ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণায় যে ওয়েস্ট ইন্ডিজ কত বড় চমক দেখিয়েছে, সেটা বোঝা গেছে গত রাতেই। ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করেছেন আমির জাঙ্গু। এবার টি-টোয়েন্টি সিরিজেও চমক দেখিয়েছে উইন্ডিজ।
সেন্ট কিটসে গত রাতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ চলার সময়ই টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে উইন্ডিজ। এই সিরিজ দিয়েই উইন্ডিজের টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন কিসি কার্টি। বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ১৬১ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এরই মধ্যে ৪ টেস্ট ও ৩১ ওয়ানডে খেলেছেন কার্টি।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন রভম্যান পাওয়েল। সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন ব্র্যান্ডন কিং। এই সিরিজ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরছেন জনসন চার্লস। ব্যাটিং লাইনআপে পাওয়েল, কিংদের পাশাপাশি এভিন লুইস, নিকোলাস পুরানের মতো মারদাঙ্গা ব্যাটাররা তো থাকছেনই। আকিল হোসেন, রোমারিও শেফার্ডরাও শেষের দিকে ক্যামিও ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-টোয়েন্টিতে খেলবেন বলে বাংলাদেশ সিরিজের প্রথম দুই ম্যাচেই থাকছেন আকিল। তাঁর পরিবর্তে শেষ টি-টোয়েন্টির দলে থাকছেন জেইডেন সিলস। শাই হোপ, শারফেন রাদারফোর্ডেরও বাংলাদেশ সিরিজ মিস করার কারণ বিগ ব্যাশ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুটি করে ম্যাচ খেলা শামার স্প্রিঙ্গার, টেরেস হাইন্ডস আছেন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। রস্টন চেজ, জাস্টিন গ্রিভসের মতো অলরাউন্ডাররাও থাকছেন এই সিরিজে। চেজের ফিল্ডিংটাও দারুণ কার্যকরী। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানিয়েছে, পারফরম্যান্সে ধারাবাহিকতা ধরে রাখা ও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখেই বাংলাদেশ বিপক্ষে সিরিজের দল ঘোষণা করা হয়েছে। ১৬,১৮ ও ২০ ডিসেম্বর হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিন টি-টোয়েন্টি। সব ম্যাচই হবে সেন্ট ভিনসেন্টে।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের দল
রভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), কিসি কার্টি, রস্টন চেজ, জনসন চার্লস, জাস্টিন গ্রিভস, টেরেন্স হাইন্ডস, নিকোলাস পুরান, আলজারি জোসেফ, এভিন লুইস, গুড়াকেশ মোতি, ওবেদ ম্যাকয়, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার, আকিল হোসেন/জেইডেন সিলস
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণায় যে ওয়েস্ট ইন্ডিজ কত বড় চমক দেখিয়েছে, সেটা বোঝা গেছে গত রাতেই। ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করেছেন আমির জাঙ্গু। এবার টি-টোয়েন্টি সিরিজেও চমক দেখিয়েছে উইন্ডিজ।
সেন্ট কিটসে গত রাতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ চলার সময়ই টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে উইন্ডিজ। এই সিরিজ দিয়েই উইন্ডিজের টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন কিসি কার্টি। বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ১৬১ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এরই মধ্যে ৪ টেস্ট ও ৩১ ওয়ানডে খেলেছেন কার্টি।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন রভম্যান পাওয়েল। সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন ব্র্যান্ডন কিং। এই সিরিজ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরছেন জনসন চার্লস। ব্যাটিং লাইনআপে পাওয়েল, কিংদের পাশাপাশি এভিন লুইস, নিকোলাস পুরানের মতো মারদাঙ্গা ব্যাটাররা তো থাকছেনই। আকিল হোসেন, রোমারিও শেফার্ডরাও শেষের দিকে ক্যামিও ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-টোয়েন্টিতে খেলবেন বলে বাংলাদেশ সিরিজের প্রথম দুই ম্যাচেই থাকছেন আকিল। তাঁর পরিবর্তে শেষ টি-টোয়েন্টির দলে থাকছেন জেইডেন সিলস। শাই হোপ, শারফেন রাদারফোর্ডেরও বাংলাদেশ সিরিজ মিস করার কারণ বিগ ব্যাশ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুটি করে ম্যাচ খেলা শামার স্প্রিঙ্গার, টেরেস হাইন্ডস আছেন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। রস্টন চেজ, জাস্টিন গ্রিভসের মতো অলরাউন্ডাররাও থাকছেন এই সিরিজে। চেজের ফিল্ডিংটাও দারুণ কার্যকরী। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানিয়েছে, পারফরম্যান্সে ধারাবাহিকতা ধরে রাখা ও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখেই বাংলাদেশ বিপক্ষে সিরিজের দল ঘোষণা করা হয়েছে। ১৬,১৮ ও ২০ ডিসেম্বর হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিন টি-টোয়েন্টি। সব ম্যাচই হবে সেন্ট ভিনসেন্টে।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের দল
রভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), কিসি কার্টি, রস্টন চেজ, জনসন চার্লস, জাস্টিন গ্রিভস, টেরেন্স হাইন্ডস, নিকোলাস পুরান, আলজারি জোসেফ, এভিন লুইস, গুড়াকেশ মোতি, ওবেদ ম্যাকয়, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার, আকিল হোসেন/জেইডেন সিলস
ভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়া-নেইমারদের নতুন কোচ কে? এই প্রশ্নে শেষ হয়ে আসছে অপেক্ষার পালা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে নাম ঘোষণা করতে পারে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
৮ মিনিট আগেপাসপোর্ট হাতে পাওয়ার মাত্র একদিনের ভেতরই ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পেয়ে গেলেন সমিত সোম। তাই বাংলাদেশের জার্সিতে খেলতে আর বাধা নেই তাঁর। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে এএফসি এশিয়া কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হওয়ার
৩১ মিনিট আগেকানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পর বাংলাদেশের পাসপোর্টও হাতে পেয়েছেন সোমিত সোম। বাকি রইল শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র। সেটি পেলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না তাঁর। এর মধ্যেই সোমিত পেয়েছেন আরেকটি সুখবর। কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহের সেরা দলে জায়গা করে নিয়
১ ঘণ্টা আগেগোড়ালির ওপরের অংশ—চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাকিলিস টেনডনের সমস্যায় ভুগছিলেন তাসকিন আহমেদ। এ জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ নিতে লন্ডনে গিয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ শেষে জানা গেছে, আপাতত কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই তাঁর। এক বিজ্ঞপ্তিতে ব্যাপারটি নিশ্চিত
৩ ঘণ্টা আগে