Ajker Patrika

আফগানদের নেতৃত্ব ছাড়লেন নবী

ক্রীড়া ডেস্ক
আফগানদের নেতৃত্ব ছাড়লেন নবী

অ্যাডিলেডে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ৪ রানে হেরেছে আফগানিস্তান। এই হারের পরপরই আফগানদের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ নবী। শুক্রবার সামাজিক মাধ্যমে এই ঘোষণা দেন তিনি।

মূলত টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক কমিটির সঙ্গে মতের অমিলের কারণে অধিনায়কত্ব ছাড়লেন নবী। নিজের অফিশিয়াল টুইটার পেজে তিনি লেখেন, ‘আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে এমন ফল আমাদের সমর্থকেরা আশা করেনি। ম্যাচগুলোর ফল নিয়ে আপনারা যেমন হতাশ, তেমনি আমরাও। 

গত এক বছর ধরে আমাদের দলের প্রস্তুতি এমন পর্যায়ে ছিল না যা একজন অধিনায়ক চায় বা এক বড় টুর্নামেন্টের জন্য জরুরি। এর সঙ্গে আমাদের গত হওয়া কিছু সফরে টিম ম্যানেজমেন্ট, নির্বাচক কমিটি ও আমি একভাবে ভাবিনি যা দলের ভারসাম্যে প্রভাব ফেলেছে। 

এই কারণে, সবার প্রতি সম্মান রেখেই আমি অনতিবিলম্বে দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছি। আমি খেলোয়াড় হয়ে দেশের জন্য খেলে যাব যখন ম্যানেজমেন্ট ও দলের আমার প্রয়োজন পড়বে। 

আমি সবাইকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাতে চাই যারা বৃষ্টিতে ম্যাচ বাধাগ্রস্ত হওয়ার পরেও মাঠে এসেছিলেন, যারা আমাদের বিশ্বজুড়ে সমর্থন করেছেন। আপনাদের ভালোবাসা আমাদের জন্য অনেক কিছু, আফগানিস্তান দীর্ঘজীবী হোক।

শুভকামনার সঙ্গে, 
মোহাম্মদ নবী’

গত আমিরাত বিশ্বকাপের আগে রশিদ খান আকস্মিক নেতৃত্ব ছাড়ার পর দায়িত্ব দেওয়া হয় নবীকে। এই মেয়াদে তাঁর নেতৃত্বে ২৩ ম্যাচের ১০ টিতে জয় পেয়েছে আফগানিস্তান। এই বিশ্বকাপে অবশ্য হাসেনি নবীর ব্যাট। যে তিন ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন তার মধ্যে কেবল একবার দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন তিনি। ব্রিসবেনে শ্রীলঙ্কার বিপক্ষে করেন ১৩ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত