Ajker Patrika

বিশ্বকাপ থেকে বিদায় ভারতের মেয়েদের 

আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৬: ১৯
বিশ্বকাপ থেকে বিদায় ভারতের মেয়েদের 

শেষ ওভারের নাটকীয়তায় নারী বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারতীয় নারী দল। আজ ক্রাইস্টচার্চে দক্ষিণ আফ্রিকার মেয়েদের কাছে ৩ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে কপাল পুড়ল ভারতের মেয়েদের। 

রোমাঞ্চ জাগানিয়া ম্যাচটা গড়ায় শেষ ওভারে। দক্ষিণ আফ্রিকার মেয়েদের তখন দরকার ৭ রান। প্রথম বলে ১ রানের পর দ্বিতীয় বলে রানআউট হয়ে ফেরেন তৃষা চেট্টি। পরের দুই বলে ২ রানের পর পঞ্চম বলে ক্যাচ আউট হন মিগনোন ডু প্রিজ। নাটকীয়তা এখানে। কিছুক্ষণ পর নো বল ডাকেন আম্পায়ার। পরের দুই বলে দুই রান নিয়ে জয়ের উচ্ছ্বাসে ভাসেন প্রোটিয়া মেয়েরা। 

মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ২৭৬ রানের লক্ষ্য দাঁড় করায় ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেন ওপেনার স্মৃতি মান্দানা। তাঁর সঙ্গী শেফালী ভারমা করেন ৫৩ রান। ভারতের বড় সংগ্রহের পথে মিতালি রাজের ৬৮ এবং হারমানপ্রিত কোরের ৪৮ রানের ভূমিকা রেখেছে। 

তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দলীয় ১৪ রানের সময় আউট হন লিজ্জেলে লি.। তবে দ্বিতীয় উইকেট জুটি প্রোটিয়াদের ম্যাচ থেকে ছিটকে যেতে দেয়নি। ওপেনার লোরা ভলভার্ট ৮০ ও তিনে নামা লারা গুডেল ৪৯ রান করেন। অপরাজিত ৫২ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ডু প্রিজ। আর তাতে বিশ্বকাপ শেষ হয়ে গেছে ভারতের মেয়েদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত