অনলাইন ডেস্ক
সাম্প্রতিক সময়ে বল হাতে দুর্দান্তই খেলছেন তাসকিন। তারপরও তিনি কি ভাবতে পেরেছিলেন বিপিএলে আজ ৭ উইকেট পেয়ে যাবেন?
‘না’ বললে ভুলই হবে হয়তো। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে মজার এক ঘটনা শোনালেন জাতীয় দলের এই স্ট্রাইক বোলার। তাসকিনের ভাষায়, ‘আমাদের টিমের মেসেয়ার আনোয়ার বলছিল যে, ভাইয়া তুমি আজ ৪ উইকেট পাবে। (আমি বলেছি) চাচ্ছিস যেহেতু আল্লাহর কাছে বেশিই চা, ৮ উইকেটও তো হতে পারে। ৭ উইকেট পেয়ে গেছি আজকে। আলহামদুলিল্লাহ।’
পরে তাসকিন অবশ্য বললেন, ‘আসলে না ভাবলে হতো না।’ তো এই ৭ উইকেট পাওয়ার রহস্য কী? তাসকিনের উত্তর, ‘উইকেটে একটু ভাগ্যেরও সহায়তা লাগে। আমি খুশি যে, বোলিংয়ে যেটা করতে চাচ্ছি, সেটা করতে পারছি। আসলে ভালো বোলিং করতে পারাটাই গুরুত্বপূর্ণ। উইকেট তো অনেক সময় দুটো কম হয়, দুটো বেশি হয়। আল্লাহর কাছে শুকরিয়া, ৭ উইকেট পেয়েছি। আমার জন্য এটা বড় পাওয়া।’
তাসকিন ৭ উইকেট নিয়েছেন ১৯ রান দিয়ে। যা বিপিএলের সেরা বোলিং। স্বীকৃত টি-টোয়েন্টিতে মালয়েশিয়ার সিয়াজরুল ইদরুস (৭ /৭) ও নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যানের (৭ / ১৭) পর এটি তৃতীয় সেরা বোলিংও। তাসকিনের এই বোলিংয়ের আগে স্বীকৃতি টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিং ছিল সাকিব আল হাসানের। ২০১৩ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।
এবারের বিপিএলে নতুন লুকের আবির্ভূত হয়েছেন তাসকিন। চুলের ছাঁটে নতুনত্ব। গোঁফও রেখেছেন। এ সবের সঙ্গে কী পারফরম্যান্সের যোগসূত্র আছে? তাসকিনের উত্তর, ‘এ সব আসলে...একদিন তো আমি মাইর খাইতেই পারি খাইলে কী এটার জন্য হবে? এমন কিছু না। এটা জাস্ট এমনিই। আমার বাবার ছোটকালের একটা ছবি দেখতে ছিলাম, দেখলাম মোচ-টোচ রাখা, তাই ভাবলাম এবার আমি রেখে দেখি কিছুদিন। তবে আমি কুসংস্কার তেমন বিশ্বাসও করি না।’
নিজের অর্জনে খুশি তাসকিন। তাসকিনের খুশির আরও কারণ আছে। সেটি কী? তাসকিনের ভাষায়, ‘দিন শেষে আমি যখন ভালো করি বা উইকেট পাই আমার ছেলে আর আমার বাবা অনেক খুশি হন। অবশ্য ওদের সমর্থন একটা প্রেরণা। কারণ যেদিন আমি ভালো বোলিং করতে পারি না সেদিন তাসফিন (ছেলে) অনেক মন খারাপ করে। আমি নিশ্চিত আজকে ও অনেক খুশি।’ আজকের ৭ উইকেটে সাফল্য ছেলেকেই উৎসর্গ করেছেন তাসকিন, ‘এটা তাসফিনের জন্য।’
সাম্প্রতিক সময়ে বল হাতে দুর্দান্তই খেলছেন তাসকিন। তারপরও তিনি কি ভাবতে পেরেছিলেন বিপিএলে আজ ৭ উইকেট পেয়ে যাবেন?
‘না’ বললে ভুলই হবে হয়তো। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে মজার এক ঘটনা শোনালেন জাতীয় দলের এই স্ট্রাইক বোলার। তাসকিনের ভাষায়, ‘আমাদের টিমের মেসেয়ার আনোয়ার বলছিল যে, ভাইয়া তুমি আজ ৪ উইকেট পাবে। (আমি বলেছি) চাচ্ছিস যেহেতু আল্লাহর কাছে বেশিই চা, ৮ উইকেটও তো হতে পারে। ৭ উইকেট পেয়ে গেছি আজকে। আলহামদুলিল্লাহ।’
পরে তাসকিন অবশ্য বললেন, ‘আসলে না ভাবলে হতো না।’ তো এই ৭ উইকেট পাওয়ার রহস্য কী? তাসকিনের উত্তর, ‘উইকেটে একটু ভাগ্যেরও সহায়তা লাগে। আমি খুশি যে, বোলিংয়ে যেটা করতে চাচ্ছি, সেটা করতে পারছি। আসলে ভালো বোলিং করতে পারাটাই গুরুত্বপূর্ণ। উইকেট তো অনেক সময় দুটো কম হয়, দুটো বেশি হয়। আল্লাহর কাছে শুকরিয়া, ৭ উইকেট পেয়েছি। আমার জন্য এটা বড় পাওয়া।’
তাসকিন ৭ উইকেট নিয়েছেন ১৯ রান দিয়ে। যা বিপিএলের সেরা বোলিং। স্বীকৃত টি-টোয়েন্টিতে মালয়েশিয়ার সিয়াজরুল ইদরুস (৭ /৭) ও নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যানের (৭ / ১৭) পর এটি তৃতীয় সেরা বোলিংও। তাসকিনের এই বোলিংয়ের আগে স্বীকৃতি টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিং ছিল সাকিব আল হাসানের। ২০১৩ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।
এবারের বিপিএলে নতুন লুকের আবির্ভূত হয়েছেন তাসকিন। চুলের ছাঁটে নতুনত্ব। গোঁফও রেখেছেন। এ সবের সঙ্গে কী পারফরম্যান্সের যোগসূত্র আছে? তাসকিনের উত্তর, ‘এ সব আসলে...একদিন তো আমি মাইর খাইতেই পারি খাইলে কী এটার জন্য হবে? এমন কিছু না। এটা জাস্ট এমনিই। আমার বাবার ছোটকালের একটা ছবি দেখতে ছিলাম, দেখলাম মোচ-টোচ রাখা, তাই ভাবলাম এবার আমি রেখে দেখি কিছুদিন। তবে আমি কুসংস্কার তেমন বিশ্বাসও করি না।’
নিজের অর্জনে খুশি তাসকিন। তাসকিনের খুশির আরও কারণ আছে। সেটি কী? তাসকিনের ভাষায়, ‘দিন শেষে আমি যখন ভালো করি বা উইকেট পাই আমার ছেলে আর আমার বাবা অনেক খুশি হন। অবশ্য ওদের সমর্থন একটা প্রেরণা। কারণ যেদিন আমি ভালো বোলিং করতে পারি না সেদিন তাসফিন (ছেলে) অনেক মন খারাপ করে। আমি নিশ্চিত আজকে ও অনেক খুশি।’ আজকের ৭ উইকেটে সাফল্য ছেলেকেই উৎসর্গ করেছেন তাসকিন, ‘এটা তাসফিনের জন্য।’
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
১০ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
১২ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
১৩ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
১৩ ঘণ্টা আগে