শিরোপার কাছাকাছি গিয়ে না ছোঁয়ার আক্ষেপ-ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে এটা ছিল ‘অলিখিত’ এক নিয়ম। পাঁচবার সিপিএল ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হওয়া হয়নি গায়ানার। অবশেষে আজ সে গেরো খুলতে পেরেছে গায়ানা। ত্রিনবাগো নাইট রাইডার্সকে উড়িয়ে ২০২৩ এর সিপিএল চ্যাম্পিয়ন হয়ে যায় গায়ানা।
গায়ানার কাছে লক্ষ্যটা অবশ্য ছিল মাত্র ৯৫ রানের। এই কম রান করে চ্যাম্পিয়ন হতে হলে নাইট রাইডার্সকে অবিশ্বাস্য কিছু করতেই হতো। ত্রিনবাগো শুরুতেই উইকেট পেয়ে গিয়েছিল। তৃতীয় ওভারের তৃতীয় বলে আকিল হোসেনকে তুলে মারতে যান গায়ানা ওপেনার কিমো পল। মিড অফে সহজ ক্যাচ ধরেছেন নাইট রাইডার্স অধিনায়ক কাইরন পোলার্ড। ১১ বলে ২ চারে ১১ রান করেছেন পল। ২.৩ ওভারে গায়ানার স্কোর ১ উইকেটে ১৫ রান।
গায়ানা অবশ্য শুরুর দিকে ধীর গতিতেই ব্যাটিং করছিল। ৬ ওভার শেষে ১ উইকেটে ২৯ রান করে তারা। যা প্রথম পাওয়ারপ্লেতে এবারের সিপিএলে গায়ানার সর্বনিম্ন স্কোর। এরপর ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসতে থাকে গায়ানা। সপ্তম ওভারে ওয়াকার সালামখেইলের ওভার থেকে নিয়েছে ১৩ রান। যেখানে গায়ানার ওপেনার সাইম আইয়ুব দুটো ছক্কা মারেন। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা শাই হোপকে নিয়ে সাবলীলভাবেই এগোতে থাকেন আইয়ুব।
আইয়ুব সবচেয়ে বেশি ঝড় তুলেছেন ১৪ তম ওভারে। আলি খানের করা ওভারের প্রথম বল থেকে সিঙ্গেল নেন হোপ। এরপর দ্বিতীয় বলে দুই রান করেছেন আইয়ুব। তৃতীয় বল বোলারের মাথার ওপর দিয়ে সোজা ছক্কা মারেন আইয়ুব। চতুর্থ বল ডট দিয়ে পঞ্চম বল ফাইন লেগ দিয়ে চার মারেন এই বাঁহাতি ওপেনার। আর ওভারের শেষ বলে ছক্কা মেরে ‘এক ঢিলে দুই পাখি মারেন’ আইয়ুব। ৩৬ বল হাতে রেখে ৯ উইকেটের জয়ে গায়ানাকে প্রথমবারের মতো সিপিএল শিরোপা এনে দিয়েছেন। পাশাপাশি ফিফটিও করেছেন এই বাঁহাতি ব্যাটার। ৪১ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫২ রান করে অপরাজিত থাকেন তিনি।
এর আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন গায়ানা অধিনায়ক ইমরান তাহির। প্রথমে ব্যাটিং পাওয়া নাইট রাইডার্স পুরো ২০ ওভার ব্যাটিং করা তো দূরে থাক, ১০০ রানও করতে পারেনি। ১৮.১ ওভারে ৯৪ রানে অলআউট হয়ে যায় নাইট রাইডার্স। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন কিসি কার্টি। গায়ানার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ডোয়েইন প্রিটোরিয়াস। ম্যান অব দ্য ফাইনালও হয়েছেন তিনি।
শিরোপার কাছাকাছি গিয়ে না ছোঁয়ার আক্ষেপ-ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে এটা ছিল ‘অলিখিত’ এক নিয়ম। পাঁচবার সিপিএল ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হওয়া হয়নি গায়ানার। অবশেষে আজ সে গেরো খুলতে পেরেছে গায়ানা। ত্রিনবাগো নাইট রাইডার্সকে উড়িয়ে ২০২৩ এর সিপিএল চ্যাম্পিয়ন হয়ে যায় গায়ানা।
গায়ানার কাছে লক্ষ্যটা অবশ্য ছিল মাত্র ৯৫ রানের। এই কম রান করে চ্যাম্পিয়ন হতে হলে নাইট রাইডার্সকে অবিশ্বাস্য কিছু করতেই হতো। ত্রিনবাগো শুরুতেই উইকেট পেয়ে গিয়েছিল। তৃতীয় ওভারের তৃতীয় বলে আকিল হোসেনকে তুলে মারতে যান গায়ানা ওপেনার কিমো পল। মিড অফে সহজ ক্যাচ ধরেছেন নাইট রাইডার্স অধিনায়ক কাইরন পোলার্ড। ১১ বলে ২ চারে ১১ রান করেছেন পল। ২.৩ ওভারে গায়ানার স্কোর ১ উইকেটে ১৫ রান।
গায়ানা অবশ্য শুরুর দিকে ধীর গতিতেই ব্যাটিং করছিল। ৬ ওভার শেষে ১ উইকেটে ২৯ রান করে তারা। যা প্রথম পাওয়ারপ্লেতে এবারের সিপিএলে গায়ানার সর্বনিম্ন স্কোর। এরপর ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসতে থাকে গায়ানা। সপ্তম ওভারে ওয়াকার সালামখেইলের ওভার থেকে নিয়েছে ১৩ রান। যেখানে গায়ানার ওপেনার সাইম আইয়ুব দুটো ছক্কা মারেন। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা শাই হোপকে নিয়ে সাবলীলভাবেই এগোতে থাকেন আইয়ুব।
আইয়ুব সবচেয়ে বেশি ঝড় তুলেছেন ১৪ তম ওভারে। আলি খানের করা ওভারের প্রথম বল থেকে সিঙ্গেল নেন হোপ। এরপর দ্বিতীয় বলে দুই রান করেছেন আইয়ুব। তৃতীয় বল বোলারের মাথার ওপর দিয়ে সোজা ছক্কা মারেন আইয়ুব। চতুর্থ বল ডট দিয়ে পঞ্চম বল ফাইন লেগ দিয়ে চার মারেন এই বাঁহাতি ওপেনার। আর ওভারের শেষ বলে ছক্কা মেরে ‘এক ঢিলে দুই পাখি মারেন’ আইয়ুব। ৩৬ বল হাতে রেখে ৯ উইকেটের জয়ে গায়ানাকে প্রথমবারের মতো সিপিএল শিরোপা এনে দিয়েছেন। পাশাপাশি ফিফটিও করেছেন এই বাঁহাতি ব্যাটার। ৪১ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫২ রান করে অপরাজিত থাকেন তিনি।
এর আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন গায়ানা অধিনায়ক ইমরান তাহির। প্রথমে ব্যাটিং পাওয়া নাইট রাইডার্স পুরো ২০ ওভার ব্যাটিং করা তো দূরে থাক, ১০০ রানও করতে পারেনি। ১৮.১ ওভারে ৯৪ রানে অলআউট হয়ে যায় নাইট রাইডার্স। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন কিসি কার্টি। গায়ানার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ডোয়েইন প্রিটোরিয়াস। ম্যান অব দ্য ফাইনালও হয়েছেন তিনি।
বেশ নাটকীয়তার পর এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়। তবে এই টুর্নামেন্ট নিয়ে এখনো শেষ হয়নি জটিলতা। এবার খেলা সম্প্রচার নিয়ে পাকিস্তানের ওপর চাপ তৈরি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর চাপ তৈরি করেছে প্রতিযোগিতার সম্প্রচারকারী সংস্থা সনি স্পোর্টস নেটওয়ার্ক। এশিয়া কাপ সম্প্রচার করবে চ্যানেলটি।
১ ঘণ্টা আগেইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তিটা এই বছরের ডিসেম্বর পর্যন্ত। গুঞ্জন আছে, ২০২৮ পর্যন্ত নতুন চুক্তি করবেন তিনি। আবার এটাও শোনা যাচ্ছে নতুন ক্লাবে যেতে পারেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তবে মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো প্রত্যাশা মেসি কোথাও যাবেন না।
২ ঘণ্টা আগেবিশ্ব অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়শিপে টাইমিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে পুলে নামেন বাংলাদেশি সাঁতারুরা। অ্যানি আক্তার মেয়েদের ১০০ মিটার ফ্রি স্ট্রাইলে ক্যারিয়ারসেরা টাইমিং করলেও আজ হতাশ করেন ৫০ মিটার ফ্রিস্টাইলে।
৩ ঘণ্টা আগেফরাসি প্রসিকিউটররা প্যারিস সেন্ট-জার্মেইয়ের তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বিচার শুরু করার আহ্বান জানিয়েছেন। ২০২৩ সালে এক নারী তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। তবে মরক্কোর এই ডিফেন্ডার অভিযোগটি অস্বীকার করেছেন।
৪ ঘণ্টা আগে