Ajker Patrika

সাকিবকে ফেরানো সিরাজের ক্যাচ দেখে বিস্মিত গাভাস্কার-নেটিজেনরা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ০২
সাকিবকে ফেরানো সিরাজের ক্যাচ দেখে বিস্মিত গাভাস্কার-নেটিজেনরা

ধারাভাষ্যকক্ষে তখন সুনীল গাভাস্কার। মোহাম্মদ সিরাজ পেছনে লাফিয়ে সাকিব আল হাসানের ক্যাচ এক হাতে তালুবন্দী করতেই বিস্ময়ের সঙ্গে ভারতের ব্যাটিং কিংবদন্তি বলে উঠলেন, ‘বিস্ময়কর!’ 

সিরাজের এই ক্যাচকে বিস্ময়কর না বলে উপায় নেই। এমনভাবে পেছনে ঝাঁপিয়ে ক্যাচ নেওয়া খুবই কঠিন। আজ কানপুর টেস্টের চতুর্থ দিনের সকালে নিজের প্রথম ওভার করতে রবিচন্দ্রন অশ্বিনের বলে বল উড়িয়ে মারতে চেয়েছিলেন সাকিব। কিন্তু বল উঠে যায় অনেক ওপরে। 

বল ওপরে উঠলেও ক্যাচ নেওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল মিড-অফ বৃত্তে থাকা সিরাজের। তবে অবিশ্বাস্যভাবে বাঁ হাতে ক্যাচটি নেন ভারতীয় পেসার। চোখে সানগ্লাস থাকায় সূর্যের কিরণ থেকে বাঁচিয়ে চোখ বলে নিবদ্ধ করতে পারেন তিনি। গত দুই দিনে বৃষ্টির কারণে খেলা না হলেও আজ কানপুরে ছিল রৌদ্রকরোজ্জ্বল দিন। এমন রোদের মধ্যে ‘আন অর্থোডক্স’ জায়গা থেকে ক্যাচটি নিয়ে প্রশংসায় ভাসছেন সিরাজ। 

ক্রিকেট মাঠে এমন অপ্রচল ক্যাচটি নেওয়ায় নেটিজেনরাও প্রশংসায় ভাসাচ্ছেন সিরাজকে। ক্রিকেটের নিয়ে নিয়মিত পোস্ট করা মুফাদ্দল ভোহরা নামে একজন তাঁর অফিশিয়াল এক্স পোস্টে লিখেছেন, ‘এটা সিরাজের নেক্সট লেভেলের ক্যাচ।’ তনুজ সিং নামে আরেকজনের পোস্ট, ‘দ্য মোহাম্মদ সিরাজ ক্যাচ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত