ক্রীড়া ডেস্ক
বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে ভারত-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শেষ হচ্ছে ২০২৩ বিশ্বকাপের গ্রুপ পর্ব। এই ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য। কেননা, ভারতের বিপক্ষে নেদারল্যান্ডস জয় পেলে বাংলাদেশ খেলতে পারবে না চ্যাম্পিয়নস ট্রফি। প্রথম রাউন্ডের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
আগের ম্যাচের একাদশ নিয়েই আজ খেলতে নামছে ভারত। স্পিন আক্রমণে থাকছেন রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব, যার মধ্যে জাদেজা স্পিন বোলিং অলরাউন্ডার। পেস আক্রমণে থাকছেন মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা। রোহিত, শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদবের মতো তারকাখচিত ব্যাটাররা তো আছেনই।
অন্যদিকে নেদারল্যান্ডসও অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামছে। নেতৃত্ব ও উইকেটরক্ষকের দায়িত্ব দুটিই সামলাবেন স্কট এডওয়ার্ডস। স্পিন আক্রমণে থাকছেন রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও আরিয়ান দত্ত, যার মধ্যে মারউই স্পিন বোলিং অলরাউন্ডার। অন্যদিকে পেস আক্রমণে থাকছেন বাস ডি লিড, লোগান ফন বিক ও পল ফন মিকিরেন। যেখানে ডি লিড পেস বোলিং অলরাউন্ডার।
ভারতের একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা।
নেদারল্যান্ডসের একাদশ:
ওয়েসলি বারেসি, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারমান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাস ডি লিড, লোগান ফন বিক, তেজা নিদামানুরু, রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন।
বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে ভারত-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শেষ হচ্ছে ২০২৩ বিশ্বকাপের গ্রুপ পর্ব। এই ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য। কেননা, ভারতের বিপক্ষে নেদারল্যান্ডস জয় পেলে বাংলাদেশ খেলতে পারবে না চ্যাম্পিয়নস ট্রফি। প্রথম রাউন্ডের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
আগের ম্যাচের একাদশ নিয়েই আজ খেলতে নামছে ভারত। স্পিন আক্রমণে থাকছেন রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব, যার মধ্যে জাদেজা স্পিন বোলিং অলরাউন্ডার। পেস আক্রমণে থাকছেন মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা। রোহিত, শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদবের মতো তারকাখচিত ব্যাটাররা তো আছেনই।
অন্যদিকে নেদারল্যান্ডসও অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামছে। নেতৃত্ব ও উইকেটরক্ষকের দায়িত্ব দুটিই সামলাবেন স্কট এডওয়ার্ডস। স্পিন আক্রমণে থাকছেন রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও আরিয়ান দত্ত, যার মধ্যে মারউই স্পিন বোলিং অলরাউন্ডার। অন্যদিকে পেস আক্রমণে থাকছেন বাস ডি লিড, লোগান ফন বিক ও পল ফন মিকিরেন। যেখানে ডি লিড পেস বোলিং অলরাউন্ডার।
ভারতের একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা।
নেদারল্যান্ডসের একাদশ:
ওয়েসলি বারেসি, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারমান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাস ডি লিড, লোগান ফন বিক, তেজা নিদামানুরু, রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন।
স্কোরকার্ড দেখে সব সময় কোনো ম্যাচের পুরোটা বোঝা যায় না। এই যেমন পার্ক দে প্রিন্সেসে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগের পিএসজি-লিভারপুল ম্যাচ। গত রাতে ম্যাচটি লিভারপুল জিতেছে ১-০ গোলে। এই ম্যাচটিই দারুণ রোমাঞ্চ ছড়িয়েছে।
১১ মিনিট আগেমেয়েদের আইপিএলে আজ মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ানস-ইউপি ওয়ারিয়র্জ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। ইউরোপা লিগে রাতে মাঠে নামছে রিয়াল সোসিয়েদাদ ও ম্যানচেস্টার ইউনাইটেড। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৪৪ মিনিট আগেটানা ৪ ম্যাচ জিতে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছে ভারত। যার মধ্যে রয়েছে দুবাইয়ে এ সপ্তাহের রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ৪৪ রানের জয়। এই হারের প্রতিশোধ নিতে যেন তর সইছে না কিউইদের।
২ ঘণ্টা আগেসামাজিক মাধ্যমে গত রাতে হঠাৎ করেই এক পোস্টে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। তাঁর (মুশফিক) অবসরের পর ফেসবুকে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্তরা আবেগী বার্তা দিয়েছেন। ওয়ানডেকে বিদায় বলা মুশফিককে...
৩ ঘণ্টা আগে