Ajker Patrika

মাহমুদউল্লাহর প্রথম লক্ষ্য সুপার টুয়েলভে ওঠা

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১২: ১২
মাহমুদউল্লাহর প্রথম লক্ষ্য সুপার টুয়েলভে ওঠা

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল অভিযানে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। পিঠের চোটে এই দুই ম্যাচে একাদশেই ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। তবে চোট থেকে সেরে উঠছেন বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। কাল আইসিসির এক অনলাইন সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান মাহমুদউল্লাহ। 

বিশ্বকাপে বাংলাদেশকে প্রথম রাউন্ডের বাধা টপকে মূল পর্বে, অর্থাৎ সুপার টুয়েলভে যেতে হবে। প্রথম রাউন্ডে বাংলাদেশের তিন প্রতিপক্ষ স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি। সুপার টুয়েলভে যেতে দারুণ আশাবাদী মাহমুদউল্লাহ। আইসিসির প্রশ্নোত্তর পর্বে এবারের বিশ্বকাপে নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘বিশ্বকাপে আমরা যতটা সম্ভব নিজেদের সেরাটা দিতে চাই। সুপার টুয়েলভে ওঠাই প্রাথমিক লক্ষ্য। সুপার টুয়েলভে ম্যাচ ধরে ধরে এগোতে চাই। এখানে আমরা নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে চাই।’ 

জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টানা তিনটা সিরিজ জয়েই মাঠে ছিলেন মাহমুদউল্লাহ। সবগুলো ম্যাচেই খেলেছেন। তবে বিশ্বকাপের মিশনে গিয়ে এখনো মাঠেই নামতে পারেননি এই অভিজ্ঞ ক্রিকেটার। পিঠের চোট ভোগাচ্ছে বাংলাদেশ অধিনায়ককে। তবে ঠিক সময়ে সেরে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। আইসিসির অনলাইন সংবাদ সম্মেলনে চোট নিয়ে এক প্রশ্নের উত্তরে বলেছেন, ‘চোট থেকে ভালোভাবে সেরে উঠছি। প্রস্তুতি ম্যাচগুলো খেলা হয়নি। আশা করছি, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারব।’ 

এবারের বিশ্বকাপে বাংলাদেশ পাচ্ছে না তামিম ইকবালকে। অভিষেকের পর এই প্রথম কোনো বিশ্ব আসরে দলের সঙ্গে নেই অভিজ্ঞ এই ওপেনার। তবে তামিমের না থাকা তরুণদের সামনে সুযোগ হিসেবে দেখছেন মাহমুদউল্লাহ। বলেছেন, ‘তামিম লম্বা সময় ধরেই দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তামিমের না থাকাটা নাঈমের মতো তরুণদের জন্য বড় সুযোগ। এ ছাড়া লিটন দাস আছে। সৌম্য সরকারও আছে। আমার মনে হয়, এটা তরুণদের নিজেদের প্রমাণের মঞ্চ। তাদেরও দলের প্রয়োজনে এগিয়ে আসতে হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত