Ajker Patrika

বাংলাদেশ দলের সঙ্গে মাঠে আসেননি ডোনাল্ড

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১২: ৪৪
বাংলাদেশ দলের সঙ্গে মাঠে আসেননি ডোনাল্ড

পাকিস্তানের কাছে হেরে ২০২৩ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছে সবার আগে। এরপর বিশ্বকাপ শেষ হওয়ার সময় যতই ঘনিয়ে আসছে, বাংলাদেশ ক্রিকেট দলের কোচিং প্যানেলের একাংশের চুক্তিও ফুরোচ্ছে। বিশ্বকাপ শেষে তাঁদের আর দেখা যাবে না বাংলাদেশ দলের সঙ্গে, যার মধ্যে রয়েছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তার আগে আজ বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলনে সাত ক্রিকেটার এসেছেন। গতকাল ঢাকা থেকে পুনেতে ফেরা লিটন দাস আছেন অনুশীলনে। পেসারদের মধ্যে দেখা গেছে শুধু হাসান মাহমুদকে। তবে দেখা যায়নি ডোনাল্ডকে। পেসারদের মতো তিনিও বিশ্রামে ছিলেন। অথচ গত দেড় বছরে একজন পেসার অনুশীলনে এলেও ডোনাল্ডকে মাঠে দেখা যেত। এখন সময় যত এগোচ্ছে, দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ফাস্ট বোলারের বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার সময়ও ফুরিয়ে আসছে। গতকাল পুনেতে টিম মিটিংয়ে আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড জানিয়ে দিয়েছেন যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটাই তাঁর বাংলাদেশের সঙ্গে শেষ। রাতে আজকের পত্রিকাকেও তা নিশ্চিত করেছেন সাবেক প্রোটিয়া ফাস্ট বোলার। পরিবারের সঙ্গে দেখা করতে বাড়িতে যাওয়ার ব্যাপারে উন্মুখ হয়ে আছেন বলে জানিয়েছেন তিনি।

ডোনাল্ড বাংলাদেশের পেস বোলিং কোচ হয়েছিলেন গত বছরের মার্চে দক্ষিণ আফ্রিকার মাঠে প্রোটিয়াদের বিপক্ষে হোম সিরিজ দিয়ে। তাঁর অধীনে বাংলাদেশ দলের পেস আক্রমণের উন্নতি ছিল প্রশংসনীয়। তাসকিন, ইবাদত, মোস্তাফিজ, হাসানদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল তাঁর অসাধারণ। সে কথা বলতে গিয়ে একটু আবেগতাড়িতই হয়ে পড়লেন ডোনাল্ড, ‘আজ ওদের (তাসকিনদের) বললাম, আমি তোমাদের ভুলতে পারব না। আমাদের যে হোয়াটসআপ গ্রুপটা ছিল, সেখানে আমরা কত ধরনের আলোচনা করেছি, মজা করেছি, আমি সত্যি ভুলতে পারব না এই ছেলেদের। এটা অসাধারণ এক যাত্রা ছিল আমার। বাংলাদেশকে ধন্যবাদ আমাকে এখানে সুযোগ দেওয়ায় এবং পার্থক্য তৈরি করতে পারায়। তাদের প্রতি শুভকামনা। ভবিষ্যতে তাদের আরও উন্নতি দেখার অপেক্ষায় থাকব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

নিয়োগে অনিয়ম প্রমাণিত, তবু শিক্ষককে যোগদানের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত