Ajker Patrika

সাকিবকে ফেরানো সিরাজের ক্যাচ দেখে বিস্মিত গাভাস্কার-নেটিজেনরা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ০২
সাকিবকে ফেরানো সিরাজের ক্যাচ দেখে বিস্মিত গাভাস্কার-নেটিজেনরা

ধারাভাষ্যকক্ষে তখন সুনীল গাভাস্কার। মোহাম্মদ সিরাজ পেছনে লাফিয়ে সাকিব আল হাসানের ক্যাচ এক হাতে তালুবন্দী করতেই বিস্ময়ের সঙ্গে ভারতের ব্যাটিং কিংবদন্তি বলে উঠলেন, ‘বিস্ময়কর!’ 

সিরাজের এই ক্যাচকে বিস্ময়কর না বলে উপায় নেই। এমনভাবে পেছনে ঝাঁপিয়ে ক্যাচ নেওয়া খুবই কঠিন। আজ কানপুর টেস্টের চতুর্থ দিনের সকালে নিজের প্রথম ওভার করতে রবিচন্দ্রন অশ্বিনের বলে বল উড়িয়ে মারতে চেয়েছিলেন সাকিব। কিন্তু বল উঠে যায় অনেক ওপরে। 

বল ওপরে উঠলেও ক্যাচ নেওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল মিড-অফ বৃত্তে থাকা সিরাজের। তবে অবিশ্বাস্যভাবে বাঁ হাতে ক্যাচটি নেন ভারতীয় পেসার। চোখে সানগ্লাস থাকায় সূর্যের কিরণ থেকে বাঁচিয়ে চোখ বলে নিবদ্ধ করতে পারেন তিনি। গত দুই দিনে বৃষ্টির কারণে খেলা না হলেও আজ কানপুরে ছিল রৌদ্রকরোজ্জ্বল দিন। এমন রোদের মধ্যে ‘আন অর্থোডক্স’ জায়গা থেকে ক্যাচটি নিয়ে প্রশংসায় ভাসছেন সিরাজ। 

ক্রিকেট মাঠে এমন অপ্রচল ক্যাচটি নেওয়ায় নেটিজেনরাও প্রশংসায় ভাসাচ্ছেন সিরাজকে। ক্রিকেটের নিয়ে নিয়মিত পোস্ট করা মুফাদ্দল ভোহরা নামে একজন তাঁর অফিশিয়াল এক্স পোস্টে লিখেছেন, ‘এটা সিরাজের নেক্সট লেভেলের ক্যাচ।’ তনুজ সিং নামে আরেকজনের পোস্ট, ‘দ্য মোহাম্মদ সিরাজ ক্যাচ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবনের শেষ ইচ্ছার কথা ফেসবুকে প্রকাশ, বাস্তবেও ঘটল তাই

সাংবাদিকদের ন্যূনতম বেতন নবম গ্রেডের কাছাকাছি করা হচ্ছে: উপদেষ্টা মাহফুজ

মালিকানা না, শুধু লাইসেন্সিং অপারেটর নিয়োগ: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

ট্রাম্প-সি বৈঠকের আগে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তির রূপরেখা চূড়ান্ত

৩০০ আসনেই প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে বামপন্থীরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ