টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল অভিযানে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। পিঠের চোটে এই দুই ম্যাচে একাদশেই ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। তবে চোট থেকে সেরে উঠছেন বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। কাল আইসিসির এক অনলাইন সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান মাহমুদউল্লাহ।
বিশ্বকাপে বাংলাদেশকে প্রথম রাউন্ডের বাধা টপকে মূল পর্বে, অর্থাৎ সুপার টুয়েলভে যেতে হবে। প্রথম রাউন্ডে বাংলাদেশের তিন প্রতিপক্ষ স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি। সুপার টুয়েলভে যেতে দারুণ আশাবাদী মাহমুদউল্লাহ। আইসিসির প্রশ্নোত্তর পর্বে এবারের বিশ্বকাপে নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘বিশ্বকাপে আমরা যতটা সম্ভব নিজেদের সেরাটা দিতে চাই। সুপার টুয়েলভে ওঠাই প্রাথমিক লক্ষ্য। সুপার টুয়েলভে ম্যাচ ধরে ধরে এগোতে চাই। এখানে আমরা নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে চাই।’
জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টানা তিনটা সিরিজ জয়েই মাঠে ছিলেন মাহমুদউল্লাহ। সবগুলো ম্যাচেই খেলেছেন। তবে বিশ্বকাপের মিশনে গিয়ে এখনো মাঠেই নামতে পারেননি এই অভিজ্ঞ ক্রিকেটার। পিঠের চোট ভোগাচ্ছে বাংলাদেশ অধিনায়ককে। তবে ঠিক সময়ে সেরে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। আইসিসির অনলাইন সংবাদ সম্মেলনে চোট নিয়ে এক প্রশ্নের উত্তরে বলেছেন, ‘চোট থেকে ভালোভাবে সেরে উঠছি। প্রস্তুতি ম্যাচগুলো খেলা হয়নি। আশা করছি, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারব।’
এবারের বিশ্বকাপে বাংলাদেশ পাচ্ছে না তামিম ইকবালকে। অভিষেকের পর এই প্রথম কোনো বিশ্ব আসরে দলের সঙ্গে নেই অভিজ্ঞ এই ওপেনার। তবে তামিমের না থাকা তরুণদের সামনে সুযোগ হিসেবে দেখছেন মাহমুদউল্লাহ। বলেছেন, ‘তামিম লম্বা সময় ধরেই দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তামিমের না থাকাটা নাঈমের মতো তরুণদের জন্য বড় সুযোগ। এ ছাড়া লিটন দাস আছে। সৌম্য সরকারও আছে। আমার মনে হয়, এটা তরুণদের নিজেদের প্রমাণের মঞ্চ। তাদেরও দলের প্রয়োজনে এগিয়ে আসতে হবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল অভিযানে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। পিঠের চোটে এই দুই ম্যাচে একাদশেই ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। তবে চোট থেকে সেরে উঠছেন বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। কাল আইসিসির এক অনলাইন সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান মাহমুদউল্লাহ।
বিশ্বকাপে বাংলাদেশকে প্রথম রাউন্ডের বাধা টপকে মূল পর্বে, অর্থাৎ সুপার টুয়েলভে যেতে হবে। প্রথম রাউন্ডে বাংলাদেশের তিন প্রতিপক্ষ স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি। সুপার টুয়েলভে যেতে দারুণ আশাবাদী মাহমুদউল্লাহ। আইসিসির প্রশ্নোত্তর পর্বে এবারের বিশ্বকাপে নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘বিশ্বকাপে আমরা যতটা সম্ভব নিজেদের সেরাটা দিতে চাই। সুপার টুয়েলভে ওঠাই প্রাথমিক লক্ষ্য। সুপার টুয়েলভে ম্যাচ ধরে ধরে এগোতে চাই। এখানে আমরা নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে চাই।’
জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টানা তিনটা সিরিজ জয়েই মাঠে ছিলেন মাহমুদউল্লাহ। সবগুলো ম্যাচেই খেলেছেন। তবে বিশ্বকাপের মিশনে গিয়ে এখনো মাঠেই নামতে পারেননি এই অভিজ্ঞ ক্রিকেটার। পিঠের চোট ভোগাচ্ছে বাংলাদেশ অধিনায়ককে। তবে ঠিক সময়ে সেরে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। আইসিসির অনলাইন সংবাদ সম্মেলনে চোট নিয়ে এক প্রশ্নের উত্তরে বলেছেন, ‘চোট থেকে ভালোভাবে সেরে উঠছি। প্রস্তুতি ম্যাচগুলো খেলা হয়নি। আশা করছি, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারব।’
এবারের বিশ্বকাপে বাংলাদেশ পাচ্ছে না তামিম ইকবালকে। অভিষেকের পর এই প্রথম কোনো বিশ্ব আসরে দলের সঙ্গে নেই অভিজ্ঞ এই ওপেনার। তবে তামিমের না থাকা তরুণদের সামনে সুযোগ হিসেবে দেখছেন মাহমুদউল্লাহ। বলেছেন, ‘তামিম লম্বা সময় ধরেই দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তামিমের না থাকাটা নাঈমের মতো তরুণদের জন্য বড় সুযোগ। এ ছাড়া লিটন দাস আছে। সৌম্য সরকারও আছে। আমার মনে হয়, এটা তরুণদের নিজেদের প্রমাণের মঞ্চ। তাদেরও দলের প্রয়োজনে এগিয়ে আসতে হবে।’
৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি সংস্করণের এই এশিয়া কাপের ম্যাচের সূচিও ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে ম্যাচ গুলোর ভেন্যু এত দিন ঘোষণা করেনি এসিসি। এশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এবার জানিয়ে দিল সব ম্যাচের ভেন্যুও। আবুধাবি ও দুবাইয়ে সব টুর্নামেন্টের
৩ ঘণ্টা আগেছুটি পেলেই বাড়ি ফিরেই ছুটে যান মাঠে। সেখানে আসিফের অপেক্ষায় থাকে গ্রামের এক ঝাঁক কিশোর ফুটবলার। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আশরাফুল হক আসিফ এখন তাঁদের স্বপ্নের ও অনুপ্রেরণার নাম। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামে বেড়ে ওঠা আসিফের। ২০২৪ সালে তাঁর নেতৃত্বেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০
৩ ঘণ্টা আগেজাতীয় দলের সাবেক ব্যাটার মোহাম্মদ আশরাফুলকে আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৬ ঘণ্টা আগেআবাহনী লিমিটেডের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন মোহাম্মদ হৃদয়। পেশাদার লিগে তাঁর শুরুটা ধানমন্ডির ক্লাবটির হয়ে। টানা ৭ মৌসুম আকাশী-নীল জার্সিতে খেলে এবার তিনি পাড়ি দিয়েছেন বসুন্ধরা কিংসে।
৭ ঘণ্টা আগে