Ajker Patrika

বাংলাদেশকে ফলোঅন করাল না ভারত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১২: ৪৮
বাংলাদেশকে ফলোঅন করাল না ভারত

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন এক ঘণ্টার আগেই অলআউট হয়ে গেছে বাংলাদেশ। আগের দিনের ৮ উইকেটে নিয়ে ১৩৩ রানে ব্যাটিং শুরু করা বাংলাদেশ বেশি দূর এগোতে পারেনি। আর ১৭ রান যোগ করে শেষ ২ উইকেট হারিয়েছে স্বাগতিকেরা। ভারতের প্রথম ইনিংসের চেয়ে বাংলাদেশ পিছিয়ে আছে ২৫৪ রানে।

ইবাদত হোসেনকে তুলে নিয়ে দিনের প্রথম উইকেটটি কুলদীপ যাদবের। এই লেগ স্পিনারের এটি ষষ্ঠ উইকেট। ইবাদতের ৩৭ বলের ইনিংস থামে ১৭ রানে। ইবাদত ফেরার পর খালেদ আহমেদকে নিয়ে আর ৫ রানে যোগ করেন মেহেদী হাসান মিরাজ। ৮২ বলে ২৫ রান করেন মিরাজ। অক্ষর প্যাটেলকে উড়িয়ে মারতে চেয়েছিলেন মিরাজ। তবে বলের নাগাল না পাওয়ায় উইকেটের পেছনে রিশাভ পান্তের স্টাম্পিংয়ের শিকার হন। মিরাজ ও ইবাদতের জুটিতেই গতকাল দ্বিতীয় অলআউট থেকে বাঁচে বাংলাদেশ। 

ভারতের ৪০৪ রানের জবাবে ১৫০ রান করতে পেরেছে বাংলাদেশ। যদিও বাংলাদেশকে ফলোঅন না করিয়ে আবার ব্যাটিংয়ে নেমেছে সফরকারীরা। ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৩৬ রান তুলেছে ভারত। ২০ রান নিয়ে মধ্যহ্নভোজের বিরতিতে গেছেন লোকেশ রাহুল। তাঁর সঙ্গী আরেক ওপেনার শুভমান গিল ১৫ রান নিয়ে দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নামবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত