টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল অভিযানে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। পিঠের চোটে এই দুই ম্যাচে একাদশেই ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। তবে চোট থেকে সেরে উঠছেন বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। কাল আইসিসির এক অনলাইন সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান মাহমুদউল্লাহ।
বিশ্বকাপে বাংলাদেশকে প্রথম রাউন্ডের বাধা টপকে মূল পর্বে, অর্থাৎ সুপার টুয়েলভে যেতে হবে। প্রথম রাউন্ডে বাংলাদেশের তিন প্রতিপক্ষ স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি। সুপার টুয়েলভে যেতে দারুণ আশাবাদী মাহমুদউল্লাহ। আইসিসির প্রশ্নোত্তর পর্বে এবারের বিশ্বকাপে নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘বিশ্বকাপে আমরা যতটা সম্ভব নিজেদের সেরাটা দিতে চাই। সুপার টুয়েলভে ওঠাই প্রাথমিক লক্ষ্য। সুপার টুয়েলভে ম্যাচ ধরে ধরে এগোতে চাই। এখানে আমরা নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে চাই।’
জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টানা তিনটা সিরিজ জয়েই মাঠে ছিলেন মাহমুদউল্লাহ। সবগুলো ম্যাচেই খেলেছেন। তবে বিশ্বকাপের মিশনে গিয়ে এখনো মাঠেই নামতে পারেননি এই অভিজ্ঞ ক্রিকেটার। পিঠের চোট ভোগাচ্ছে বাংলাদেশ অধিনায়ককে। তবে ঠিক সময়ে সেরে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। আইসিসির অনলাইন সংবাদ সম্মেলনে চোট নিয়ে এক প্রশ্নের উত্তরে বলেছেন, ‘চোট থেকে ভালোভাবে সেরে উঠছি। প্রস্তুতি ম্যাচগুলো খেলা হয়নি। আশা করছি, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারব।’
এবারের বিশ্বকাপে বাংলাদেশ পাচ্ছে না তামিম ইকবালকে। অভিষেকের পর এই প্রথম কোনো বিশ্ব আসরে দলের সঙ্গে নেই অভিজ্ঞ এই ওপেনার। তবে তামিমের না থাকা তরুণদের সামনে সুযোগ হিসেবে দেখছেন মাহমুদউল্লাহ। বলেছেন, ‘তামিম লম্বা সময় ধরেই দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তামিমের না থাকাটা নাঈমের মতো তরুণদের জন্য বড় সুযোগ। এ ছাড়া লিটন দাস আছে। সৌম্য সরকারও আছে। আমার মনে হয়, এটা তরুণদের নিজেদের প্রমাণের মঞ্চ। তাদেরও দলের প্রয়োজনে এগিয়ে আসতে হবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল অভিযানে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। পিঠের চোটে এই দুই ম্যাচে একাদশেই ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। তবে চোট থেকে সেরে উঠছেন বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। কাল আইসিসির এক অনলাইন সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান মাহমুদউল্লাহ।
বিশ্বকাপে বাংলাদেশকে প্রথম রাউন্ডের বাধা টপকে মূল পর্বে, অর্থাৎ সুপার টুয়েলভে যেতে হবে। প্রথম রাউন্ডে বাংলাদেশের তিন প্রতিপক্ষ স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি। সুপার টুয়েলভে যেতে দারুণ আশাবাদী মাহমুদউল্লাহ। আইসিসির প্রশ্নোত্তর পর্বে এবারের বিশ্বকাপে নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘বিশ্বকাপে আমরা যতটা সম্ভব নিজেদের সেরাটা দিতে চাই। সুপার টুয়েলভে ওঠাই প্রাথমিক লক্ষ্য। সুপার টুয়েলভে ম্যাচ ধরে ধরে এগোতে চাই। এখানে আমরা নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে চাই।’
জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টানা তিনটা সিরিজ জয়েই মাঠে ছিলেন মাহমুদউল্লাহ। সবগুলো ম্যাচেই খেলেছেন। তবে বিশ্বকাপের মিশনে গিয়ে এখনো মাঠেই নামতে পারেননি এই অভিজ্ঞ ক্রিকেটার। পিঠের চোট ভোগাচ্ছে বাংলাদেশ অধিনায়ককে। তবে ঠিক সময়ে সেরে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। আইসিসির অনলাইন সংবাদ সম্মেলনে চোট নিয়ে এক প্রশ্নের উত্তরে বলেছেন, ‘চোট থেকে ভালোভাবে সেরে উঠছি। প্রস্তুতি ম্যাচগুলো খেলা হয়নি। আশা করছি, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারব।’
এবারের বিশ্বকাপে বাংলাদেশ পাচ্ছে না তামিম ইকবালকে। অভিষেকের পর এই প্রথম কোনো বিশ্ব আসরে দলের সঙ্গে নেই অভিজ্ঞ এই ওপেনার। তবে তামিমের না থাকা তরুণদের সামনে সুযোগ হিসেবে দেখছেন মাহমুদউল্লাহ। বলেছেন, ‘তামিম লম্বা সময় ধরেই দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তামিমের না থাকাটা নাঈমের মতো তরুণদের জন্য বড় সুযোগ। এ ছাড়া লিটন দাস আছে। সৌম্য সরকারও আছে। আমার মনে হয়, এটা তরুণদের নিজেদের প্রমাণের মঞ্চ। তাদেরও দলের প্রয়োজনে এগিয়ে আসতে হবে।’
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৪ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
৫ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৬ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
৭ ঘণ্টা আগে