Ajker Patrika

পিএসএল খেলতে যাচ্ছেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১: ৩৬
পিএসএল খেলতে যাচ্ছেন সাকিব

আজ থেকে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসর। রিজার্ভ সাপ্লিমেন্টারি হিসেবে পেশোয়ার জালমির হয়ে এই আসরে খেলবেন সাকিব আল হাসান। 

সাকিব এর আগেও পিএসএল খেলেছেন পেশোয়ার জালমি ও করাচি কিংসের হয়ে। মাত্রই বিপিএল শেষ করেছেন সাকিব। বিপিএলে ফরচুন বরিশালের অধিনায়কের দায়িত্বে ছিলেন সাকিব। তবে গতকাল এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে হেরে বিদায় নেয় তাঁর দল।

আজ রাতেই পেশোয়ার জালমির সঙ্গে যোগ দেওয়ার কথা সাকিবের। আগামীকাল করাচি কিংসের বিপক্ষে তাঁর দলের প্রথম ম্যাচ। বিপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন সাকিব। ১৩ ম্যাচে ১১ ইনিংসে প্রায় ৪২ গড়ে ও প্রায় ১৭৫ স্ট্রাইক রেটে রান করেছেন ৩৭৫। ওভারপ্রতি ৬.৩১ ইকোনোমিতে উইকেট নিয়েছেন ১০টি।

পিএসএলে সাকিব অবশ্য পুরো মৌসুমে খেলবেন না। সামনে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ থাকায় তাঁর অনাপত্তিপত্র ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ১ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত পেশোয়ারে খেলবে ৫ ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত