এলাম, দেখলাম এবং জয় করলাম- স্যাম কারানের কাছে ব্যাপারটা যেন এমনই। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপই কারানের প্রথম বিশ্বকাপ এবং এই বিশ্বকাপেই করলেন বাজিমাত। একই সঙ্গে ফাইনালসেরা এবং টুর্নামেন্টসেরা হলেন ইংল্যান্ডের এই বাঁহাতি পেসার।
আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) ফাইনালে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন কারান। ৪ ওভার বোলিং করে ১২ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট।বৈচিত্র্যময় বোলিং করে পাকিস্তানি ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন কারান। যদিও কারান মনে করেন, তিনি ফাইনাল সেরার যোগ্য নন। বরং পুরষ্কার পাওয়া উচিত বেন স্টোকসের। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কারান বলেন, ‘আমি মনে করি না এই পুরস্কার আমার পাওয়া উচিত। স্টোকস অসাধারণ খেলেছে।’
ফাইনাল তে বটেই, পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত বোলিং করেছেন কারান। ৬ ম্যাচ খেলে নিয়েছেন ১৩ উইকেট। বোলিং গড় ১১.৩৮ এবং ইকোনমি ৬.৫৮। ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে প্রতিপক্ষের রান আটকে রেখেছেন বেশ দারুণভাবেই। টুর্নামেন্টসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।
বিশ্বকাপের ম্যান অব দ্যা ফাইনাল:
১। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইরফান পাঠান (ভারত): ৪-০-১৬-৩; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা
২। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ: শহিদ আফ্রিদি (পাকিস্তান):৪০ বলে ৫৪* রান এবং ৪-০-২০-১; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা: ভেন্যু: লর্ডস, ইংল্যান্ড
৩। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ: ক্রেগ কিসওয়েটার (ইংল্যান্ড): ৪৯ বলে ৬৩ রান; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া;
৪। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ: মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ)): ৫৬ বলে ৭৮ রান ও ৪-০-১৫-১;প্রতিপক্ষ: শ্রীলঙ্কা: ভেন্যু: কলম্বো, শ্রীলঙ্কা।
৫। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ: কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা): ৩৫ বলে ৫২* রান; প্রতিপক্ষ: ভারত; ভেন্যু: মিরপুর, বাংলাদেশ
৬। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ: মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ): ৬৬ বলে ৮৫ রান; প্রতিপক্ষ: ইংল্যান্ড; ভেন্যু: ইডেন গার্ডেন্স, ভারত
৭। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ: মিচেল মার্শ (অস্ট্রেলিয়া): ৫০ বলে ৭৭* রান; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; ভেন্যু: দুবাই, সংযুক্ত আরব আমিরাত
৮। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ: স্যাম কারান (ইংল্যান্ড): ৪-০-১৬-৩; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)
বিশ্বকাপের ম্যান অব দ্যা টুর্নামেন্ট:
১। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ: শহিদ আফ্রিদি (পাকিস্তান):৯১ রান ও ১২ উইকেট
২। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ: তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা): ৩১৭ রান
৩। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ: কেভিন পিটারসেন (ইংল্যান্ড):২৪৮ রান
৪। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ: শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া): ২৪৯ রান ও ১১ উইকেট
৫। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ: বিরাট কোহলি (ভারত): ৩১৯ রান
৬। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ: বিরাট কোহলি (ভারত): ২৭৩ রান ও ১ উইকেট
৭। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া): ২৮৯ রান
৮। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ: স্যাম কারান (ইংল্যান্ড):১৩ উইকেট
এলাম, দেখলাম এবং জয় করলাম- স্যাম কারানের কাছে ব্যাপারটা যেন এমনই। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপই কারানের প্রথম বিশ্বকাপ এবং এই বিশ্বকাপেই করলেন বাজিমাত। একই সঙ্গে ফাইনালসেরা এবং টুর্নামেন্টসেরা হলেন ইংল্যান্ডের এই বাঁহাতি পেসার।
আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) ফাইনালে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন কারান। ৪ ওভার বোলিং করে ১২ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট।বৈচিত্র্যময় বোলিং করে পাকিস্তানি ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন কারান। যদিও কারান মনে করেন, তিনি ফাইনাল সেরার যোগ্য নন। বরং পুরষ্কার পাওয়া উচিত বেন স্টোকসের। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কারান বলেন, ‘আমি মনে করি না এই পুরস্কার আমার পাওয়া উচিত। স্টোকস অসাধারণ খেলেছে।’
ফাইনাল তে বটেই, পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত বোলিং করেছেন কারান। ৬ ম্যাচ খেলে নিয়েছেন ১৩ উইকেট। বোলিং গড় ১১.৩৮ এবং ইকোনমি ৬.৫৮। ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে প্রতিপক্ষের রান আটকে রেখেছেন বেশ দারুণভাবেই। টুর্নামেন্টসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।
বিশ্বকাপের ম্যান অব দ্যা ফাইনাল:
১। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইরফান পাঠান (ভারত): ৪-০-১৬-৩; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা
২। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ: শহিদ আফ্রিদি (পাকিস্তান):৪০ বলে ৫৪* রান এবং ৪-০-২০-১; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা: ভেন্যু: লর্ডস, ইংল্যান্ড
৩। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ: ক্রেগ কিসওয়েটার (ইংল্যান্ড): ৪৯ বলে ৬৩ রান; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া;
৪। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ: মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ)): ৫৬ বলে ৭৮ রান ও ৪-০-১৫-১;প্রতিপক্ষ: শ্রীলঙ্কা: ভেন্যু: কলম্বো, শ্রীলঙ্কা।
৫। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ: কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা): ৩৫ বলে ৫২* রান; প্রতিপক্ষ: ভারত; ভেন্যু: মিরপুর, বাংলাদেশ
৬। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ: মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ): ৬৬ বলে ৮৫ রান; প্রতিপক্ষ: ইংল্যান্ড; ভেন্যু: ইডেন গার্ডেন্স, ভারত
৭। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ: মিচেল মার্শ (অস্ট্রেলিয়া): ৫০ বলে ৭৭* রান; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; ভেন্যু: দুবাই, সংযুক্ত আরব আমিরাত
৮। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ: স্যাম কারান (ইংল্যান্ড): ৪-০-১৬-৩; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)
বিশ্বকাপের ম্যান অব দ্যা টুর্নামেন্ট:
১। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ: শহিদ আফ্রিদি (পাকিস্তান):৯১ রান ও ১২ উইকেট
২। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ: তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা): ৩১৭ রান
৩। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ: কেভিন পিটারসেন (ইংল্যান্ড):২৪৮ রান
৪। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ: শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া): ২৪৯ রান ও ১১ উইকেট
৫। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ: বিরাট কোহলি (ভারত): ৩১৯ রান
৬। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ: বিরাট কোহলি (ভারত): ২৭৩ রান ও ১ উইকেট
৭। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া): ২৮৯ রান
৮। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ: স্যাম কারান (ইংল্যান্ড):১৩ উইকেট
এশিয়া কাপ ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দলের নেতৃত্বে আছেন নিয়মিত অধিনায়ক রশিদ খান। তবে বাদ পড়েছেন মুজিব-উর রহমান ও নাজিবউল্লাহ জাদরানের মতো তারকা ক্রিকেটাররা।
৯ ঘণ্টা আগেউইম্বলডনের সেমিফাইনালে ইয়ানিক সিনারের কাছে পরাজিত হওয়ার পর এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি নোভাক জোকোভিচ। এ সপ্তাহে শুরু হতে যাওয়া এটিপি সিনসিনাটি মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ৩৮ বছর বয়সী এই সার্বিয়ান তারকা। টুর্নামেন্ট কমিটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
১০ ঘণ্টা আগেম্যাচসেরার পুরস্কার হিসেবে সাধারণত ট্রফি কিংবা অর্থ দেওয়া হয় বেশির ভাগ সময়। কিন্তু ডেনমার্কের প্রথম বিভাগ ফুটবল লিগে ঘটল এক অদ্ভুত এক ঘটনা। ম্যাচসেরা হয়ে ফরাসি ফুটবলার মাক্সিম সুলাস পেলেন ৫৫ কেজি আলু। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
১০ ঘণ্টা আগেটি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে একই সঙ্গে ক্রিকেটের এই সংস্করণ ছাড়ার ঘোষণা দেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। কয়েক দিন আগে-পরে এ বছর টেস্ট সংস্করণকে বিদায়ের ঘোষণা দেন তাঁরা। তবে ওয়ানডে ক্যারিয়ার তাঁরা জিইয়ে রেখেছেন এই আশায়—২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলেই ক্যারিয়ারের ইতি টানবেন!
১১ ঘণ্টা আগে