Ajker Patrika

বাংলাদেশ সিরিজের আগে ভারতীয় ক্রিকেটারকে চমকে দিলেন কোহলি

বাংলাদেশ সিরিজের আগে ভারতীয় ক্রিকেটারকে চমকে দিলেন কোহলি

ভারত তো বটেই, বিশ্বের অনেক ক্রিকেটার ‘আইডল’ মানেন বিরাট কোহলিকে। ভারতীয় এই ক্রিকেটারের অজস্র ভক্ত-সমর্থক রয়েছেন বিশ্বজুড়ে।  অটোগ্রাফসহ জার্সি, ব্যাট কোহলি প্রায় সময়ই উপহার দিয়ে থাকেন। এবার বাংলাদেশ সিরিজ শুরুর আগে আকাশ দীপকে বলতে গেলে চমকে দিয়েছেন কোহলি।

চেন্নাইয়ে পরশু  টেস্ট দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সিরিজ ।  প্রথম টেস্টের জন্য ভারতের ঘোষিত ১৬ সদস্যের দলে আছেন আকাশ। তরুণ এই ভারতীয় পেসারকে ব্যাট উপহার দিয়েছেন কোহলি। ভারতের তারকা ক্রিকেটারের থেকে এমন উপহার পেয়ে সেটা কি সবাই না জানালে চলবে? আকাশও বসে থাকেননি। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে উপহার পাওয়া ব্যাটের ছবি স্টোরিতে দিয়েছেন তিনি। ২৭ বছর বয়সী ভারতীয় এই ক্রিকেটার লিখেছেন, ‘ধন্যবাদ ভাইয়া বিরাট কোহলি।’ ব্যাকগ্রাউন্ডে মিউজিকও জুড়ে দিয়েছেন আকাশ।    

এর আগে কোহলির থেকে ২০২২ সালে জার্সি উপহার পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। সেবার বাংলাদেশে এসে ২ টেস্ট ও ৩ ওয়ানডে খেলেছিল ভারত। একই বছর কোহলির কাছ থেকে ব্যাট পেয়েছিলেন লিটন দাস। অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে ভারতের কাছে বাংলাদেশ হারলেও লিটনের প্রশংসা করেছিলেন কোহলি। 

লিটনের মতো রিংকু সিংকেও ব্যাট উপহার দিয়েছিলেন কোহলি। রিংকু, লিটনকে ব্যাট উপহার দেওয়ার কারণ না হয় বোঝা গেল। কিন্তু আকাশ তো পেসার। তাঁকে বলের পরিবর্তে ব্যাট উপহার দেওয়া অনেকটা চমক হয়েই এসেছে।   

আন্তর্জাতিক ক্রিকেটে আকাশের এখন পর্যন্ত একটা ম্যাচ খেলার সুযোগ হয়েছে। রাঁচিতে এ বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ৩ উইকেট নিয়েছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দলে থাকলেও একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। যেখানে ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে জানা গেছে,  একাদশে তিন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব খেলানোর চিন্তা করছেন রোহিত-গম্ভীর। বোলিং আক্রমণে তিন স্পিনারের পাশাপাশি দুই পেসার মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাকে খেলানোর পরিকল্পনা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত