Ajker Patrika

সুজন কেন বিসিবি ছাড়লেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ২৪
সুজন কেন বিসিবি ছাড়লেন

বিসিবির পরিচালকের পদ থেকে দীর্ঘ ১১ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন খালেদ মাহমুদ সুজন। কাল তাঁর পদত্যাগের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। 

ক্ষমতার পটপরিবর্তনের পর নাজমুল হাসান পাপনসহ বিসিবির পরিচালনা পরিষদের একাধিক পরিচালক পদত্যাগ করলেও পাপনঘনিষ্ঠ সুজন নতুন সভাপতি ফারুক আহমেদের সঙ্গেই ছিলেন। ফারুকের যাত্রার এক মাস না যেতেই পদত্যাগের বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। তবে সূত্র জানায়, দায়িত্ব ছাড়ার আগে দীর্ঘদিন তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্বে ছিলেন। সংস্কারপন্থী নতুন বোর্ড সভাপতি দায়িত্ব নেওয়ার পর সুজনের দাপ্তরিক দায়িত্ব নিয়ে আলোচনা উঠতেই দূরত্ব তৈরি হয়। শীর্ষ পর্যায় থেকে বলা হচ্ছিল, তিনি যেন গেম ডেভেলপমেন্ট বিভাগ ছাড়ার মানসিক প্রস্তুতি নেন। সুজন পদত্যাগের মাধ্যমে বিসিবি থেকেই সরে গেলেন। 

সুজন গেম ডেভেলপমেন্ট পরিচালকের দায়িত্ব নেওয়ার সময় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জিতেছে, যেটি দেশের ক্রিকেটের একমাত্র বৈশ্বিক শিরোপাজয়। গত বছর আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপও জিতেছে যুব দল। সুজন এ কারণে নিজেকে ‘ব্যর্থ’ মানতে নারাজ। 

তবে সুজনের বিরুদ্ধে লম্বা সময় স্বার্থের সংঘাতের ঘোরতর অভিযোগ ছিল। তিনি ২০১৩ থেকে বোর্ড পরিচালক, আবাহনী ক্লাবের কোচ, বিপিএল দলের কোচ। রাজশাহীতে একটি একাডেমিরও কোচ তিনি। পাপনের সময়ে বাংলাদেশ জাতীয় দলের অন্তর্বর্তী কোচ, ম্যানেজার এমনকি টিম ডিরেক্টরের ভূমিকায়ও দেখা গেছে তাঁকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

আফগানিস্তানের সেমিতে যাওয়ার ‘আকাশ-কুসুম’ সমীকরণ

রমজানের চাঁদ দেখা গেছে, সৌদিতে শনিবার থেকে রোজা

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত