায় তিন মাসের মতো খেলার সুযোগ হয়নি, খেলতে পারিনি।’

চোট সেরে আবারও দলের সঙ্গে যুক্ত হয়ে উচ্ছ্বাসিত তাসকিন বলেন, ‘হ্যাঁ, এখন ভালো লাগছে। আল্লাহর কাছে শুকরিয়া আবার দলে ফিরলাম। যাচ্ছি তো এখন, একটাই প্রত্যাশা—জয়ের পেছনে যেন আমার ভূমিকা থাকে।’

খেলোয়াড়দের চোট কঠিন সময়ের বাস্তবতা। তাসকিন বললেন, ‘যেকোনো খেলোয়াড়ের জন্যই এটা অনেক দুঃখজনক, চোটের কারণে মাঠের বাইরে থাকা। এটা আসলে জীবনেরই অংশ, বিশেষ করে ফাস্ট বোলারদের অনেক চোট হয়। এটা এখন আমার জন্য খুশির ব্যাপার, আল্লাহর রহমতে আবার ফিরেছি। আশা করি ভালো কিছু করব।’

সিরিজ নিয়ে আশাবাদী তাসকিন দুই সংস্করণেই সেরাটা দিতে চান, ‘ওয়ানডে আর টি-টোয়েন্টি দুই সংস্করণেই জিততে চাই। হারজিত তো থাকবেই, কিন্তু ইনশা আল্লাহ আমরা সেরাটা দেব, আমার বিশ্বাস আছে।’

এখন দেখার অপেক্ষা, দীর্ঘ চোট কাটিয়ে মাঠে তিনি কতটা আলো ছড়াতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: সাবেক এমপিসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত