ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের সিরিজে ফেরার লড়াই, আফগানদের সিরিজ জেতার আশা—আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেকে একবাক্যে এভাবেই দেখানো যায়। শারজায় গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
জেতার মতো অবস্থানে থেকেও প্রথম ওয়ানডে হেরে যাওয়ায় চাপের মধ্যে বাংলাদেশ। আর প্রথম ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আফগানরা। তাই মানসিকভাবে এগিয়ে থেকেই ম্যাচ শুরু করবেন রশিদ খানরা। তবে চাপের মধ্যেও ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে রাতে ব্যাটিং করতে বেশ হাঁসফাঁস করেছেন বাংলাদেশের ব্যাটাররা। দ্বিতীয় ওয়ানডেতে তাই টস জিতে ব্যাটিং নিতে ভুল করেননি শান্ত।
তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ গড়েছে বাংলাদেশ। স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন নাসুম আহমেদ। নাসুম দলে ফিরেছেন প্রায় এক বছর পর। গত বছর বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন এই বাঁহাতি স্পিনার। ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে প্রথম ম্যাচের পরে যোগ দিয়েছেন তিনি।
দুই বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলামের সঙ্গে পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ। প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করেছেন তাঁরা। বাঁ হাতে আঙুলের চোটে ছিটকে যাওয়া মুশফিকুর রহিমের জায়গায় ওয়ানডে অভিষেক হচ্ছে জাকের আলী অনিকের।
বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন থাকলেও আফগানরা আগের একাদশ নিয়েই খেলছে। একাদশে স্বীকৃত চার স্পিনার রেখেছে তারা। দুই স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নবী, রশিদ খানের সঙ্গে স্পিনে থাকছেন আল্লাহ মোহাম্মদ গজানফার, নাঙ্গেলিয়া খারোটে। বাঁহাতি পেসার ফজলহক ফারুকির সঙ্গে আছেন দুই পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই ও গুলবদিন নাইব।
বাংলাদেশের সিরিজে ফেরার লড়াই, আফগানদের সিরিজ জেতার আশা—আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেকে একবাক্যে এভাবেই দেখানো যায়। শারজায় গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
জেতার মতো অবস্থানে থেকেও প্রথম ওয়ানডে হেরে যাওয়ায় চাপের মধ্যে বাংলাদেশ। আর প্রথম ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আফগানরা। তাই মানসিকভাবে এগিয়ে থেকেই ম্যাচ শুরু করবেন রশিদ খানরা। তবে চাপের মধ্যেও ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে রাতে ব্যাটিং করতে বেশ হাঁসফাঁস করেছেন বাংলাদেশের ব্যাটাররা। দ্বিতীয় ওয়ানডেতে তাই টস জিতে ব্যাটিং নিতে ভুল করেননি শান্ত।
তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ গড়েছে বাংলাদেশ। স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন নাসুম আহমেদ। নাসুম দলে ফিরেছেন প্রায় এক বছর পর। গত বছর বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন এই বাঁহাতি স্পিনার। ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে প্রথম ম্যাচের পরে যোগ দিয়েছেন তিনি।
দুই বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলামের সঙ্গে পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ। প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করেছেন তাঁরা। বাঁ হাতে আঙুলের চোটে ছিটকে যাওয়া মুশফিকুর রহিমের জায়গায় ওয়ানডে অভিষেক হচ্ছে জাকের আলী অনিকের।
বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন থাকলেও আফগানরা আগের একাদশ নিয়েই খেলছে। একাদশে স্বীকৃত চার স্পিনার রেখেছে তারা। দুই স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নবী, রশিদ খানের সঙ্গে স্পিনে থাকছেন আল্লাহ মোহাম্মদ গজানফার, নাঙ্গেলিয়া খারোটে। বাঁহাতি পেসার ফজলহক ফারুকির সঙ্গে আছেন দুই পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই ও গুলবদিন নাইব।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে পরশু রাতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সর্বোচ্চ উইকেটশিকারীর স্বীকৃতিস্বরূপ ফজল মাহমুদ টুপি পরেছিলেন রিশাদ হোসেন। কিন্তু শীর্ষস্থানে ২৪ ঘণ্টাও থাকতে পারলেন না রিশাদ। বাংলাদেশি লেগ স্পিনারকে টপকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।
৩৭ মিনিট আগেভিলা বেলমিরো মাঠে নেইমার ঠায় বসে রইলেন। চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট। হবে না-ই বা কেন! চোটের যন্ত্রণায় কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন ব্রাজিলের এই ফুটবলার। ম্যাচের অর্ধেক সময়ও তিনি খেলতে পারেননি।
১ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার অর্ধেক কাজ প্রথম লেগেই সেরে রাখে আর্সেনাল। রিয়াল মাদ্রিদকে তখন হারিয়েছিল ৩-০ গোলে। কিন্তু দ্বিতীয় লেগের ম্যাচটা যখন রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে, তখন আগে থেকেই ম্যাচের ফল বলে দেওয়া কঠিন।
২ ঘণ্টা আগেপ্রত্যাবর্তনের গল্প রিয়াল মাদ্রিদের চেয়ে আর কোন দল সুন্দর করে লিখতে পারে? এটা রীতিমতো গবেষণার ব্যাপার। তবে এবার আর ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে পারল না রিয়াল। যে চ্যাম্পিয়নস লিগ তাদের এক রকম সম্পত্তি হয়ে গেছে, সেই টুর্নামেন্ট থেকেই এবার কোয়ার্টার ফাইনালেই বেজে গেল বিদায়ঘণ্টা।
৩ ঘণ্টা আগে