২০২৪ জিম আফ্রো টি-টেনের ড্রাফটের আগেই দল পেয়ে যান রিশাদ হোসেন। এবারের টুর্নামেন্টে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে খেলতে যাচ্ছেন এনামুল হক বিজয়ও। জিম্বাবুয়ের টি-টেন টুর্নামেন্টের ড্রাফট থেকে নেওয়া হয়েছে বিজয়কে। যে ফ্র্যাঞ্চাইজি বিজয়কে নিয়েছে, সেখানেই গতবার খেলেছিলেন তাসকিন আহমেদ।
জিম আফ্রো টি-টেনের ড্রাফট হয়েছে গত রাতে। বিজয়কে ড্রাফট থেকে নিয়েছে বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্স। ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ড্রাফট থেকে নেওয়া খেলোয়াড়দের তালিকা আজ সকালে প্রকাশ করেছে। বিজয়ের পাশাপাশি বুলাওয়ে ব্রেভস ড্রাফটে নিয়েছে জিম্বাবুয়ের রিচার্ড এনগ্রাভা, ওয়েলিংটন মাসাকাদজা, শ্রীলঙ্কার আকিলা ধনাঞ্জয়া, ইংল্যান্ডের লরি ইভান্স—এসব টি-টোয়েন্টি তারকাদের। তাসকিন গত বছর খেলেছিলেন বুলাওয়ের হয়ে। তখন ফ্র্যাঞ্চাইজিটির নামের সঙ্গে জাগুয়ার্স শব্দটি ছিল না।
বিজয়ের বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্স ড্রাফটের আগেই নিয়েছে ডেভিড ওয়ার্নার-কার্লোস ব্রাথওয়েটের মতো টি-টোয়েন্টি বিশেষজ্ঞদের। গত বছর জিম আফ্রো টি-টেনের প্রথম মৌসুমে পাঁচ দল নিয়ে খেলা হলেও এবার দ্বিতীয় মৌসুমে খেলবে ৬ দল। রিশাদকে নিয়েছে হারারে বোল্টস। জিম আফ্রো টি–১০ লিগের দ্বিতীয় মৌসুম শুরু হচ্ছে ২১ সেপ্টেম্বর। শেষ হবে ২৯ সেপ্টেম্বর। বুলাওয়ে ব্রেভস, হারারে বোল্টস, কেপ টাউন স্যাম্প আর্মি, ডারবান উলভস, জোবার্গ বাংলা টাইগার্স, নিউইয়র্ক স্ট্রাইকার্স লাগোস-এই ৬ ফ্র্যাঞ্চাইজি খেলবে টি-টেনে।
জিম আফ্রো টি-টেনের প্রথম মৌসুমেও খেলেছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার। মুশফিক খেলেছিলেন জোবার্গ বাফালোর হয়ে। টুর্নামেন্টের প্রথম মৌসুমের শিরোপা ডারবান কালান্দার্স জিতেছিল জোবার্গ বাফালোকে হারিয়ে।
২০২৪ জিম আফ্রো টি-টেনের ড্রাফটের আগেই দল পেয়ে যান রিশাদ হোসেন। এবারের টুর্নামেন্টে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে খেলতে যাচ্ছেন এনামুল হক বিজয়ও। জিম্বাবুয়ের টি-টেন টুর্নামেন্টের ড্রাফট থেকে নেওয়া হয়েছে বিজয়কে। যে ফ্র্যাঞ্চাইজি বিজয়কে নিয়েছে, সেখানেই গতবার খেলেছিলেন তাসকিন আহমেদ।
জিম আফ্রো টি-টেনের ড্রাফট হয়েছে গত রাতে। বিজয়কে ড্রাফট থেকে নিয়েছে বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্স। ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ড্রাফট থেকে নেওয়া খেলোয়াড়দের তালিকা আজ সকালে প্রকাশ করেছে। বিজয়ের পাশাপাশি বুলাওয়ে ব্রেভস ড্রাফটে নিয়েছে জিম্বাবুয়ের রিচার্ড এনগ্রাভা, ওয়েলিংটন মাসাকাদজা, শ্রীলঙ্কার আকিলা ধনাঞ্জয়া, ইংল্যান্ডের লরি ইভান্স—এসব টি-টোয়েন্টি তারকাদের। তাসকিন গত বছর খেলেছিলেন বুলাওয়ের হয়ে। তখন ফ্র্যাঞ্চাইজিটির নামের সঙ্গে জাগুয়ার্স শব্দটি ছিল না।
বিজয়ের বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্স ড্রাফটের আগেই নিয়েছে ডেভিড ওয়ার্নার-কার্লোস ব্রাথওয়েটের মতো টি-টোয়েন্টি বিশেষজ্ঞদের। গত বছর জিম আফ্রো টি-টেনের প্রথম মৌসুমে পাঁচ দল নিয়ে খেলা হলেও এবার দ্বিতীয় মৌসুমে খেলবে ৬ দল। রিশাদকে নিয়েছে হারারে বোল্টস। জিম আফ্রো টি–১০ লিগের দ্বিতীয় মৌসুম শুরু হচ্ছে ২১ সেপ্টেম্বর। শেষ হবে ২৯ সেপ্টেম্বর। বুলাওয়ে ব্রেভস, হারারে বোল্টস, কেপ টাউন স্যাম্প আর্মি, ডারবান উলভস, জোবার্গ বাংলা টাইগার্স, নিউইয়র্ক স্ট্রাইকার্স লাগোস-এই ৬ ফ্র্যাঞ্চাইজি খেলবে টি-টেনে।
জিম আফ্রো টি-টেনের প্রথম মৌসুমেও খেলেছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার। মুশফিক খেলেছিলেন জোবার্গ বাফালোর হয়ে। টুর্নামেন্টের প্রথম মৌসুমের শিরোপা ডারবান কালান্দার্স জিতেছিল জোবার্গ বাফালোকে হারিয়ে।
ওয়েস্ট ইন্ডিজের সেই স্বর্ণালী যুগ এখন আর নেই। ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতেই কদিন আগে ক্যারিবীয়রা সিরিজ খুইয়েছে নেপালের কাছে। ক্রিকেটের অপর দুই সংস্করণ ওয়ানডে ও টেস্টে শুধু হতাশা আর হতাশা। হারিয়ে খুঁজতে থাকা ওয়েস্ট ইন্ডিজ দলকে অনুপ্রেরণা দিয়েছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
২৩ মিনিট আগেরেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছুটে চলেছেন আপন গতিতে। আল নাসর, পর্তুগালের জার্সিতে গোল করে চলছেন তিনি। তবে রোনালদোর রেকর্ড গড়ার রাতেও যে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারল না পর্তুগিজরা।
১ ঘণ্টা আগেএবারের নারী ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে পাকিস্তান। কিন্তু এখনো জয়ের দেখা পায়নি। আজ তারা নামবে টুর্নামেন্টে প্রথম জয়ের খোঁজে। কলম্বোতে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান।
১ ঘণ্টা আগেবেশি দিন আগের ঘটনা নয়। ৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আফগানিস্তানের পেসার বিলাল সামি লিখেছিলেন, ‘গট ম্যারিড’। কিন্তু সামি কি তখনো জানতেন, বিয়ের দুই সপ্তাহের মধ্যেই এমন কিছু করে ফেলবেন, যা নিয়ে আলাপ-আলোচনা হবে।
২ ঘণ্টা আগে