Ajker Patrika

বিপজ্জনক পেস আক্রমণ নিয়ে বাংলাদেশ সিরিজের দল উইন্ডিজের

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১২: ৩৮
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য শক্তিশালী দল করেছে ওয়েস্ট ইন্ডিজের। ছবি: এএফপি
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য শক্তিশালী দল করেছে ওয়েস্ট ইন্ডিজের। ছবি: এএফপি

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চোটের কারণে ১৫ সদস্যের দলে সুযোগ হয়নি অভিজ্ঞ জেসন হোল্ডারের। তবু নিজেদের মাঠে বিপজ্জনক পেস আক্রমণ নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করবে স্বাগতিকেরা।

ওয়েস্ট ইন্ডিজ দলে রেখেছে পাঁচ পেসার। অভিজ্ঞ কেমার রোচের সঙ্গে আছেন আলজারি জোসোফ ও জেডেন সিলসের মতো দুই পেসার। সঙ্গে দুই উদীয়মান পেসার শামার জোসেফ ও অ্যান্ডারসন ফিলিপকেও রাখা হয়েছে দলে। এই পাঁচ পেসার ছাড়াও দলে ফেরানো হয়েছে পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভসকে। খুবই স্পষ্ট, এই সফরে বাংলাদেশের ব্যাটারদের কঠিন পরীক্ষা নিতে চায় উইন্ডিজের পেস বোলিং তোপ।

হোল্ডার না থাকায় দলে ফেরানো হয়েছে গ্রিভসকে। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে দুটি টেস্ট খেলেছেন ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার। সম্প্রতি ঘরোয়া সুপার ফিফটি কাপে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করেছেন তিনি। এর মধ্যে ১১১ ও ১৫১ রান করে দুই ইনিংসে ছিলেন অপরাজিত। এই বছরের জানুয়ারিতে সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্টে খেলেছেন গ্রিভস।

গত আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজের দল থেকে হোল্ডার ছাড়াও বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটি। তার জায়গায় ফিরেছেন অফ স্পিনিং অলরাউন্ডার কেভিন সিনক্লেয়ার। এ বছরই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে দুটি টেস্ট খেলেছেন সিনক্লেয়ার। বাংলাদেশের বাঁহাতি ব্যাটারদের ভাবনায় রেখেই হয়তো ফেরানো হয়েছে ২৪ বছর বয়সী অফ স্পিনিং অলরাউন্ডারকে।

স্পিন আক্রমণে আছেন বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকানও। বাংলাদেশের বিপক্ষে বেশ সফল তিনিও, চার টেস্ট খেলে নিয়েছেন ১৮ উইকেট।

ব্যাটিং লাইন আপে তেমন পরিবর্তন নেই। অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটের সঙ্গে সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে জশুয়া দা সিলভাকে। আলিক আথানেজ ও কেসি কার্টিরা আছেন ব্যাটিং অর্ডারে। আগামী শুক্রবার অ্যান্টিগা টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দুই টেস্টের সিরিজ। ৩০ নভেম্বর জামাইকায় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের মাঠে সবশেষ টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ দল। ২ টেস্টের সিরিজে সেবার ধবলধোলাই হয়েছিল অতিথিরা। ১৫ বছর ধরে উইন্ডিজের মাঠে টেস্ট জিততে পারেনি। সবশেষ ২০০৯ সালে ২-০ ব্যবধানে স্বাগতিকদের ধবলধোলাই করেছিল বাংলাদেশ দল।

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জশুয়া দা সিলভা (সহ-অধিনায়ক), আলিক আথানেজ, কেসি কার্টি, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, টেভিন ইমলাখ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুই, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জেডেন সিলস, কেভিন সিনক্লেয়ার ও জোমেল ওয়ারিকান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণ শোধ না করে মরলে উল্টো ১০ হাজার দেব—পরদিন গৃহবধূর ঝুলন্ত লাশ

নেছারাবাদে জামায়াতের ফরম পূরণ আওয়ামী লীগ নেতার

আমেরিকার বিরুদ্ধে লড়তে ৩০ লাখের হাতে অস্ত্র, ৪৫ লাখকে গেরিলা প্রশিক্ষণ দিচ্ছেন মাদুরো

নির্বাচনে মধ্যপন্থীদের জয়, প্রথম সমকামী প্রধানমন্ত্রী পাচ্ছে নেদারল্যান্ডস

স্থলমাইন বিস্ফোরণে দুই পা উড়ে যাওয়া সেই বিজিবি সদস্য মারা গেছেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ